মেলবোর্ন, 19 জুলাই : ক্যানসারে আক্রান্ত কিংবদন্তী ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল । এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নিজে সেই কথা জানান তিনি । 75 বছর বয়সি চ্যাপেল জানিয়েছেন, চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়েছেন । কাঁধ, ঘাড় এবং হাতের নিচে কিছু অংশের চামড়ার ক্যানসার নির্মুল করা সম্ভব হয়েছে । পাশাপাশি তিনি জানান, আসন্ন অ্যাসেজ়ে তিনি ধারাভাষ্য দেবেন ।
1964 সাল থেকে 1980 সাল পর্যন্ত 75টি টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ইয়ান । চ্যাপেলের মতে, বয়স 70 পেরিয়ে গেলে শরীরে অনেক রোগই বাসা বাঁধে । শেষ কয়েক বছর ধরে ত্বকের ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে ব্যাপারটা অনেকটাই গা সওয়া হয়ে গেছে । এই রোগে আক্রান্ত হওয়ার পর ত্বকের অনেক অংশই বাদ দেওয়া হয়েছে ।
তিনি বলেন, "এই বয়সে এসে বারবার নিজের মনকেই প্রশ্ন করি, এটাই কি তবে অন্তিম সময় ? কিন্তু আমি আমার মাকে দেখেছি । মৃত্যুকে কখনও ভয় পাননি তিনি । আমিও তাই এখন মৃত্যুকে মেনে নিতে শিখেছি । মৃত্যুর সঙ্গে লড়াই করা সম্ভব নয় । বরং মারা যাওয়ার আগে বলে যেতে চাই, হ্যাঁ, আমি দারুণ সুন্দর একটা জীবন কাটিয়েছি ।"