ETV Bharat / sports

অটুট রেকর্ড, রোহিতের 264-র 5 বছরে টুইট ICC-র - eden gardens

2014, 13 নভেম্বর, ব্যাট হাতে শ্রীলঙ্কার বোলারদের গলি স্তরে নামিয়ে এনে কার্যত ছেলেখেলা করেছিলেন 28 বছরের রোহিত শর্মা ৷ রোহিতের সেই রাজকীয় 264 রানের পঞ্চম বর্ষপূর্তি আজ ৷

রোহিত তাণ্ডব
author img

By

Published : Nov 13, 2019, 1:02 PM IST

দিল্লি, 13 নভেম্বর : 2014 সালের 13 নভেম্বর, ইডেন দেখেছিল ব্যাটিং তাণ্ডব ৷ ব্যাট হাতে শ্রীলঙ্কার বোলারদের গলি ক্রিকেট স্তরে নামিয়ে এনে কার্যত ছেলেখেলা করেছিলেন 28 বছরের এক যুবক ৷ তিনি রোহিত শর্মা ৷ সেদিন রোহিতের 264 রান এখনও একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৷ সেই কারণে ICC আজ টুইটারে শুভেচ্ছা জানাল রোহিতকে ৷

মাত্র 4 রানের মাথায় তাঁর ক্যাচ ফসকান শ্রীলঙ্কান ফিল্ডাররা ৷ সেই শেষ, ঐতিহাসিক সেই ম্যাচে আর কোনও সুযোগ দেননি ভারতীয় ক্রিকেটের হিটম্যান ৷ 2010 সালে প্রথম কোনও ব্যাটসম্যান একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুই শতরানের গণ্ডি টপকান ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 200 রানের ইনিংস খেলেছিলেন অধুনিক ক্রিকেটার ডন, সচিন রমেশ তেন্ডুলকর ৷ কিন্তু তাঁকে ছাপিয়ে বিশাল 264 রানের ইনিংস খেলেন আর এক মুম্বইকর ৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে চতুর্থ ম্যাচ ছিল ইডেনে ৷ প্রথমে ব্যাট করে 5 উইকেটের বিনিময়ে 404 রান করেন মেন ইন ব্লুরা ৷ মাত্র 4 রানের মাথায় রোহিতের ক্যাচ ছাড়ার পর 260 রান যোগ করেন তিনি ৷ সেদিন লঙ্কাবাহিনীর ইনিংস শেষ হয় মাত্র 251 রানেই ৷ অর্থাৎ একা রোহিতের করা রান থেকেও 13 রান কম করে শ্রীলঙ্কা ৷

সেদিনের রোহিতের দ্বিশতরানের পর সেলিব্রেশনের ছবি আজ টুইটারে আপলোড করে ICC ৷ মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি ৷

দিল্লি, 13 নভেম্বর : 2014 সালের 13 নভেম্বর, ইডেন দেখেছিল ব্যাটিং তাণ্ডব ৷ ব্যাট হাতে শ্রীলঙ্কার বোলারদের গলি ক্রিকেট স্তরে নামিয়ে এনে কার্যত ছেলেখেলা করেছিলেন 28 বছরের এক যুবক ৷ তিনি রোহিত শর্মা ৷ সেদিন রোহিতের 264 রান এখনও একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৷ সেই কারণে ICC আজ টুইটারে শুভেচ্ছা জানাল রোহিতকে ৷

মাত্র 4 রানের মাথায় তাঁর ক্যাচ ফসকান শ্রীলঙ্কান ফিল্ডাররা ৷ সেই শেষ, ঐতিহাসিক সেই ম্যাচে আর কোনও সুযোগ দেননি ভারতীয় ক্রিকেটের হিটম্যান ৷ 2010 সালে প্রথম কোনও ব্যাটসম্যান একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুই শতরানের গণ্ডি টপকান ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 200 রানের ইনিংস খেলেছিলেন অধুনিক ক্রিকেটার ডন, সচিন রমেশ তেন্ডুলকর ৷ কিন্তু তাঁকে ছাপিয়ে বিশাল 264 রানের ইনিংস খেলেন আর এক মুম্বইকর ৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে চতুর্থ ম্যাচ ছিল ইডেনে ৷ প্রথমে ব্যাট করে 5 উইকেটের বিনিময়ে 404 রান করেন মেন ইন ব্লুরা ৷ মাত্র 4 রানের মাথায় রোহিতের ক্যাচ ছাড়ার পর 260 রান যোগ করেন তিনি ৷ সেদিন লঙ্কাবাহিনীর ইনিংস শেষ হয় মাত্র 251 রানেই ৷ অর্থাৎ একা রোহিতের করা রান থেকেও 13 রান কম করে শ্রীলঙ্কা ৷

সেদিনের রোহিতের দ্বিশতরানের পর সেলিব্রেশনের ছবি আজ টুইটারে আপলোড করে ICC ৷ মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি ৷
New Delhi, Nov 13 (ANI): The Supreme Court on November upheld the order of former Karnataka Assembly speaker Ramesh Kumar to disqualify 17 rebel MLAs of the Congress and Janata Dal (Secular). However, the top court also said that the 17 Karnataka MLAs can contest the by-elections scheduled for next month.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.