ETV Bharat / sports

স্পট ফিক্সিংয়ের দায়ে 17 মাসের জেল পাকিস্তানি ক্রিকেটারের

author img

By

Published : Feb 8, 2020, 1:40 PM IST

ফিক্সিংয়ের দায়ে 17 মাসের জেল হল পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদের ৷ দুই বুকি আনোয়ার ও ইজাজ়ের যথাক্রমে 40 ও 30 মাসের জেল হয়েছে ৷

image
নাসির জামশেদ

দিল্লি, 8 ফেব্রুয়ারি : স্পট ফিক্সিংয়ের অপরাধে 17 মাস জেল হল প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের ৷ ব্যাটসম্যান নাসির জামশেদ দুই ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ার ও মহম্মদ ইজাজ়ের সঙ্গে ফিক্সিংয়ের প্রোরচনায় যুক্ত ছিলেন ৷ তদন্তের পর জাতীয় অপরাধ দমন শাখা (NCA) জামশেদকে গ্রেপ্তার করে ৷ দোষ প্রমাণিত হওয়ায় জামশেদকে 17 মাস, আনোয়ারকে 40 মাস ও ইজাজ়কে 30 মাসের জেলের সাজা শোনানো হয়েছে ৷

2018 সালে ফিক্সিংয়ের ঘটনা সামনে আসতে জামশেদকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ টি-20র স্পট ফিক্সিংয়ের অংশ হিসাবে সতীর্থদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছিলেন । NCA -র পক্ষ থেকে জানানো হয় একজন গোয়েন্দা বেটিং সিন্ডিকেটের সদস্য সেজে তথ্য প্রমাণ সংগ্রহ করেন ৷

স্পট ফিক্সিং হল ম্যাচ ফিক্সিংয়ের একটি অংশ ৷ যেখানে ম্যাচের কয়েকটি নির্দিষ্ট জায়গায় ফিক্সং করা হয় ৷ নাসির জামশেদ পাকিস্তানের হয়ে ক্রিকেটের তিন সংস্করণেই খেলেছেন ৷

দিল্লি, 8 ফেব্রুয়ারি : স্পট ফিক্সিংয়ের অপরাধে 17 মাস জেল হল প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের ৷ ব্যাটসম্যান নাসির জামশেদ দুই ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ার ও মহম্মদ ইজাজ়ের সঙ্গে ফিক্সিংয়ের প্রোরচনায় যুক্ত ছিলেন ৷ তদন্তের পর জাতীয় অপরাধ দমন শাখা (NCA) জামশেদকে গ্রেপ্তার করে ৷ দোষ প্রমাণিত হওয়ায় জামশেদকে 17 মাস, আনোয়ারকে 40 মাস ও ইজাজ়কে 30 মাসের জেলের সাজা শোনানো হয়েছে ৷

2018 সালে ফিক্সিংয়ের ঘটনা সামনে আসতে জামশেদকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ টি-20র স্পট ফিক্সিংয়ের অংশ হিসাবে সতীর্থদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছিলেন । NCA -র পক্ষ থেকে জানানো হয় একজন গোয়েন্দা বেটিং সিন্ডিকেটের সদস্য সেজে তথ্য প্রমাণ সংগ্রহ করেন ৷

স্পট ফিক্সিং হল ম্যাচ ফিক্সিংয়ের একটি অংশ ৷ যেখানে ম্যাচের কয়েকটি নির্দিষ্ট জায়গায় ফিক্সং করা হয় ৷ নাসির জামশেদ পাকিস্তানের হয়ে ক্রিকেটের তিন সংস্করণেই খেলেছেন ৷



New Delhi, Feb 08 (ANI):On the polling day, Delhi has witnessed a verbal spat of a political leader. Ex-AAP MLA Alka Lamba had a verbal spat with an Aam Aadmi Party worker at polling booth number -126 and 123. Scuffle broke out between AAP and Congress workers near Majnu ka Teela, where Congress candidate Alka Lamba tried to slap an AAP worker. Later the AAP worker was taken by the police officials.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.