ETV Bharat / sports

কোরোনায় আক্রান্ত বাংলার প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেনশর্মা - bengal cricket

কয়েক সপ্তাহ আগেই তাঁর স্ত্রী কোরোনায় আক্রান্ত হন । তারপর থেকেই কোয়ারানটিনে রাখা হয়েছিল সাগরময় সেনশর্মাকে । এবার তিনিও কোরোনায় আক্রান্ত হলেন ।

কোরোনায় আক্রান্ত বাংলার প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেনশর্মা
কোরোনায় আক্রান্ত বাংলার প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেনশর্মা
author img

By

Published : May 29, 2020, 6:41 PM IST

কলকাতা, 29 মে: এবার কোরোনায় আক্রান্ত হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেনশর্মা ৷ বর্তমানে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন ।

কয়েক সপ্তাহ আগেই বাংলার এই প্রাক্তন পেসারের স্ত্রী কোরোনা ভাইরাসে আক্রান্ত হন । তারপর থেকেই কোয়ারানটিনে রাখা হয়েছিল সাগরময় সেনশর্মাকে । বৃহস্পতিবার তাঁর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তারপরই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে ।

বাংলার এই প্রাক্তন পেসার বর্তমানে নির্বাচক মণ্ডলীর সদস্য । 1989-90 মরশুমে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার রণজি ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সাগরময় সেনশর্মা । তিনি 47টি প্রথম শ্রেণির ম্যাচে 149টি উইকেট নিয়েছেন । 1987 থেকে 1989 সাল পর্যন্ত বাংলা এবং পূর্বাঞ্চল দলের নিয়মিত সদস্য ছিলেন সাগরময় সেনশর্মা ।

এই প্রথম বাংলার ক্রীড়া জগতের কেউ কোরোনায় আক্রান্ত হলেন ৷ ইতিমধ্যে CAB তাঁর শারীরিক অবস্থার খবর নিয়েছে । তাঁকে মানসিক জোর না হারানোর পরামর্শ দেওয়া হয়েছে । কারণ এই কঠিন সময়ে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকাও জরুরি ।

কলকাতা, 29 মে: এবার কোরোনায় আক্রান্ত হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেনশর্মা ৷ বর্তমানে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন ।

কয়েক সপ্তাহ আগেই বাংলার এই প্রাক্তন পেসারের স্ত্রী কোরোনা ভাইরাসে আক্রান্ত হন । তারপর থেকেই কোয়ারানটিনে রাখা হয়েছিল সাগরময় সেনশর্মাকে । বৃহস্পতিবার তাঁর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তারপরই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে ।

বাংলার এই প্রাক্তন পেসার বর্তমানে নির্বাচক মণ্ডলীর সদস্য । 1989-90 মরশুমে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার রণজি ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সাগরময় সেনশর্মা । তিনি 47টি প্রথম শ্রেণির ম্যাচে 149টি উইকেট নিয়েছেন । 1987 থেকে 1989 সাল পর্যন্ত বাংলা এবং পূর্বাঞ্চল দলের নিয়মিত সদস্য ছিলেন সাগরময় সেনশর্মা ।

এই প্রথম বাংলার ক্রীড়া জগতের কেউ কোরোনায় আক্রান্ত হলেন ৷ ইতিমধ্যে CAB তাঁর শারীরিক অবস্থার খবর নিয়েছে । তাঁকে মানসিক জোর না হারানোর পরামর্শ দেওয়া হয়েছে । কারণ এই কঠিন সময়ে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকাও জরুরি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.