কলকাতা, 27 ডিসেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ নিয়ে শুক্রবার মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । এদিন বিধানসভায় তিনি বলেন, "আমি সংবাদপত্রে গোটা বিষয়টা দেখেছি । এক্ষেত্রে এমএলএ হস্টেলের যে সুপারিনটেনডেন্ট রয়েছেন তাঁর কাছ থেকে এনকোয়ারি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি ।"
একই সঙ্গে তিনি জানিয়েছেন, তদন্ত রিপোর্ট চাওয়ার পাশাপাশি তিনি পুলিশের কাছ থেকেও এই বিষয় নিয়ে জানতে চাইবেন । এর সঙ্গে কীসের যোগ রয়েছে । তাকে যে ঘর দেওয়া হয়েছিল তা একজন বিজেপি বিধায়কের সুপারিশে দেওয়া হয়েছিল । এই তথ্য এমএলএ হস্টেলের অফিসিয়াল রেকর্ড থেকে জানা যাচ্ছে । যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম এবং আধার কার্ড নম্বর সব পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া হয়েছে । সুরক্ষার কথা ভেবে এই সমস্ত তথ্য সব নেওয়া হয় কিন্তু কার যোগাযোগ নিয়ে কে কখন ঢুকছে এটা আগে থেকে তো জানা সম্ভব নয় ৷ আমরা মানুষকে বিব্রত করতে চাই না । তবে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে এমএলএ হস্টেলে ঢুকে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে ।
ওই বিজেপি বিধায়ক প্রসঙ্গে স্পিকার বলেন, "এখনই তার সম্পর্কে মন্তব্য করব না । আগে বিধায়কের সুপারিশ পত্র দেখব । তারপর এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেব ।"
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ফোন এসেছিল কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে । ফোনে 5 লাখ টাকা চেয়ে হুমকি দেওয়া হয় । এরপরই চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে হুগলি থেকে 3 জনকে গ্রেফতার করে কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশ ।