ইন্দোর, 15 নভেম্বর : প্রথম সারির দুই সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলিকে দ্রুত হারিয়েও তরুণ মায়াঙ্কের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে ভারত ৷ মায়াঙ্ক আগরওয়ালের দ্বি-শতরান, রাহানে ও পূজারার অর্ধশতরান, শেষ দিকে জাদেজা ও উমেশ যাদবের ঝোড়ো ব্যাটিংয়ে দিনের শেষে বাংলাদেশের থেকে 343 রানে এগিয়ে ভারত ৷
গতকাল ভারতীয় বোলারদের দাপটে দিশাহারা বাংলাদেশ মাত্র 150 রানেই গুটিয়ে যায় ৷ দ্বিতীয় দিনেও অব্যাহত ব্যাট হাতে মেন ইন ব্লু-দের বিক্রম ৷ দ্বিশতরান করলেন মায়াঙ্ক ৷ অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া অজিঙ্কা রাহানের ৷ চেতেশ্বর পূজারাও করলেন 54 রান ৷ টপ অর্ডার রান পেলেও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক কোহলি ও রোহিত শর্মা ৷ শেষ দিকে জাদেজার 76 বলে 60 ও উমেশের 10 বলে ঝোড়ো 25 রানে ভর করে দিনের শেষে 6 উইকেটের বিনিময়ে 493 রান করেছে ভারত ৷ বাংলাদেশি বোলারদের মধ্যে নজর কাড়লেন আবু জ়ায়েদ ৷ ভারতের 4টি উইকেটই তাঁর দখলে ৷
মায়াঙ্কের দুরন্ত ফর্ম ও ওপেনার হিসাবে রোহিত শর্মার সাফল্য ফের ভারতীয় দলে পৃথ্বী শ-র ফেরাটা যথেষ্ট কঠিন হয়ে পড়ল ৷ অস্ট্রেলিয়া সফরে অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পৃথ্বী ৷ তাঁর বদলে দলে জায়গা করে নিয়েছিলেন ময়ঙ্ক ৷ চোট সারালেও নিষিদ্ধ মাদক নেওয়ার কারণে 8 মাসের নির্বাসনে ছিলেন পৃথ্বী ৷ আগামী 17 নভেম্বর তাঁর নির্বাসন উঠছে ৷ কিন্তু ফের ভারতীয় দলে ফেরা কঠিন হয়ে পড়ল মুম্বইয়ের তরুণের ৷
দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিরুদ্ধেও ব্যাট হাতে সফল স্যার জাদেজা ৷ শেষ দিকে দলের প্রয়োজনে দ্রুত রান তুলতে যথেষ্ট সাবলীল তিনি ৷ ইন্দোরে দ্বিতীয় দিনের শেষে 76 বলে 60 রানে অপরাজিত রয়েছেন তিনি ৷ একই সঙ্গে ফের একবার ব্যাট হাতে কামাল দেখালেন উমেশ যাদবও ৷ T20 ঢঙে মাত্র 10 বলে 25 রানে অপরাজিত রয়েছেন তিনি ৷