ETV Bharat / sports

শরীরে বাসা বেঁধেছে ক্যানসার, অ্যাসেজ়ে মাইক ধরবেন চ্যাপেল !

কাঁধ, ঘাড় এবং হাতের নিচে কিছু অংশের চামড়ার ক্যানসার নির্মুল করা সম্ভব হয়েছে । তাই আসন্ন অ্যাসেজ়ে তিনি ধারাভাষ্য দেবেন ক্যানসারে আক্রান্ত অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার ইয়ান চ্যাপেল ।

চ্যাপেল
author img

By

Published : Jul 19, 2019, 7:32 AM IST

মেলবোর্ন, 19 জুলাই : ক্যানসারে আক্রান্ত কিংবদন্তী ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল । এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নিজে সেই কথা জানান তিনি । 75 বছর বয়সি চ্যাপেল জানিয়েছেন, চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়েছেন । কাঁধ, ঘাড় এবং হাতের নিচে কিছু অংশের চামড়ার ক্যানসার নির্মুল করা সম্ভব হয়েছে । পাশাপাশি তিনি জানান, আসন্ন অ্যাসেজ়ে তিনি ধারাভাষ্য দেবেন ।

1964 সাল থেকে 1980 সাল পর্যন্ত 75টি টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ইয়ান । চ্যাপেলের মতে, বয়স 70 পেরিয়ে গেলে শরীরে অনেক রোগই বাসা বাঁধে । শেষ কয়েক বছর ধরে ত্বকের ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে ব্যাপারটা অনেকটাই গা সওয়া হয়ে গেছে । এই রোগে আক্রান্ত হওয়ার পর ত্বকের অনেক অংশই বাদ দেওয়া হয়েছে ।

তিনি বলেন, "এই বয়সে এসে বারবার নিজের মনকেই প্রশ্ন করি, এটাই কি তবে অন্তিম সময় ? কিন্তু আমি আমার মাকে দেখেছি । মৃত্যুকে কখনও ভয় পাননি তিনি । আমিও তাই এখন মৃত্যুকে মেনে নিতে শিখেছি । মৃত্যুর সঙ্গে লড়াই করা সম্ভব নয় । বরং মারা যাওয়ার আগে বলে যেতে চাই, হ্যাঁ, আমি দারুণ সুন্দর একটা জীবন কাটিয়েছি ।"

মেলবোর্ন, 19 জুলাই : ক্যানসারে আক্রান্ত কিংবদন্তী ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল । এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নিজে সেই কথা জানান তিনি । 75 বছর বয়সি চ্যাপেল জানিয়েছেন, চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়েছেন । কাঁধ, ঘাড় এবং হাতের নিচে কিছু অংশের চামড়ার ক্যানসার নির্মুল করা সম্ভব হয়েছে । পাশাপাশি তিনি জানান, আসন্ন অ্যাসেজ়ে তিনি ধারাভাষ্য দেবেন ।

1964 সাল থেকে 1980 সাল পর্যন্ত 75টি টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ইয়ান । চ্যাপেলের মতে, বয়স 70 পেরিয়ে গেলে শরীরে অনেক রোগই বাসা বাঁধে । শেষ কয়েক বছর ধরে ত্বকের ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে ব্যাপারটা অনেকটাই গা সওয়া হয়ে গেছে । এই রোগে আক্রান্ত হওয়ার পর ত্বকের অনেক অংশই বাদ দেওয়া হয়েছে ।

তিনি বলেন, "এই বয়সে এসে বারবার নিজের মনকেই প্রশ্ন করি, এটাই কি তবে অন্তিম সময় ? কিন্তু আমি আমার মাকে দেখেছি । মৃত্যুকে কখনও ভয় পাননি তিনি । আমিও তাই এখন মৃত্যুকে মেনে নিতে শিখেছি । মৃত্যুর সঙ্গে লড়াই করা সম্ভব নয় । বরং মারা যাওয়ার আগে বলে যেতে চাই, হ্যাঁ, আমি দারুণ সুন্দর একটা জীবন কাটিয়েছি ।"

Jalpaiguri (West Bengal), Jul 19 (ANI): India has been using non-lethal policy on India-Bangladesh frontier since 2011. Non-lethal policy means using of those weapons which are not deadly but serve the purpose effectively. Main motive of using non-lethal weapons is to save life while stopping cross border smuggling. Under the non-lethal strategy, BSF has 12 bore pump action gun and types of hand grenades like stun, chilli and dye. According to BSF, as many as 211 of its personnel were injured between 2015 and 2016. On July 11th, a BSF soldier lost his hand and suffered serious injuries in a bomb attack when Bangladeshi cattle smugglers along the India-Bangladesh border in West Bengal.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.