ETV Bharat / sports

ভারত শেষ 165 তে, বড় রানের দিকে এগোচ্ছে নিউজ়িল্যান্ড - অজিঙ্কা রাহানে

নিউজ়িল্যান্ডের বোলারদের দাপটে 165 রানে শেষ ভারতের ইনিংস ৷ অভিষেক টেস্টে 4 উইকেট নেন কাইল জেমিসন ৷ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বড় রানের পথে নিউজ়িল্যান্ড ।

নিউজ়িল্যান্ডের বোলারদের দাপট
নিউজ়িল্যান্ডের বোলারদের দাপট
author img

By

Published : Feb 22, 2020, 6:33 AM IST

Updated : Feb 22, 2020, 12:54 PM IST

ওয়েলিংটন, 22 ফেব্রুয়ারি : ঘুরে দাঁড়াতে পারল না ভারত ৷ গতকালের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলকে টানতে ব্যর্থ অজিঙ্কা রাহানেরা ৷ 165 রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস ৷ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বড় রানের পথে নিউজ়িল্যান্ড । ব্যাট হাতে উজ্জ্বল অধিনায়ক কেন উইলিয়ামসন । দ্বিতীয় দিনে শেষে কিউইরা পাঁচ উইকেটে ২১৬ রান তুলেছে । এখনই ৫১ রানে এগিয়ে গিয়েছে তারা ।

গতকাল বৃষ্টির জন্য 90 ওভার খেলা হয়নি ৷ 55 ওভারে 5 উইকেট খুইয়ে 122 রান করেছিল ভারত ৷ ক্রিজ়ে ছিলেন অজিঙ্কা রাহানে এবং ঋষভ পন্থ ৷ দিনের শুরুতে একটা ছয়ও মারেন ঋষভ ৷ ভারতীয় দলের ব্যাটিং গভীরতা বাড়াতে ঋদ্ধিমান সাহার বদলে সুযোগ পেয়েছেন তিনি ৷ ক্রীড়াপ্রেমীদের আশা ছিল, ভারতীয় দলকে তিনি টানবেন ৷ কিন্তু, রান আউট হয়ে ফিরতে হল ঋষভকে ৷ করলেন 19 রান ৷ টিম সাউদির পরের বলেই আউট হন রবিচন্দ্রন অশ্বিন ৷

ইশান্ত শর্মাকে সঙ্গী করে দলের টানার চেষ্টা করেন রাহানে ৷ কিন্তু, জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ 46 রান করে আউট হন রাহানে ৷ দশ নম্বরে নেমে 20 বলে 21 রান করেন মহম্মদ শামি ৷ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই অল আউট হয়ে যায় ভারত ৷

নিউজ়িল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে চার উইকেট নেন কাইল জেমিসন ৷ চার উইকেট পেয়েছেন টিম সাউদিও ৷

ওয়েলিংটন, 22 ফেব্রুয়ারি : ঘুরে দাঁড়াতে পারল না ভারত ৷ গতকালের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলকে টানতে ব্যর্থ অজিঙ্কা রাহানেরা ৷ 165 রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস ৷ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বড় রানের পথে নিউজ়িল্যান্ড । ব্যাট হাতে উজ্জ্বল অধিনায়ক কেন উইলিয়ামসন । দ্বিতীয় দিনে শেষে কিউইরা পাঁচ উইকেটে ২১৬ রান তুলেছে । এখনই ৫১ রানে এগিয়ে গিয়েছে তারা ।

গতকাল বৃষ্টির জন্য 90 ওভার খেলা হয়নি ৷ 55 ওভারে 5 উইকেট খুইয়ে 122 রান করেছিল ভারত ৷ ক্রিজ়ে ছিলেন অজিঙ্কা রাহানে এবং ঋষভ পন্থ ৷ দিনের শুরুতে একটা ছয়ও মারেন ঋষভ ৷ ভারতীয় দলের ব্যাটিং গভীরতা বাড়াতে ঋদ্ধিমান সাহার বদলে সুযোগ পেয়েছেন তিনি ৷ ক্রীড়াপ্রেমীদের আশা ছিল, ভারতীয় দলকে তিনি টানবেন ৷ কিন্তু, রান আউট হয়ে ফিরতে হল ঋষভকে ৷ করলেন 19 রান ৷ টিম সাউদির পরের বলেই আউট হন রবিচন্দ্রন অশ্বিন ৷

ইশান্ত শর্মাকে সঙ্গী করে দলের টানার চেষ্টা করেন রাহানে ৷ কিন্তু, জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ 46 রান করে আউট হন রাহানে ৷ দশ নম্বরে নেমে 20 বলে 21 রান করেন মহম্মদ শামি ৷ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই অল আউট হয়ে যায় ভারত ৷

নিউজ়িল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে চার উইকেট নেন কাইল জেমিসন ৷ চার উইকেট পেয়েছেন টিম সাউদিও ৷

Last Updated : Feb 22, 2020, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.