ETV Bharat / sports

ইডেনে সব খেলা না হলে কলকাতাকে মিস করবেন, বললেন কার্তিক

মেয়রস কাপের ফাইনালের পুরস্কার দিতে শহরে এসেছিলেন কার্তিক। সেন্ট জেমসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নব নালন্দা। জয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া ছাড়াও ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহিত করেন দীনেশ কার্তিক। পাশাপাশি KKR অধিনায়ক জানান গত মরশুমের ভুল শুধরে নতুনভাবে শুরু করতে চায় কলকাতা নাইট রাইডার্স।

দীনেশ কার্তিক
author img

By

Published : Feb 20, 2019, 7:54 AM IST

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : গত মরশুমের ভুল শুধরে নতুনভাবে শুরু করতে চায় কলকাতা নাইট রাইডার্স। গতকাল ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে একথা বলেন KKR অধিনায়ক দীনেশ কার্তিক।

মেয়রস কাপের ফাইনালের পুরস্কার দিতে শহরে এসেছিলেন কার্তিক। সেন্ট জেমসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নব নালন্দা। জয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া ছাড়াও ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহিত করেন তিনি।

IPL কার্যত কড়া নাড়ছে। ফলে KKR ফের চ্যাম্পিয়ন হতে পারবে কি না তা নিয়ে আগ্রহ তুঙ্গে। KKR অধিনায়ক জানিয়েছেন, আসন্ন মরশুমটা আকর্ষণীয় হবে বলে আশা করছেন। গতবারের তুলনায় এবারের দলটি একটু আলাদা। গত মরশুমে যেসব ভুল হয়েছে তা এই মরশুমে দল গঠন করার সময় শুধরে নেওয়া হয়েছে। দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়ানো হয়েছে। IPL কলকাতার নেতৃত্বের ব্যাটন দীনেশ কার্তিকের হাতে। সৌরভ গাঙ্গুলি, গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া জুতোয় পা গলানো দীনেশ কার্তিক বলছেন, কলকাতার উত্তেজনা তিনি অন্য কোনও জায়গায় পান না। ষাট হাজার দর্শকের চিৎকার খেলার সময় বাড়তি অনুপ্রেরণা জোগায় বলে জানিয়েছেন।

IPL-র সম্পূর্ণ সূচি ঘোষনা হয়নি। তাই কতগুলো খেলা কলকাতায় পড়বে জানেন না। তবে যদি কয়েকটি খেলা ইডেনে না হয় তাহলে তিনি কলকাতাকে মিস করবেন বলে জানিয়েছেন। ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। IPL-এ ভালো খেলছেন। তবে কোনও ব্যক্তিগত লক্ষ্যমাত্রা স্থির করে মরশুম শুরু করেন না বলে জানান তিনি। মাঠে নেমে সেরাটা নিংড়ে দেওয়াই মাথায় থাকে তাঁর। দিনের শেষে আশা করছেন KKR গত মরশুমের তুলনায় ভালো ফল করবে।

undefined

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : গত মরশুমের ভুল শুধরে নতুনভাবে শুরু করতে চায় কলকাতা নাইট রাইডার্স। গতকাল ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে একথা বলেন KKR অধিনায়ক দীনেশ কার্তিক।

মেয়রস কাপের ফাইনালের পুরস্কার দিতে শহরে এসেছিলেন কার্তিক। সেন্ট জেমসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নব নালন্দা। জয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া ছাড়াও ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহিত করেন তিনি।

IPL কার্যত কড়া নাড়ছে। ফলে KKR ফের চ্যাম্পিয়ন হতে পারবে কি না তা নিয়ে আগ্রহ তুঙ্গে। KKR অধিনায়ক জানিয়েছেন, আসন্ন মরশুমটা আকর্ষণীয় হবে বলে আশা করছেন। গতবারের তুলনায় এবারের দলটি একটু আলাদা। গত মরশুমে যেসব ভুল হয়েছে তা এই মরশুমে দল গঠন করার সময় শুধরে নেওয়া হয়েছে। দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়ানো হয়েছে। IPL কলকাতার নেতৃত্বের ব্যাটন দীনেশ কার্তিকের হাতে। সৌরভ গাঙ্গুলি, গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া জুতোয় পা গলানো দীনেশ কার্তিক বলছেন, কলকাতার উত্তেজনা তিনি অন্য কোনও জায়গায় পান না। ষাট হাজার দর্শকের চিৎকার খেলার সময় বাড়তি অনুপ্রেরণা জোগায় বলে জানিয়েছেন।

IPL-র সম্পূর্ণ সূচি ঘোষনা হয়নি। তাই কতগুলো খেলা কলকাতায় পড়বে জানেন না। তবে যদি কয়েকটি খেলা ইডেনে না হয় তাহলে তিনি কলকাতাকে মিস করবেন বলে জানিয়েছেন। ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। IPL-এ ভালো খেলছেন। তবে কোনও ব্যক্তিগত লক্ষ্যমাত্রা স্থির করে মরশুম শুরু করেন না বলে জানান তিনি। মাঠে নেমে সেরাটা নিংড়ে দেওয়াই মাথায় থাকে তাঁর। দিনের শেষে আশা করছেন KKR গত মরশুমের তুলনায় ভালো ফল করবে।

undefined
sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.