দিল্লি, 19 এপ্রিল : ফের প্রকাশ্যে গম্ভীর-আফ্রিদি বিবাদ ৷ টুইটারে ফের শাহিদ আফ্রিদির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ৷ আফ্রিদিকে মিথ্যাবাদী বলেও কটাক্ষ করেন তিনি ৷
আত্মজীবনীতে গৌতম গম্ভীরের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি ৷ গৌতমকে লক্ষ্য করে আফ্রিদি বলেন, গম্ভীরের ব্যক্তিত্ব ও রেকর্ড কোনও কিছুই নেই ৷ ওর আচার আচরণে সমস্যা আছে ৷
আফ্রিদির এই মন্তব্যের পালটা দেন দেন গম্ভীর ৷ আফ্রিদিকে 2007 সালের টি-20 বিশ্বকাপের ফাইনালের কথা মনে করিয়ে দেন তিনি ৷ যেখানে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত ৷ ওই ম্যাচে শূন্য রানে ফিরতে হয়েছিল আফ্রিদিকে ৷ অন্যদিকে অর্ধশতরান করেছিলেন গম্ভীর ৷
-
Someone who doesn’t remember his age how will he remember my records!OK @SAfridiOfficial let me remind u one: 2007 T20 WC final, Ind Vs Pak Gambhir 75 off 54 balls Vs Afridi 0 off 1 ball. Most imp: We won the Cup. And yes, I’ve attitude towards liars, traitors & opportunists.
— Gautam Gambhir (@GautamGambhir) April 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Someone who doesn’t remember his age how will he remember my records!OK @SAfridiOfficial let me remind u one: 2007 T20 WC final, Ind Vs Pak Gambhir 75 off 54 balls Vs Afridi 0 off 1 ball. Most imp: We won the Cup. And yes, I’ve attitude towards liars, traitors & opportunists.
— Gautam Gambhir (@GautamGambhir) April 18, 2020Someone who doesn’t remember his age how will he remember my records!OK @SAfridiOfficial let me remind u one: 2007 T20 WC final, Ind Vs Pak Gambhir 75 off 54 balls Vs Afridi 0 off 1 ball. Most imp: We won the Cup. And yes, I’ve attitude towards liars, traitors & opportunists.
— Gautam Gambhir (@GautamGambhir) April 18, 2020
টুইটারে গম্ভীর লেখেন, ‘‘যে নিজের বয়স মনে রাখতে পারে না, সে আমার রেকর্ড কীভাবে মনে রাখবে ! চলো তোমাকে মনে করিয়ে দিই, 2007 টি -20 বিশ্বকাপ ফাইনাল, ভারত বনাম পাকিস্তান, গম্ভীর 54 বলে 75 রান বনাম আফ্রিদির 1 বলে 0 রান ৷ সবথেকে গুরুত্বপূর্ণ এইটা যে আমরা বিশ্বকাপ জিতেছিলাম ৷ হ্যাঁ, মিথ্যাবাদী, প্রতারক ও সুবিধাবাদীদের প্রতি আমার ব্যবহারের সমস্যা রয়েছে ৷’’
2007 সালের টি-20 বিশ্বকাপের ফাইনালে গৌতম গম্ভীর আফ্রিদির বলে একটি ছক্কাও হাঁকিয়েছিলেন ৷ সেবার পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছিল ধোনির ভারত ৷