ETV Bharat / sports

ডিসেম্বরে মাঠে ফিরতে পারে ময়দানের ক্লাব ক্রিকেট - club cricket

1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চলতি মরশুমের দলবদল । চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত । এবার প্যানডেমিক পরিস্থিতির কারণে CAB-র সদর দপ্তরে এসে সই করতে হবে না । পুরো বিষয়টি অনলাইনেই হবে ।

স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়
স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়
author img

By

Published : Sep 1, 2020, 6:56 AM IST

কলকাতা, 31 অগাস্ট : চলতি বছরের ডিসেম্বরে মাঠে ফিরতে পারে কলকাতার ক্লাব ক্রিকেট ৷ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বল গড়ানোর কথা বলা হলেও কোরোনা পরিস্থিতির দিকে নজর রাখা হবে।

যদিও বৈঠকে তখনকার কোরোনা পরিস্থিতি বিচার করেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে । 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চলতি মরশুমের দলবদল । চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত । এবার প্যানডেমিক পরিস্থিতির কারণে CAB-র সদর দপ্তরে এসে সই করতে হবে না । পুরো বিষয়টি অনলাইনেই হবে ।

গত মরশুমে কোরোনা সংক্রমণের কারণে মাঝপথে সব টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল । আশা করা হয়েছিল পরিস্থিতির উন্নতি হলে হয়ত কাটছাঁট করে ফের শুরু করা যাবে । কিন্তু তা বাস্তবায়িত হয়নি । সেই সময় নতুন মরশুম নতুনভাবে শুরু হবে বলে জানিয়েছিলেন CAB প্রেসিডেন্ট ।

এই মরশুমে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা যায়নি । ঘরোয়া মরশুমের বল গড়ানোর কথা বলা হলেও কবে থেকে ক্লাবগুলো তাদের অনুশীলন শুরু করতে পারবে তা নিয়ে কিছু বলা হয়নি । ছয়ব মাসের বেশি সময় ময়দানে খেলা না হওয়ায় মাঠগুলো বেহাল হয়ে পড়ে আছে । সেখানে খেলার অবস্থায় ফিরিয়ে আনতে বেশ কিছুদিন আগে থেকে প্রস্তুতি শুরু করতে হবে । তা ছাড়া রাজ্য সরকার এখনও খেলা শুরুর ব্যাপারে সবুজ সংকেত দেয়নি ।

কলকাতা, 31 অগাস্ট : চলতি বছরের ডিসেম্বরে মাঠে ফিরতে পারে কলকাতার ক্লাব ক্রিকেট ৷ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বল গড়ানোর কথা বলা হলেও কোরোনা পরিস্থিতির দিকে নজর রাখা হবে।

যদিও বৈঠকে তখনকার কোরোনা পরিস্থিতি বিচার করেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে । 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চলতি মরশুমের দলবদল । চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত । এবার প্যানডেমিক পরিস্থিতির কারণে CAB-র সদর দপ্তরে এসে সই করতে হবে না । পুরো বিষয়টি অনলাইনেই হবে ।

গত মরশুমে কোরোনা সংক্রমণের কারণে মাঝপথে সব টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল । আশা করা হয়েছিল পরিস্থিতির উন্নতি হলে হয়ত কাটছাঁট করে ফের শুরু করা যাবে । কিন্তু তা বাস্তবায়িত হয়নি । সেই সময় নতুন মরশুম নতুনভাবে শুরু হবে বলে জানিয়েছিলেন CAB প্রেসিডেন্ট ।

এই মরশুমে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা যায়নি । ঘরোয়া মরশুমের বল গড়ানোর কথা বলা হলেও কবে থেকে ক্লাবগুলো তাদের অনুশীলন শুরু করতে পারবে তা নিয়ে কিছু বলা হয়নি । ছয়ব মাসের বেশি সময় ময়দানে খেলা না হওয়ায় মাঠগুলো বেহাল হয়ে পড়ে আছে । সেখানে খেলার অবস্থায় ফিরিয়ে আনতে বেশ কিছুদিন আগে থেকে প্রস্তুতি শুরু করতে হবে । তা ছাড়া রাজ্য সরকার এখনও খেলা শুরুর ব্যাপারে সবুজ সংকেত দেয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.