ETV Bharat / sports

কোহলি-রোহিতের ব্যর্থতা মুছলেন মায়াঙ্ক, রানের পাহাড়ে ভারত - রানের পাহাড়ে ভারত

তরুণ মায়াঙ্কের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে ভারত ৷ দ্বিতীয় দিনে ব্যাট হাতে বিক্রম দেখায় কোহলির ব্যাটসম্যানরা ৷ দ্বিশতরান মায়াঙ্কের, অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া রাহানের ৷ যদিও শেষ দিকে জাদেজা ও উমেশের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে দিনের শেষে বাংলাদেশের থেকে 343 রানে এগিয়ে ভারত ৷

স্বপ্নের ফর্মে ময়ঙ্ক
author img

By

Published : Nov 15, 2019, 4:56 PM IST

Updated : Nov 15, 2019, 6:07 PM IST

ইন্দোর, 15 নভেম্বর : প্রথম সারির দুই সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলিকে দ্রুত হারিয়েও তরুণ মায়াঙ্কের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে ভারত ৷ মায়াঙ্ক আগরওয়ালের দ্বি-শতরান, রাহানে ও পূজারার অর্ধশতরান, শেষ দিকে জাদেজা ও উমেশ যাদবের ঝোড়ো ব্যাটিংয়ে দিনের শেষে বাংলাদেশের থেকে 343 রানে এগিয়ে ভারত ৷

গতকাল ভারতীয় বোলারদের দাপটে দিশাহারা বাংলাদেশ মাত্র 150 রানেই গুটিয়ে যায় ৷ দ্বিতীয় দিনেও অব্যাহত ব্যাট হাতে মেন ইন ব্লু-দের বিক্রম ৷ দ্বিশতরান করলেন মায়াঙ্ক ৷ অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া অজিঙ্কা রাহানের ৷ চেতেশ্বর পূজারাও করলেন 54 রান ৷ টপ অর্ডার রান পেলেও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক কোহলি ও রোহিত শর্মা ৷ শেষ দিকে জাদেজার 76 বলে 60 ও উমেশের 10 বলে ঝোড়ো 25 রানে ভর করে দিনের শেষে 6 উইকেটের বিনিময়ে 493 রান করেছে ভারত ৷ বাংলাদেশি বোলারদের মধ্যে নজর কাড়লেন আবু জ়ায়েদ ৷ ভারতের 4টি উইকেটই তাঁর দখলে ৷

মায়াঙ্কের দুরন্ত ফর্ম ও ওপেনার হিসাবে রোহিত শর্মার সাফল্য ফের ভারতীয় দলে পৃথ্বী শ-র ফেরাটা যথেষ্ট কঠিন হয়ে পড়ল ৷ অস্ট্রেলিয়া সফরে অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পৃথ্বী ৷ তাঁর বদলে দলে জায়গা করে নিয়েছিলেন ময়ঙ্ক ৷ চোট সারালেও নিষিদ্ধ মাদক নেওয়ার কারণে 8 মাসের নির্বাসনে ছিলেন পৃথ্বী ৷ আগামী 17 নভেম্বর তাঁর নির্বাসন উঠছে ৷ কিন্তু ফের ভারতীয় দলে ফেরা কঠিন হয়ে পড়ল মুম্বইয়ের তরুণের ৷

দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিরুদ্ধেও ব্যাট হাতে সফল স্যার জাদেজা ৷ শেষ দিকে দলের প্রয়োজনে দ্রুত রান তুলতে যথেষ্ট সাবলীল তিনি ৷ ইন্দোরে দ্বিতীয় দিনের শেষে 76 বলে 60 রানে অপরাজিত রয়েছেন তিনি ৷ একই সঙ্গে ফের একবার ব্যাট হাতে কামাল দেখালেন উমেশ যাদবও ৷ T20 ঢঙে মাত্র 10 বলে 25 রানে অপরাজিত রয়েছেন তিনি ৷

ইন্দোর, 15 নভেম্বর : প্রথম সারির দুই সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলিকে দ্রুত হারিয়েও তরুণ মায়াঙ্কের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে ভারত ৷ মায়াঙ্ক আগরওয়ালের দ্বি-শতরান, রাহানে ও পূজারার অর্ধশতরান, শেষ দিকে জাদেজা ও উমেশ যাদবের ঝোড়ো ব্যাটিংয়ে দিনের শেষে বাংলাদেশের থেকে 343 রানে এগিয়ে ভারত ৷

গতকাল ভারতীয় বোলারদের দাপটে দিশাহারা বাংলাদেশ মাত্র 150 রানেই গুটিয়ে যায় ৷ দ্বিতীয় দিনেও অব্যাহত ব্যাট হাতে মেন ইন ব্লু-দের বিক্রম ৷ দ্বিশতরান করলেন মায়াঙ্ক ৷ অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া অজিঙ্কা রাহানের ৷ চেতেশ্বর পূজারাও করলেন 54 রান ৷ টপ অর্ডার রান পেলেও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক কোহলি ও রোহিত শর্মা ৷ শেষ দিকে জাদেজার 76 বলে 60 ও উমেশের 10 বলে ঝোড়ো 25 রানে ভর করে দিনের শেষে 6 উইকেটের বিনিময়ে 493 রান করেছে ভারত ৷ বাংলাদেশি বোলারদের মধ্যে নজর কাড়লেন আবু জ়ায়েদ ৷ ভারতের 4টি উইকেটই তাঁর দখলে ৷

মায়াঙ্কের দুরন্ত ফর্ম ও ওপেনার হিসাবে রোহিত শর্মার সাফল্য ফের ভারতীয় দলে পৃথ্বী শ-র ফেরাটা যথেষ্ট কঠিন হয়ে পড়ল ৷ অস্ট্রেলিয়া সফরে অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পৃথ্বী ৷ তাঁর বদলে দলে জায়গা করে নিয়েছিলেন ময়ঙ্ক ৷ চোট সারালেও নিষিদ্ধ মাদক নেওয়ার কারণে 8 মাসের নির্বাসনে ছিলেন পৃথ্বী ৷ আগামী 17 নভেম্বর তাঁর নির্বাসন উঠছে ৷ কিন্তু ফের ভারতীয় দলে ফেরা কঠিন হয়ে পড়ল মুম্বইয়ের তরুণের ৷

দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিরুদ্ধেও ব্যাট হাতে সফল স্যার জাদেজা ৷ শেষ দিকে দলের প্রয়োজনে দ্রুত রান তুলতে যথেষ্ট সাবলীল তিনি ৷ ইন্দোরে দ্বিতীয় দিনের শেষে 76 বলে 60 রানে অপরাজিত রয়েছেন তিনি ৷ একই সঙ্গে ফের একবার ব্যাট হাতে কামাল দেখালেন উমেশ যাদবও ৷ T20 ঢঙে মাত্র 10 বলে 25 রানে অপরাজিত রয়েছেন তিনি ৷

Mumbai, Nov 15 (ANI): Shiv Sena leader Sanjay Raut on November 15 said that his party wants that the Chief Minister of Maharashtra should be of Shiv Sena for the next 25 years. He gave the statement while answering to question that 'if Shiv Sena CM will be for 5 years or CM will be for 2.5 years each from NCP and Shiv Sena?'
Last Updated : Nov 15, 2019, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.