ETV Bharat / sports

বিরাট-রাহানের জোড়া অর্ধশতরান, অ্যান্টিগায় ফ্রন্টফুটে ভারত - Virat Kohli

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন অজিঙ্ক রাহানে ৷ 140 বলে 53 রান করে অপরাজিত রয়েছেন তিনি ৷ এদিকে প্রথম ইনিংসে রান না এলেও দ্বিতীয় ইনিংসে 111 বলে অর্ধশতরান করে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

ভারত
author img

By

Published : Aug 25, 2019, 5:41 AM IST

Updated : Aug 25, 2019, 6:09 AM IST

অ্যান্টিগা, 25 অগাস্ট : কোহলি-রাহানের জোড়া অর্ধশতরানে অ্যান্টিগা টেস্টে বড় রানের পথে ভারত ৷ তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 185 রান ৷ ওয়েস্ট ইন্ডিজের থেকে 26 রানে এগিয়ে রয়েছে 'মেন ইন ব্লু'রা ৷ 8 উইকেট হারিয়ে 189 রানে তৃতীয় দিন শুরু করেছিল ক্যারিবিয়ানরা ৷ শেষ দিকে লড়লেন জেসন হোল্ডার ৷ তাঁর 65 বলে 39 রানের ইনিংস ক্যারিবিয়ানদের 200 রানে গণ্ডি পার করিয়ে দেয় ৷ ভারতের থেকে 75 রান দুরে 222-এ থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৷

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মায়াঙ্ক আগারওয়াল ৷ রাহুলও আউট হন 38 রান করে ৷ রাহুলের পর পূজারাও 25 রান করে দ্রুত সাজঘরে ফেরেন ৷ 83 রানে 3 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ এর পর দলের হাল ধরেন অধিনায়ক বিরাট ও রাহানে ৷ দু'জনের 104 রানের অপরাজিত পার্টনারশিপে ভারত দিনের শেষে 185-তে পৌঁছায় ৷

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন অজিঙ্ক রাহানে ৷ 140 বলে 53 রান করে অপরাজিত রয়েছেন তিনি ৷ এদিকে প্রথম ইনিংসে রান না এলেও দ্বিতীয় ইনিংসে 111 বলে অর্ধশতরান করে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ রাহানে-বিরাট জুটি চতুর্থ দিনেও ক্যারিবিয়ানদের উপর ছড়ি ঘোরাতে পারলে ভারতের টেস্ট জয় অনেকটাই সহজ হয়ে যাবে ৷

অ্যান্টিগা, 25 অগাস্ট : কোহলি-রাহানের জোড়া অর্ধশতরানে অ্যান্টিগা টেস্টে বড় রানের পথে ভারত ৷ তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 185 রান ৷ ওয়েস্ট ইন্ডিজের থেকে 26 রানে এগিয়ে রয়েছে 'মেন ইন ব্লু'রা ৷ 8 উইকেট হারিয়ে 189 রানে তৃতীয় দিন শুরু করেছিল ক্যারিবিয়ানরা ৷ শেষ দিকে লড়লেন জেসন হোল্ডার ৷ তাঁর 65 বলে 39 রানের ইনিংস ক্যারিবিয়ানদের 200 রানে গণ্ডি পার করিয়ে দেয় ৷ ভারতের থেকে 75 রান দুরে 222-এ থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৷

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মায়াঙ্ক আগারওয়াল ৷ রাহুলও আউট হন 38 রান করে ৷ রাহুলের পর পূজারাও 25 রান করে দ্রুত সাজঘরে ফেরেন ৷ 83 রানে 3 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ এর পর দলের হাল ধরেন অধিনায়ক বিরাট ও রাহানে ৷ দু'জনের 104 রানের অপরাজিত পার্টনারশিপে ভারত দিনের শেষে 185-তে পৌঁছায় ৷

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন অজিঙ্ক রাহানে ৷ 140 বলে 53 রান করে অপরাজিত রয়েছেন তিনি ৷ এদিকে প্রথম ইনিংসে রান না এলেও দ্বিতীয় ইনিংসে 111 বলে অর্ধশতরান করে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ রাহানে-বিরাট জুটি চতুর্থ দিনেও ক্যারিবিয়ানদের উপর ছড়ি ঘোরাতে পারলে ভারতের টেস্ট জয় অনেকটাই সহজ হয়ে যাবে ৷

New Delhi, Aug 24 (ANI): Congress interim president Sonia Gandhi arrived to pay tribute to former finance minister Arun Jaitley. Congress leader Rahul Gandhi and former prime minister Manmohan Singh also arrived to pay homage to BJP stalwart. Senior Congress leaders Ghulam Nabi Azad and Anand Sharma also paid tribute to late Jaitley. Late Jaitley died at the age of 66 in New Delhi's AIIMS on August 24. He was admitted at AIIMS following health issues. Jaitley's last rites will be performed on Aug 25.
Last Updated : Aug 25, 2019, 6:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.