ETV Bharat / sports

সাদা বলের ক্রিকেটে বিরাটের থেকে রোহিতকে এগিয়ে রাখলেন গম্ভীর

গম্ভীর বলেন, "কোহলি রোহিতের চেয়ে বেশি রান করছে । তার জন্যই ও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন । কিন্তু কোহলিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে রোহিতের । কারণ এই ফরম্যাটে ওর প্রভাব বেশি ।"

Gambhir
Gambhir
author img

By

Published : May 3, 2020, 7:25 PM IST

দিল্লি, 3 মে: কোহলি অবিশ্বাস্য । কিন্তু, ওয়ানডে ক্রিকেটে বিরাটের থেকে রোহিতকেই এগিয়ে রাখলেন গৌতম গম্ভীর ।

একটি ইউটিউব চ্যানেলে গম্ভীর বলেন, "সাদা বলের ক্রিকেট হচ্ছে এমন যে এই ফরম্যাটে কে কতটা প্রভাব ফেলতে পারছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । কোহলি রোহিতের চেয়ে বেশি রান করছে । তার জন্যই ও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন । কিন্তু কোহলিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে রোহিতের । কারণ এই ফরম্যাটে ওর প্রভাব বেশি ।"

গম্ভীরের মতে, সাদা বলে বিশ্বের সেরা ক্রিকেটার এখন রোহিত । তাঁর কথায়, "এটা নয় যে সব ক্ষেত্রেই ও সেরা । তবে এই ফরম্যাটে কয়েকটি ক্ষেত্রে রোহিতই বেস্ট । ওয়ান ডে-তে একমাত্র ওর ঝুলিতেই তিনটে ডাবল সেঞ্চুরি রয়েছে । বিশ্বকাপের একটি সংস্করণে পাঁচটি শতরান করার নজির রয়েছে ওর ।"

হিটম্যানকে এগিয়ে রাখলেও ভারত অধিনায়ককে "অবিশ্বাস্য" বলে উল্লেখ করেছেন গম্ভীর । বলেন, "দু'জনের মধ্যে তুলনা করা সত্যিই কঠিন । তবে বিরাট কোহলি হল অবিশ্বাস্য । ওর পরিসংখ্যানেই সেটা স্পষ্ট ।"

দিল্লি, 3 মে: কোহলি অবিশ্বাস্য । কিন্তু, ওয়ানডে ক্রিকেটে বিরাটের থেকে রোহিতকেই এগিয়ে রাখলেন গৌতম গম্ভীর ।

একটি ইউটিউব চ্যানেলে গম্ভীর বলেন, "সাদা বলের ক্রিকেট হচ্ছে এমন যে এই ফরম্যাটে কে কতটা প্রভাব ফেলতে পারছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । কোহলি রোহিতের চেয়ে বেশি রান করছে । তার জন্যই ও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন । কিন্তু কোহলিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে রোহিতের । কারণ এই ফরম্যাটে ওর প্রভাব বেশি ।"

গম্ভীরের মতে, সাদা বলে বিশ্বের সেরা ক্রিকেটার এখন রোহিত । তাঁর কথায়, "এটা নয় যে সব ক্ষেত্রেই ও সেরা । তবে এই ফরম্যাটে কয়েকটি ক্ষেত্রে রোহিতই বেস্ট । ওয়ান ডে-তে একমাত্র ওর ঝুলিতেই তিনটে ডাবল সেঞ্চুরি রয়েছে । বিশ্বকাপের একটি সংস্করণে পাঁচটি শতরান করার নজির রয়েছে ওর ।"

হিটম্যানকে এগিয়ে রাখলেও ভারত অধিনায়ককে "অবিশ্বাস্য" বলে উল্লেখ করেছেন গম্ভীর । বলেন, "দু'জনের মধ্যে তুলনা করা সত্যিই কঠিন । তবে বিরাট কোহলি হল অবিশ্বাস্য । ওর পরিসংখ্যানেই সেটা স্পষ্ট ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.