ETV Bharat / state

ইঁদুরে কেটেছে চুল্লির তার, সকাল থেকে বন্ধ কাশীপুর মহাশ্মশানের দাহ কাজ - CREMATORIUM SUSPENDED AT COSSIPORE

ক্ষতিগ্রস্ত কাশীপুর মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির কন্ট্রোল প্যানেল ৷ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় দেহ সৎকারের জন্য আসা লোকজন ৷

Crematorium Suspended at Cossipore
ইঁদুরে বিদ্যুতের তার কেটে দেওয়ায় বন্ধ কাশীপুর মহাশ্মশানের দাহ কাজ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2024, 3:43 PM IST

কলকাতা, 27 নভেম্বর: ইঁদুরের দৌরাত্ম্য এবার শ্মশানঘাটেও ৷ যার জেরে ব্যাহত কলকাতা পুরনিগমের কাশীপুর মহাশ্মশানে সৎকারের কাজ ৷ জানা গিয়েছে, ইঁদুরে বৈদ্যুতিক চুল্লির কন্ট্রোল প্যানেলের তার কেটে দেওয়ায় বিপত্তি ৷ দূষণ নিয়ন্ত্রক মেশিনও কাজ না-করায় চারটি বৈদ্যুতিন চুল্লির পাশাপাশি দু’টি কাঠের চুল্লি সম্পূর্ণ বন্ধ রয়েছে ৷

এর জেরে উত্তর কলকাতার একাংশ ও উত্তরের শহরতলি লাগোয়া বরানগর, ডানলপ এলাকার মানুষজন মৃতদেহ দাহ করাতে এসে বিপাকে পড়েছেন ৷ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে মানুষজনকে ৷ সকাল থেকে একের পর এক মরদেহ ফেরত যাচ্ছে ৷ ফলে নিকটবর্তী শ্মাশানগুলিতে চাপ বাড়ছে ৷

Crematorium Suspended at Cossipore
বৈদ্যুতিক চুল্লির কন্ট্রোল প্যানেল খারাপ হয়ে যাওয়ায় বন্ধ কাশীপুর মহাশ্মশানের দাহ কাজ ৷ (নিজস্ব চিত্র)

শহর কলকাতায় ইঁদুরের দৌরাত্ম্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ বিশেষত, শহরের বিভিন্ন ছোট-বড় সেতু ও উড়ালপুলগুলি ইঁদুরের গর্তের কারণে দুর্বল হয়ে পড়ছে ৷ মাঝেমধ্যেই সেতুর নীচের অংশ বসে যাওয়া কিংবা রাস্তায় ধস নামার মতো ঘটনাও ঘটেছে ৷ এবার কাশীপুর মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির তার কেটে দেওয়ায় শেষকৃত্যের মতো জরুরি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে ৷

কাশীপুর মহাশ্মশান সূত্রে জানা যাচ্ছে, সকাল 7টা নাগাদ একটি বিকট শব্দ হয় ৷ তারপরেই সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ খবর দেওয়া হয় কলকাতা পুরনিগমের বৈদ্যুতিন বিভাগ ও সিইএসসি-কে ৷ কর্মীরা এসে দেখেন কন্ট্রোল প্যানেলের একাধিক তার ইঁদুরে কেটে দিয়েছে ৷ আর শুধু কাটেনি, কোনওভাবে টানাটানির জেরে একটি তার অপরটির সঙ্গে জুড়ে যাওয়ায় শট সার্কিট হয়ে গিয়েও বিপত্তি ঘটে ৷ সেই কারণে কন্ট্রোল প্যানেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পাশাপাশি, হাইভোল্টেজ লাইনের সঙ্গে যুক্ত থাকা অন্যান্য যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

Crematorium Suspended at Cossipore
যুদ্ধকালীন তৎপরতায় শুরু বৈদ্যুতিক চুল্লি মেরামতির কাজ ৷ (নিজস্ব চিত্র)

জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু হয়েছে ৷ তবে, পুরোপুরি ঠিক হয়ে পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে ৷ কলকাতা পুরনিগমের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিষেবা স্বাভাবিক হতে সন্ধে 7টা পেরিয়ে যেতে পারে ৷ তবে, শুধু মেরামতি করলেই পরিষেবা চালু হবে তেমনটা নয় ৷ কারণ, বৈদ্যুতিক চুল্লিগুলি গরম হতে কমপক্ষে 3 ঘণ্টা সময় লাগবে ৷ অর্থাৎ, ফার্নেস স্বাভাবিক ছন্দে ফিরতে রাত হয়ে যেতে পারে ৷ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দু’টি কাঠের চুল্লিও বন্ধ রাখা হয়েছে ৷ কারণ, সেখানকার দূষণ নিয়ন্ত্রক যন্ত্র বন্ধ আছে ৷

শ্মশানের এক কর্মী জানিয়েছেন, "ইঁদুরের ভয়ংকর দৌরাত্ম্য রয়েছে ৷ প্রতি মাসের 20 তারিখ শ্মশানের যন্ত্রাংশ ও চুল্লি-সহ সবকিছুর রক্ষণাবেক্ষণের কাজ হয় ৷ তবে, ইঁদুরের দৌরাত্ম্যের জেরে এমন কাণ্ড ঘটবে ভাবা যায়নি ৷ সবটাই এখন বন্ধ হয়ে পড়ে আছে ৷ শ্মশান বন্ধ থাকা নিয়ে গেটের বাইরে একটি বিজ্ঞপ্তিও ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ ফলে যাঁরাই দেহ সৎকারের জন্য আসছেন, সকলে নিকটবর্তী অন্য শ্মশানে চলে যাচ্ছেন ৷"

