ETV Bharat / sports

ক্রিকেটের জন্য দলের সঙ্গে কোয়ারান্টাইনে থাকতে রাজি ওকস

লকডাউনের জেরে ইংল্যান্ডের ক্রিকেট মরশুম 28 মে পর্যন্ত পিছিয়ে গিয়েছে । 4 জুন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলার কথা রয়েছে থ্রি লায়ন্সদের । বর্তমানে ব্রিটেনে লকডাউন যতটা শিথিল করা হয়েছে তাতে অনায়াসে টেস্ট সিরিজ় শুরু করা যায় ।

england
england
author img

By

Published : Apr 23, 2020, 11:22 PM IST

লন্ডন, 23 এপ্রিল: আপাদমস্তক ফ্যামিলি ম্যান তিনি । কিন্তু ক্রিকেটের স্বার্থে প্রয়োজন হলে একমাস পরিবার ছেড়ে ইংল্যান্ড টিমের সঙ্গে কোয়ারান্টাইনে থাকতে রাজি অলরাউন্ডার ক্রিস ওকস । এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে হলে সেটা ছাড়া উপায় নেই । ইংল্যান্ড টিমের প্রত্যেকেই ক্রিকেটের জন্য পরিবার ছেড়ে থাকতে রাজি হবেন বলে বিশ্বাস ওকসের ।

লকডাউনের জেরে ইংল্যান্ডের ক্রিকেট মরশুম 28 মে পর্যন্ত পিছিয়ে গিয়েছে । 4 জুন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলার কথা রয়েছে থ্রি লায়ন্সদের । কিন্তু যা পরিস্থিতি তাতে যদি সিরিজ় শুরু হয় তবুও সূচিতে কিছু পরিবর্তন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে । বর্তমানে ব্রিটেনে লকডাউন যতটা শিথিল করা হয়েছে তাতে অনায়াসে টেস্ট সিরিজ় শুরু করা যায় । খেলা তো হবে দর্শকশূন্য মাঠে । হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ডের মতো স্টেডিয়াম, যেখানে অন সাইট হোটেলের ব্যবস্থা রয়েছে সেগুলিতে কোরোনা সংক্রান্ত সবরকম নিরাপত্তা মেনে ক্রিকেটার এবং আধিকারিকদের রাখা যেতে পারে ।

এই বিষয়ে ওকস বলেছেন, "ক্রিকেটারদের যদি এভাবে কয়েকদিনের জন্য কোয়ারান্টাইন করে রাখা হয় আমি মনে করি তারা এতে খুশিই হবে । তিন বা চার সপ্তাহের মতো হলে বেশি সমস্যা না করে সবাই এতে সায় দেবে ।" তিনি আরও বলেন, দর্শকশূন্য মাঠে খেলতে পেরে খুশিই হবে ক্রিকেটাররা । ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এছাড়া অন্য কোনও পথ নেই ।"

লন্ডন, 23 এপ্রিল: আপাদমস্তক ফ্যামিলি ম্যান তিনি । কিন্তু ক্রিকেটের স্বার্থে প্রয়োজন হলে একমাস পরিবার ছেড়ে ইংল্যান্ড টিমের সঙ্গে কোয়ারান্টাইনে থাকতে রাজি অলরাউন্ডার ক্রিস ওকস । এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে হলে সেটা ছাড়া উপায় নেই । ইংল্যান্ড টিমের প্রত্যেকেই ক্রিকেটের জন্য পরিবার ছেড়ে থাকতে রাজি হবেন বলে বিশ্বাস ওকসের ।

লকডাউনের জেরে ইংল্যান্ডের ক্রিকেট মরশুম 28 মে পর্যন্ত পিছিয়ে গিয়েছে । 4 জুন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলার কথা রয়েছে থ্রি লায়ন্সদের । কিন্তু যা পরিস্থিতি তাতে যদি সিরিজ় শুরু হয় তবুও সূচিতে কিছু পরিবর্তন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে । বর্তমানে ব্রিটেনে লকডাউন যতটা শিথিল করা হয়েছে তাতে অনায়াসে টেস্ট সিরিজ় শুরু করা যায় । খেলা তো হবে দর্শকশূন্য মাঠে । হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ডের মতো স্টেডিয়াম, যেখানে অন সাইট হোটেলের ব্যবস্থা রয়েছে সেগুলিতে কোরোনা সংক্রান্ত সবরকম নিরাপত্তা মেনে ক্রিকেটার এবং আধিকারিকদের রাখা যেতে পারে ।

এই বিষয়ে ওকস বলেছেন, "ক্রিকেটারদের যদি এভাবে কয়েকদিনের জন্য কোয়ারান্টাইন করে রাখা হয় আমি মনে করি তারা এতে খুশিই হবে । তিন বা চার সপ্তাহের মতো হলে বেশি সমস্যা না করে সবাই এতে সায় দেবে ।" তিনি আরও বলেন, দর্শকশূন্য মাঠে খেলতে পেরে খুশিই হবে ক্রিকেটাররা । ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এছাড়া অন্য কোনও পথ নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.