ETV Bharat / sports

পরের ম্যাচে প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড, সেমিফাইনালের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া - india

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়াকে ও পরের ম্যাচে প্রতিবেশী বাংলাদেশকে হারায় ভারত ৷ 2018 সালে বিশ্বকাপে নিউজ়িল্যান্ডকে হারালেও পরবর্তী সফরে তাদের কাছেই পরপর তিন ম্যাচ হারে ভারতের মেয়েরা ৷ এবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে তারই প্রতিশোধ নিতে চাইবে ভারতের মেয়েরা ৷

image
টিম ইন্ডিয়া
author img

By

Published : Feb 26, 2020, 11:51 PM IST

মেলবোর্ন, 26 ফেব্রুয়ারি : বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারত ৷ প্রথম দু’টি ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারতের মেয়েরা ৷ পরের ম্যাচে প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড ৷ এখনও পর্যন্ত A গ্রুপে সবার উপরে হরমনপ্রীত, মান্ধানারা ৷

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়াকে ও পরের ম্যাচে প্রতিবেশী বাংলাদেশকে হারায় ভারত ৷ 2018 সালে বিশ্বকাপে নিউজ়িল্যান্ডকে হারালেও পরবর্তী সফরে তাদের কাছেই পরপর তিন ম্যাচ হারে ভারতের মেয়েরা ৷ এবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে তারই প্রতিশোধ নিতে চাইবে হরমনপ্রীত ব্রিগেড ৷

2018 সালে প্রথম বার নিউজ়িল্যান্ডের বিপক্ষে খেলে ভারত ৷ এর আগের তিন বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হয়নি ভারত ৷ ওই ম্যাচে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর শতরান করেন ৷ 7টি চার ও 8টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস ৷

যদিও এবার পরিস্থিতি আলাদা ৷ আগের ফর্মের ধারেকাছে নেই হরমনপ্রীত ৷ শেষ পাঁচটি ম্যাচে 20 রানের গণ্ডি টপকাতে পারেননি তিনি ৷ অন্যদিকে স্মৃতি মান্ধানাও ফর্মে নেই ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন মাত্র 10 রান ৷ বাংলাদেশের বিরুদ্ধে ভাইরাল ফিভারের জন্য খেলতে পারেননি ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সম্ভবত ফিরছেন তিনি ৷

তবে এই দুই সিনিয়র ক্রিকেটারের শূন্যস্থান পূরণ করে দিচ্ছেন শেফালি বর্মা, জেমিমার মতো ক্রিকেটাররা ৷ অন্যদিকে বল হাতে দুরন্ত হয়ে উঠেছেন পুনম যাদব ও শিখা পাণ্ডে ৷ এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে পুনম তুলে নিয়েছেন 7টি উইকেট ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তা পরিস্কার করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার ৷

মেলবোর্ন, 26 ফেব্রুয়ারি : বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারত ৷ প্রথম দু’টি ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারতের মেয়েরা ৷ পরের ম্যাচে প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড ৷ এখনও পর্যন্ত A গ্রুপে সবার উপরে হরমনপ্রীত, মান্ধানারা ৷

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়াকে ও পরের ম্যাচে প্রতিবেশী বাংলাদেশকে হারায় ভারত ৷ 2018 সালে বিশ্বকাপে নিউজ়িল্যান্ডকে হারালেও পরবর্তী সফরে তাদের কাছেই পরপর তিন ম্যাচ হারে ভারতের মেয়েরা ৷ এবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে তারই প্রতিশোধ নিতে চাইবে হরমনপ্রীত ব্রিগেড ৷

2018 সালে প্রথম বার নিউজ়িল্যান্ডের বিপক্ষে খেলে ভারত ৷ এর আগের তিন বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হয়নি ভারত ৷ ওই ম্যাচে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর শতরান করেন ৷ 7টি চার ও 8টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস ৷

যদিও এবার পরিস্থিতি আলাদা ৷ আগের ফর্মের ধারেকাছে নেই হরমনপ্রীত ৷ শেষ পাঁচটি ম্যাচে 20 রানের গণ্ডি টপকাতে পারেননি তিনি ৷ অন্যদিকে স্মৃতি মান্ধানাও ফর্মে নেই ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন মাত্র 10 রান ৷ বাংলাদেশের বিরুদ্ধে ভাইরাল ফিভারের জন্য খেলতে পারেননি ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সম্ভবত ফিরছেন তিনি ৷

তবে এই দুই সিনিয়র ক্রিকেটারের শূন্যস্থান পূরণ করে দিচ্ছেন শেফালি বর্মা, জেমিমার মতো ক্রিকেটাররা ৷ অন্যদিকে বল হাতে দুরন্ত হয়ে উঠেছেন পুনম যাদব ও শিখা পাণ্ডে ৷ এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে পুনম তুলে নিয়েছেন 7টি উইকেট ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তা পরিস্কার করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.