কলকাতা, 27 নভেম্বর: ইঁদুরের দৌরাত্ম্য এবার শ্মশানঘাটেও ৷ যার জেরে ব্যাহত কলকাতা পুরনিগমের কাশীপুর মহাশ্মশানে সৎকারের কাজ ৷ জানা গিয়েছে, ইঁদুরে বৈদ্যুতিক চুল্লির কন্ট্রোল প্যানেলের তার কেটে দেওয়ায় বিপত্তি ৷ দূষণ নিয়ন্ত্রক মেশিনও কাজ না-করায় চারটি বৈদ্যুতিন চুল্লির পাশাপাশি দু’টি কাঠের চুল্লি সম্পূর্ণ বন্ধ রয়েছে ৷

এর জেরে উত্তর কলকাতার একাংশ ও উত্তরের শহরতলি লাগোয়া বরানগর, ডানলপ এলাকার মানুষজন মৃতদেহ দাহ করাতে এসে বিপাকে পড়েছেন ৷ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে মানুষজনকে ৷ সকাল থেকে একের পর এক মরদেহ ফেরত যাচ্ছে ৷ ফলে নিকটবর্তী শ্মাশানগুলিতে চাপ বাড়ছে ৷

Crematorium Suspended at Cossipore
বৈদ্যুতিক চুল্লির কন্ট্রোল প্যানেল খারাপ হয়ে যাওয়ায় বন্ধ কাশীপুর মহাশ্মশানের দাহ কাজ ৷ (নিজস্ব চিত্র)

শহর কলকাতায় ইঁদুরের দৌরাত্ম্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ বিশেষত, শহরের বিভিন্ন ছোট-বড় সেতু ও উড়ালপুলগুলি ইঁদুরের গর্তের কারণে দুর্বল হয়ে পড়ছে ৷ মাঝেমধ্যেই সেতুর নীচের অংশ বসে যাওয়া কিংবা রাস্তায় ধস নামার মতো ঘটনাও ঘটেছে ৷ এবার কাশীপুর মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির তার কেটে দেওয়ায় শেষকৃত্যের মতো জরুরি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে ৷

কাশীপুর মহাশ্মশান সূত্রে জানা যাচ্ছে, সকাল 7টা নাগাদ একটি বিকট শব্দ হয় ৷ তারপরেই সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ খবর দেওয়া হয় কলকাতা পুরনিগমের বৈদ্যুতিন বিভাগ ও সিইএসসি-কে ৷ কর্মীরা এসে দেখেন কন্ট্রোল প্যানেলের একাধিক তার ইঁদুরে কেটে দিয়েছে ৷ আর শুধু কাটেনি, কোনওভাবে টানাটানির জেরে একটি তার অপরটির সঙ্গে জুড়ে যাওয়ায় শট সার্কিট হয়ে গিয়েও বিপত্তি ঘটে ৷ সেই কারণে কন্ট্রোল প্যানেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পাশাপাশি, হাইভোল্টেজ লাইনের সঙ্গে যুক্ত থাকা অন্যান্য যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

Crematorium Suspended at Cossipore
যুদ্ধকালীন তৎপরতায় শুরু বৈদ্যুতিক চুল্লি মেরামতির কাজ ৷ (নিজস্ব চিত্র)

জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু হয়েছে ৷ তবে, পুরোপুরি ঠিক হয়ে পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে ৷ কলকাতা পুরনিগমের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিষেবা স্বাভাবিক হতে সন্ধে 7টা পেরিয়ে যেতে পারে ৷ তবে, শুধু মেরামতি করলেই পরিষেবা চালু হবে তেমনটা নয় ৷ কারণ, বৈদ্যুতিক চুল্লিগুলি গরম হতে কমপক্ষে 3 ঘণ্টা সময় লাগবে ৷ অর্থাৎ, ফার্নেস স্বাভাবিক ছন্দে ফিরতে রাত হয়ে যেতে পারে ৷ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দু’টি কাঠের চুল্লিও বন্ধ রাখা হয়েছে ৷ কারণ, সেখানকার দূষণ নিয়ন্ত্রক যন্ত্র বন্ধ আছে ৷

শ্মশানের এক কর্মী জানিয়েছেন, "ইঁদুরের ভয়ংকর দৌরাত্ম্য রয়েছে ৷ প্রতি মাসের 20 তারিখ শ্মশানের যন্ত্রাংশ ও চুল্লি-সহ সবকিছুর রক্ষণাবেক্ষণের কাজ হয় ৷ তবে, ইঁদুরের দৌরাত্ম্যের জেরে এমন কাণ্ড ঘটবে ভাবা যায়নি ৷ সবটাই এখন বন্ধ হয়ে পড়ে আছে ৷ শ্মশান বন্ধ থাকা নিয়ে গেটের বাইরে একটি বিজ্ঞপ্তিও ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ ফলে যাঁরাই দেহ সৎকারের জন্য আসছেন, সকলে নিকটবর্তী অন্য শ্মশানে চলে যাচ্ছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.