ETV Bharat / sports

বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলেই ভরত অরুণের উপর চিৎকার করেন শাস্ত্রী ! - ভরত অরুণ

ভরত অরুণ বলেন, "ও (রবি শাস্ত্রী) ড্রেসিংরুম থেকে ম্যাচের উপর পুরো নজর রাখে ৷ কিন্তু একজন বোলারের জন্য বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলে ও রেগে যায় ৷ ও চায় না বোলাররা একটিও রান দিক ! হ্যাঁ, এটাই ও চায় ৷

Bharat Arun
Bharat Arun
author img

By

Published : Jan 28, 2021, 10:05 AM IST

হায়দরাবাদ, 28 জানুয়ারি : বিপক্ষ দলের ইনিংসের সময় বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলেই চাপ ৷ ড্রেসিংরুম থেকে চিৎকার জুড়বেন হেড কোচ রবি শাস্ত্রী ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে শাস্ত্রী সম্পর্কে এই নতুন তথ্য প্রকাশ্যে আনলেন ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ ৷ বলেন, বোলারের জন্য বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলেই তাঁর উপর চিৎকার করেন শাস্ত্রী ৷

তিনি বলেন, "ও (রবি শাস্ত্রী) ড্রেসিংরুম থেকে ম্যাচের উপর পুরো নজর রাখে ৷ কিন্তু একজন বোলারের জন্য বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলে ও রেগে যায় ৷ ও চায় না বোলাররা একটিও রান দিক ! হ্যাঁ, এটাই ও চায় ৷ ও চায়, বল করার সময় আমরা ক্রমাগত উইকেট ফেলি ৷ অথচ বিপক্ষ টিমের বোলিংয়ের সময় রান তোলা যেন বজায় থাকে ৷" পাশাপাশি ভারতের নতুন পেস সেনসেশন মহম্মদ সিরাজের প্রশংসায় পঞ্চমুখ হন ভরত অরুণ ৷ তাঁর মতে, মহম্মদ সিরাজ হচ্ছে এমন একজন খেলোয়াড় যার আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের খিদে রয়েছে ৷

অস্ট্রেলিয়া সফরে সবচেয়ে সফল বোলার মহম্মদ সিরাজ ৷ তিনটি টেস্ট খেলে তাঁর সংগ্রহ 13টি উইকেট ৷ সিরিজ় শুরুর আগে বাবাকে হারিয়েছেন সিরাজ ৷ রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে ভরত অরুণ বলেন, "সিরাজ হল এমন একজন যার রাগ এবং খিদে দুটোই রয়েছে ৷ আমি ওকে হায়দরাবাদে দেখেছি ৷ আরসিবিতে ও নেট বোলার হিসেবে এসেছিল ৷ সেই সময় সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ভিভিএস লক্ষ্মণকে আমি বলেছিলাম, দেখো সত্যিই ছেলেটা ভালো বল করে ৷ একে তুমি ব্যবহার করতে পার ৷ ও সায় দিয়েছিল কিন্তু সিরাজ সেবার খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি ৷"

আরও পড়ুন : টেস্ট সিরিজ খেলতে চেন্নাই পৌঁছাল ইংল্য়ান্ড দল

সানরাইজ়ার্স হায়দরাবাদের কোচ নিযুক্ত হতেই সিরাজকে ডেকে নিয়েছিলেন ভরত অরুণ ৷ বলেন, "হায়দরাবাদের কোচ হিসেবে আমাকে পুরো ক্ষমতা দেওয়া হয়েছিল ৷ তাই সিরাজ যাতে খেলতে পারে সেই ব্যবস্থা করেছিলাম ৷ তার আগে সম্ভাব্য দলেও ও ছিল না ৷ ওকে যখনই দেখি সমান প্যাশন দিয়ে বল করতে দেখি ৷ এখনও সেরকমই দেখি ৷" সিরাজের আরও একটি ক্ষমতা নিয়ে বলেন, "যদি ওকে কোনও কাজ করতে বলা হয় তাহলে যা বলা হয়েছে ঠিক সেটাই করবে ৷ তবে নিজেও পরীক্ষা-নিরীক্ষা করার চেষ্টা করে ৷ তখনই আমার কাছে বকুনি খায় ৷"

