অ্যান্টিগা, 25 অগাস্ট : কোহলি-রাহানের জোড়া অর্ধশতরানে অ্যান্টিগা টেস্টে বড় রানের পথে ভারত ৷ তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 185 রান ৷ ওয়েস্ট ইন্ডিজের থেকে 26 রানে এগিয়ে রয়েছে 'মেন ইন ব্লু'রা ৷ 8 উইকেট হারিয়ে 189 রানে তৃতীয় দিন শুরু করেছিল ক্যারিবিয়ানরা ৷ শেষ দিকে লড়লেন জেসন হোল্ডার ৷ তাঁর 65 বলে 39 রানের ইনিংস ক্যারিবিয়ানদের 200 রানে গণ্ডি পার করিয়ে দেয় ৷ ভারতের থেকে 75 রান দুরে 222-এ থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৷
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মায়াঙ্ক আগারওয়াল ৷ রাহুলও আউট হন 38 রান করে ৷ রাহুলের পর পূজারাও 25 রান করে দ্রুত সাজঘরে ফেরেন ৷ 83 রানে 3 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ এর পর দলের হাল ধরেন অধিনায়ক বিরাট ও রাহানে ৷ দু'জনের 104 রানের অপরাজিত পার্টনারশিপে ভারত দিনের শেষে 185-তে পৌঁছায় ৷
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন অজিঙ্ক রাহানে ৷ 140 বলে 53 রান করে অপরাজিত রয়েছেন তিনি ৷ এদিকে প্রথম ইনিংসে রান না এলেও দ্বিতীয় ইনিংসে 111 বলে অর্ধশতরান করে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ রাহানে-বিরাট জুটি চতুর্থ দিনেও ক্যারিবিয়ানদের উপর ছড়ি ঘোরাতে পারলে ভারতের টেস্ট জয় অনেকটাই সহজ হয়ে যাবে ৷