ETV Bharat / sports

বিশ্বকাপে হাতাহাতি, শাস্তি পেল ভারত-বাংলাদেশের 5 ক্রিকেটার - Indian u-19 cricket team

বাংলাদেশের বিশ্বকাপ জয়ের আনন্দে কিছুটা ব্যাঘাত ঘটল ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পর বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারির ঘটনায় শাস্তি হল পাঁচ ক্রিকেটারের ৷

ICC
পাঁচ ক্রিকেটারকে শাস্তি ICC-র
author img

By

Published : Feb 11, 2020, 3:01 PM IST

দুবাই, 11 ফেব্রুয়ারি : অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে জেন্টেলম্যানস গেম ক্রিকেটের গায়ে কালি লেগেছে ৷ ম্যাচের পর উত্তপ্ত বাক্য বিনিময়, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা ৷ যার জেরে ICC-এর শাস্তির মুখে পড়ল পাঁচ ক্রিকেটার ৷ যার মধ্যে রয়েছে ভারতের দু'জন এবং বাংলাদেশের তিন ক্রিকেটার ৷ 10 ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন তাঁরা ৷

রাকিবুল হাসান উইনিং স্ট্রোক নিতেই প্রথম বিশ্বকাপের জয় উদযাপন করতে মাঠে ছুটে আসেন বাংলাদেশি ক্রিকেটাররা ৷ ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্য করে কটূক্তি শুরু করেন তাঁরা ৷ উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি দুইপক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায় ৷ বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে কালবিলম্ব করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ ম্যাচ রেফারি গ্রেম ল্যাব্রয়ের কাছে ঘটনার রিপোর্ট চায় ICC ৷ সেই রিপোর্ট অনুযায়ী, ICC-র আচরণবিধি ভঙ্গের আওতায় ফেলা হয়েছে বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হাসান এবং ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণোইকে ৷

আকাশ এবং রবিকে ICC-র আচরণবিধি 2.21 ধারা ভাঙায় অভিযুক্ত করা হয়েছে ৷ আকাশ 8 সাসপেনশন এবং 6 ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ৷ বিষ্ণোই পেয়েছেন পাঁচ সাসপেনশন এবং 2টি ডিমেরিট পয়েন্ট ৷


অন্যদিকে বাংলাদেশের তৌহিদ পেয়েছে 10 সাসপেনশন এবং 6 ডিমেরিট পয়েন্ট ৷ শামিম হোসেন ও রাকিবুল ইসলামের সাসপেনশন পয়েন্ট হল 8 এবং 4টি ৷ সকলেই শাস্তি মেনে নিয়েছে ৷ 1 সাসপেনশন পয়েন্টের অর্থ হল একটি ODI, টি-20 অথবা অনূর্ধ্ব-19 পর্যায়ের একটি ম্যাচ খেলতে পারবেন না সংশ্লিষ্ট ক্রিকেটাররা ৷ আগামী দু'বছর ধরে এই শাস্তি ভোগ করবেন পাঁচ ক্রিকেটার ৷

দুবাই, 11 ফেব্রুয়ারি : অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে জেন্টেলম্যানস গেম ক্রিকেটের গায়ে কালি লেগেছে ৷ ম্যাচের পর উত্তপ্ত বাক্য বিনিময়, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা ৷ যার জেরে ICC-এর শাস্তির মুখে পড়ল পাঁচ ক্রিকেটার ৷ যার মধ্যে রয়েছে ভারতের দু'জন এবং বাংলাদেশের তিন ক্রিকেটার ৷ 10 ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন তাঁরা ৷

রাকিবুল হাসান উইনিং স্ট্রোক নিতেই প্রথম বিশ্বকাপের জয় উদযাপন করতে মাঠে ছুটে আসেন বাংলাদেশি ক্রিকেটাররা ৷ ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্য করে কটূক্তি শুরু করেন তাঁরা ৷ উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি দুইপক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায় ৷ বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে কালবিলম্ব করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ ম্যাচ রেফারি গ্রেম ল্যাব্রয়ের কাছে ঘটনার রিপোর্ট চায় ICC ৷ সেই রিপোর্ট অনুযায়ী, ICC-র আচরণবিধি ভঙ্গের আওতায় ফেলা হয়েছে বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হাসান এবং ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণোইকে ৷

আকাশ এবং রবিকে ICC-র আচরণবিধি 2.21 ধারা ভাঙায় অভিযুক্ত করা হয়েছে ৷ আকাশ 8 সাসপেনশন এবং 6 ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ৷ বিষ্ণোই পেয়েছেন পাঁচ সাসপেনশন এবং 2টি ডিমেরিট পয়েন্ট ৷


অন্যদিকে বাংলাদেশের তৌহিদ পেয়েছে 10 সাসপেনশন এবং 6 ডিমেরিট পয়েন্ট ৷ শামিম হোসেন ও রাকিবুল ইসলামের সাসপেনশন পয়েন্ট হল 8 এবং 4টি ৷ সকলেই শাস্তি মেনে নিয়েছে ৷ 1 সাসপেনশন পয়েন্টের অর্থ হল একটি ODI, টি-20 অথবা অনূর্ধ্ব-19 পর্যায়ের একটি ম্যাচ খেলতে পারবেন না সংশ্লিষ্ট ক্রিকেটাররা ৷ আগামী দু'বছর ধরে এই শাস্তি ভোগ করবেন পাঁচ ক্রিকেটার ৷

New Delhi, Feb 11 (ANI): While speaking to ANI in the national capital during Delhi election results counting process, the former chief minister of Uttar Pradesh Akhilesh Yadav spoke on counting. He said, "The message of Delhi election result will go across the country. People have voted for development and progress." "Bharatiya Janata Party (BJP) is failing in its attempts of hatred politics," Akhilesh added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.