হায়দরাবাদ, 28 জানুয়ারি : বিপক্ষ দলের ইনিংসের সময় বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলেই চাপ ৷ ড্রেসিংরুম থেকে চিৎকার জুড়বেন হেড কোচ রবি শাস্ত্রী ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে শাস্ত্রী সম্পর্কে এই নতুন তথ্য প্রকাশ্যে আনলেন ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ ৷ বলেন, বোলারের জন্য বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলেই তাঁর উপর চিৎকার করেন শাস্ত্রী ৷

তিনি বলেন, "ও (রবি শাস্ত্রী) ড্রেসিংরুম থেকে ম্যাচের উপর পুরো নজর রাখে ৷ কিন্তু একজন বোলারের জন্য বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলে ও রেগে যায় ৷ ও চায় না বোলাররা একটিও রান দিক ! হ্যাঁ, এটাই ও চায় ৷ ও চায়, বল করার সময় আমরা ক্রমাগত উইকেট ফেলি ৷ অথচ বিপক্ষ টিমের বোলিংয়ের সময় রান তোলা যেন বজায় থাকে ৷" পাশাপাশি ভারতের নতুন পেস সেনসেশন মহম্মদ সিরাজের প্রশংসায় পঞ্চমুখ হন ভরত অরুণ ৷ তাঁর মতে, মহম্মদ সিরাজ হচ্ছে এমন একজন খেলোয়াড় যার আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের খিদে রয়েছে ৷

অস্ট্রেলিয়া সফরে সবচেয়ে সফল বোলার মহম্মদ সিরাজ ৷ তিনটি টেস্ট খেলে তাঁর সংগ্রহ 13টি উইকেট ৷ সিরিজ় শুরুর আগে বাবাকে হারিয়েছেন সিরাজ ৷ রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে ভরত অরুণ বলেন, "সিরাজ হল এমন একজন যার রাগ এবং খিদে দুটোই রয়েছে ৷ আমি ওকে হায়দরাবাদে দেখেছি ৷ আরসিবিতে ও নেট বোলার হিসেবে এসেছিল ৷ সেই সময় সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ভিভিএস লক্ষ্মণকে আমি বলেছিলাম, দেখো সত্যিই ছেলেটা ভালো বল করে ৷ একে তুমি ব্যবহার করতে পার ৷ ও সায় দিয়েছিল কিন্তু সিরাজ সেবার খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি ৷"

আরও পড়ুন : টেস্ট সিরিজ খেলতে চেন্নাই পৌঁছাল ইংল্য়ান্ড দল

সানরাইজ়ার্স হায়দরাবাদের কোচ নিযুক্ত হতেই সিরাজকে ডেকে নিয়েছিলেন ভরত অরুণ ৷ বলেন, "হায়দরাবাদের কোচ হিসেবে আমাকে পুরো ক্ষমতা দেওয়া হয়েছিল ৷ তাই সিরাজ যাতে খেলতে পারে সেই ব্যবস্থা করেছিলাম ৷ তার আগে সম্ভাব্য দলেও ও ছিল না ৷ ওকে যখনই দেখি সমান প্যাশন দিয়ে বল করতে দেখি ৷ এখনও সেরকমই দেখি ৷" সিরাজের আরও একটি ক্ষমতা নিয়ে বলেন, "যদি ওকে কোনও কাজ করতে বলা হয় তাহলে যা বলা হয়েছে ঠিক সেটাই করবে ৷ তবে নিজেও পরীক্ষা-নিরীক্ষা করার চেষ্টা করে ৷ তখনই আমার কাছে বকুনি খায় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.