ক্যানবেরা, 13 জুন: বছরের শেষে চার ম্যাচের টেস্ট সিরিজ়ে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া ৷ ইতিমধ্যেই এই সিরিজ়ের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সংক্রমণ ঠেকাতে ফাঁকা মাঠেই এই সিরিজ় খেলার কথা ছিল ৷ কিন্তু শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ ফলে ডিসেম্বরে বর্ডার-গাভাসকর সিরিজ় অন্তত ফাঁকা মাঠে খেলা হবে না বলেই মনে করা হচ্ছে৷
যেসব স্টেডিয়ামে চল্লিশ হাজার দর্শকাসন রয়েছে সেগুলিতে অন্তত দশ হাজার দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৷ নিজের ওয়েবসাইটে তিনি বলেছেন, যেসব স্টেডিয়ামে চল্লিশ হাজার দর্শকাসন রয়েছে সেগুলিতে 25 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ চিকিৎসকদের পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷
2017 সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ় জয়ের ইতিহাস গড়েছিল ভারত ৷ বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখার লক্ষ্যে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম টেস্ট খেলবে ভারত ৷ ম্যাচটি চলবে 3 থেকে 7 ডিসেম্বর পর্যন্ত ৷ অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট খেলা হবে নৈশালোকে ৷ 26 ডিসেম্বর বক্সিং ডে টেস্ট রয়েছে মেলবোর্নে ৷ সিরিজ়ের শেষ ম্যাচটি খেলা হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