কোচি, 18 জুন : আজীবন নির্বাসনের খাঁড়া উঠে গেছে অনেকদিন আগেই ৷ সাত বছরের নির্বাসন শেষ হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৷ নির্বাসন ওঠার সঙ্গে সঙ্গে কেরালার হয়ে রণজি ট্রফিতে প্রত্যাবর্তন করবেন দেশের বিতর্কিত পেসার এস শ্রীসন্থ ৷
সম্প্রতি শ্রীসন্থকে রণজি দলে অন্তর্ভুক্ত করেছে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ নির্বাসন ওঠার সঙ্গে সঙ্গে বাইশ গজে প্রত্যাবর্তনের এমন সুযোগ পেয়ে আপ্লুত শ্রীসন্থ ৷ তাঁর কথায়, "এই সুযোগের জন্য কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আমি চিরঋণী হয়ে থাকব ৷ খেলায় ফিরে বুঝিয়ে দেব যে আমি এখনও কতটা ফিট ৷ সব বিতর্কের অবসান হওয়ার সময় এসেছে ৷"
2013 সালে IPL-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন শ্রীসন্থ ৷ তাঁর পাশাপাশি অজিত চাণ্ডিলা ও অঙ্কিত চৌহানকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ ৷ এরপরই কেরালা পেসারকে আজীবন নির্বাসনে পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ যদিও হাল ছাড়েননি শ্রীসন্থ ৷ কোর্টে দীর্ঘ লড়াইয়ের পর 2018 সালে তাঁর উপর থেকে আজীবন নির্বাসন তুলে নেয় BCCI ৷ সেপ্টেম্বর শেষ হচ্ছে শ্রীসন্থের সাত বছরের নির্বাসন ৷ 37 বছরের এই পেসারের প্রত্যাবর্তন কেমন হয় সেটাই দেখার ৷