ETV Bharat / sports

জোড়া শতরানে ম্যাঞ্চেস্টার শাসন ইংল্যান্ডের - ওপেনার ডম সিবলে ও অলরাউন্ডার বেন স্টোকস

কোরোনা ভাইরাস পরবর্তী প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শতরান করলেন ডম সিবলে ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সিবলে তাঁর ঐতিহাসিক শতরানটি করেন ৷ আগের দিনে 86 রানে অপরাজিত ছিলেন তিনি ৷ 312 বলে শতপরান পূর্ণ করেন সিবলে ৷

image
ম্যাঞ্চেস্টার শাসন ইংল্যান্ডের
author img

By

Published : Jul 17, 2020, 7:46 PM IST

ম্যাঞ্চেস্টার, 17 জুলাই : ওপেনার ডম সিবলে ও অলরাউন্ডার বেন স্টোকসের জোড়া শতরানে ম্যাঞ্চেস্টারে ক্যারিবিয়ানদের শাসন করছে ইংল্যান্ড ৷ শুরুতে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে খাদের কিনারা থেকে টেনে তোলেন এই দুই ব্যাটসম্যান ৷ দ্বিতীয় দিনের লাঞ্চের আগেই শতরান করেন সিবলে ৷ লাঞ্চের পর শতরান পূর্ণ করেন বেন স্টোকস ৷

ক্রিকেটের ইতিহাসে নিজের নাম তুললেন ইংল্যান্ড ওপেনার ডম সিবলে ৷ কোরোনা ভাইরাস পরবর্তী প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শতরান করলেন তিনি ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সিবলে তাঁর ঐতিহাসিক শতরানটি করেন ৷ আগের দিনে 86 রানে অপরাজিত ছিলেন তিনি ৷ 312 বলে শতরান পূর্ণ করেন সিবলে ৷ তার মধ্যে মাত্র 4টি বাউন্ডারি মেরেছেন এই ইংল্যান্ড ওপেনার ৷ ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত 8টি টেস্ট ম্যাচ খেলেছেন ৷ এটি তাঁর দ্বিতীয় শতরান ৷

image
দুরন্ত ব্যাটিং বেন স্টোকসের

সিবলের শতরানটি ইংল্যান্ডের ক্রিকেটে পঞ্চম ধীর গতির শতরান ৷ ব্রিটিশদের হয়ে সবথেকে ধীর গতির শতরানের রেকর্ড আছে প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের ৷ 1999 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 343 বলে শতরান করেছিলেন তিনি ৷ এর পরের তিনটি স্থানে আছেন মাইকেল আর্থারটন ৷

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ডম সিবলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ৷ তাঁর প্রথম শতরানটি আসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ চলতি বছরে কেপটাউন টেস্টে দ্বিতীয় ইনিংসে 133 রানে অপরাজিত ছিলেন তিনি ৷

আরও পড়ুন :- স্টোকস-সিবলের ব্যাটে ভর করে ভদ্রস্ত জায়গায় ইংল্যান্ড

নিজস্ব ভঙ্গিতে শতরান করলেন বেন স্টোকসও ৷ বিশ্বকাপ ফাইনালের ইংল্যান্ডের হিরো ওপেনার সিবলের সঙ্গে জুটি বেঁধে সঙ্কট থেকে তুলে এনেছিলেন গতকালই ৷ এদিনও একই বিক্রমে ব্যাটিং করলেন দু’জনে ৷ সিবলে একটু ধীর গতিতে শতরান করলেও স্বমহিমায় ছিলেন বেন স্টোকস ৷ মারলেন 11 টি চার ও 2টি ছক্কা ৷ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেও ব্যাটিং করছেন এই দুই ব্যাটসম্যান ৷

প্রথম টেস্টে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ক্যারিবিয়ান দল ৷ প্রথম ম্যাচে বল হাতে ইংল্যান্ড ব্যাটসম্যানদের ত্রাস হওয়া শ্যানন গেব্রিয়াল ও অধিনায়ক জেসন হোল্ডার দাগ কাটতে পারলেন না ৷ শুরুতেই দুই উইকেট তুলে নেওয়া রুস্তন চেজও আর কোনও উইকেট তুলে নিতে পারেননি ৷

ম্যাঞ্চেস্টার, 17 জুলাই : ওপেনার ডম সিবলে ও অলরাউন্ডার বেন স্টোকসের জোড়া শতরানে ম্যাঞ্চেস্টারে ক্যারিবিয়ানদের শাসন করছে ইংল্যান্ড ৷ শুরুতে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে খাদের কিনারা থেকে টেনে তোলেন এই দুই ব্যাটসম্যান ৷ দ্বিতীয় দিনের লাঞ্চের আগেই শতরান করেন সিবলে ৷ লাঞ্চের পর শতরান পূর্ণ করেন বেন স্টোকস ৷

ক্রিকেটের ইতিহাসে নিজের নাম তুললেন ইংল্যান্ড ওপেনার ডম সিবলে ৷ কোরোনা ভাইরাস পরবর্তী প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শতরান করলেন তিনি ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সিবলে তাঁর ঐতিহাসিক শতরানটি করেন ৷ আগের দিনে 86 রানে অপরাজিত ছিলেন তিনি ৷ 312 বলে শতরান পূর্ণ করেন সিবলে ৷ তার মধ্যে মাত্র 4টি বাউন্ডারি মেরেছেন এই ইংল্যান্ড ওপেনার ৷ ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত 8টি টেস্ট ম্যাচ খেলেছেন ৷ এটি তাঁর দ্বিতীয় শতরান ৷

image
দুরন্ত ব্যাটিং বেন স্টোকসের

সিবলের শতরানটি ইংল্যান্ডের ক্রিকেটে পঞ্চম ধীর গতির শতরান ৷ ব্রিটিশদের হয়ে সবথেকে ধীর গতির শতরানের রেকর্ড আছে প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের ৷ 1999 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 343 বলে শতরান করেছিলেন তিনি ৷ এর পরের তিনটি স্থানে আছেন মাইকেল আর্থারটন ৷

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ডম সিবলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ৷ তাঁর প্রথম শতরানটি আসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ চলতি বছরে কেপটাউন টেস্টে দ্বিতীয় ইনিংসে 133 রানে অপরাজিত ছিলেন তিনি ৷

আরও পড়ুন :- স্টোকস-সিবলের ব্যাটে ভর করে ভদ্রস্ত জায়গায় ইংল্যান্ড

নিজস্ব ভঙ্গিতে শতরান করলেন বেন স্টোকসও ৷ বিশ্বকাপ ফাইনালের ইংল্যান্ডের হিরো ওপেনার সিবলের সঙ্গে জুটি বেঁধে সঙ্কট থেকে তুলে এনেছিলেন গতকালই ৷ এদিনও একই বিক্রমে ব্যাটিং করলেন দু’জনে ৷ সিবলে একটু ধীর গতিতে শতরান করলেও স্বমহিমায় ছিলেন বেন স্টোকস ৷ মারলেন 11 টি চার ও 2টি ছক্কা ৷ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেও ব্যাটিং করছেন এই দুই ব্যাটসম্যান ৷

প্রথম টেস্টে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ক্যারিবিয়ান দল ৷ প্রথম ম্যাচে বল হাতে ইংল্যান্ড ব্যাটসম্যানদের ত্রাস হওয়া শ্যানন গেব্রিয়াল ও অধিনায়ক জেসন হোল্ডার দাগ কাটতে পারলেন না ৷ শুরুতেই দুই উইকেট তুলে নেওয়া রুস্তন চেজও আর কোনও উইকেট তুলে নিতে পারেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.