ETV Bharat / sports

বলে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা, মিশ্র প্রতিক্রিয়া ক্রিকেট জগতের

author img

By

Published : May 20, 2020, 6:55 PM IST

লালা থেকে কোরোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই বলে থুতুর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দেওয়া হয়েছে । তবে বল সুইং করানোর জন্য থুতুর পরিবর্তে ঘামের ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ICC-র ক্রিকেট কমিটি ।

ICC
ICC

দুবাই, 20 মে: কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে বলে থুতুর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছিল । মঙ্গলবারই বলে থুতু ব্যবহারে নিষোধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ICC-র ক্রিকেট কমিটি । অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সেই সিদ্ধান্ত নিয়ে বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলিয়ে দেশগুলি থেকে ভিন্ন প্রতিক্রিয়া এসেছে ।

লালা থেকে কোরোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই বলে থুতুর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দেওয়া হয়েছে । তবে বল সুইং করানোর জন্য থুতুর পরিবর্তে ঘামের ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ICC-র ক্রিকেট কমিটি । আর এখানেই আপত্তি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেডেনের । প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যানের কথায়, "বলে থুতুর পরিবর্তে ঘামের ব্যবহারের সিদ্ধান্ত আমাকে অবাক করেছে । এই বিষয়গুলো ক্রিকেটের একটা অঙ্গ । জানি না কীভাবে সেটার বদল হতে পারে । তার থেকে খেলোয়াড়রা কোভিড-19 পজ়িটিভ কি না তা টেস্ট করে দেখা হোক । যদি ক্রিকেটাররা ভাইরাস মুক্ত হয় তাহলে সবকিছুই ব্যবহার করা যেতে পারে ।" অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন আবার থুতু বা ঘামের পরিবর্তে বল সুইং করানোর অন্য টোটকা বাতলেছেন । ওয়ার্নের মতে ক্রিকেট বলে একটা দিক অতিরিক্ত ভারি করে দিলেই বল সুইং করবে । ফলে ক্রিকেটারদের স্বাস্থ্যের উপর কোনও প্রভাব ফেলা ছাড়াই বল সুইং হবে । দেশের ফাস্ট বোলার ইশান্ত শর্মার মতে, থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হলে বোলারদের এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত ।

ICC
ICC

যদিও ক্রিকেট কমিটির এই প্রস্তাবে ICC এখনও কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি । আগামী মাসে ICC-র চিফ এগজ়িকিউটিভ বৈঠক রয়েছে । সেখানেই এই প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ।

দুবাই, 20 মে: কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে বলে থুতুর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছিল । মঙ্গলবারই বলে থুতু ব্যবহারে নিষোধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ICC-র ক্রিকেট কমিটি । অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সেই সিদ্ধান্ত নিয়ে বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলিয়ে দেশগুলি থেকে ভিন্ন প্রতিক্রিয়া এসেছে ।

লালা থেকে কোরোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই বলে থুতুর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দেওয়া হয়েছে । তবে বল সুইং করানোর জন্য থুতুর পরিবর্তে ঘামের ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ICC-র ক্রিকেট কমিটি । আর এখানেই আপত্তি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেডেনের । প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যানের কথায়, "বলে থুতুর পরিবর্তে ঘামের ব্যবহারের সিদ্ধান্ত আমাকে অবাক করেছে । এই বিষয়গুলো ক্রিকেটের একটা অঙ্গ । জানি না কীভাবে সেটার বদল হতে পারে । তার থেকে খেলোয়াড়রা কোভিড-19 পজ়িটিভ কি না তা টেস্ট করে দেখা হোক । যদি ক্রিকেটাররা ভাইরাস মুক্ত হয় তাহলে সবকিছুই ব্যবহার করা যেতে পারে ।" অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন আবার থুতু বা ঘামের পরিবর্তে বল সুইং করানোর অন্য টোটকা বাতলেছেন । ওয়ার্নের মতে ক্রিকেট বলে একটা দিক অতিরিক্ত ভারি করে দিলেই বল সুইং করবে । ফলে ক্রিকেটারদের স্বাস্থ্যের উপর কোনও প্রভাব ফেলা ছাড়াই বল সুইং হবে । দেশের ফাস্ট বোলার ইশান্ত শর্মার মতে, থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হলে বোলারদের এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত ।

ICC
ICC

যদিও ক্রিকেট কমিটির এই প্রস্তাবে ICC এখনও কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি । আগামী মাসে ICC-র চিফ এগজ়িকিউটিভ বৈঠক রয়েছে । সেখানেই এই প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.