ETV Bharat / sports

জামাইকায় ভ্যাকসিন পাঠানোয় মোদিকে ধন্যবাদ ইউনিভার্সাল বসের - মোদিকে ধন্যবাদ ক্রিস গেইলের

'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ হিসেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে করোনা টিকা পাঠিয়েছে ভারত ৷

copy
copy
author img

By

Published : Mar 19, 2021, 11:51 AM IST

জামাইকা, 19 মার্চ : ভিভ রিচার্ডস, রিচি রিচার্ডসনদের মতো ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকারা আগেই ধন্যবাদ জানিয়েছিলেন ৷ এবার ধন্যবাদ এল ইউনিভার্সাল বসের তরফেও ৷ জামাইকায় ভ্যাকসিন পাঠানোয় ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানালেন ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইল ৷

'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ হিসেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে করোনা টিকা পাঠিয়েছে ভারত ৷ ভ্যাকসিন পাঠানো হয়েছে ধাপে ধাপে ৷ মার্চে অ্যান্টিগা ও বার্বুডা 1 লাখ 75 হাজার করোনা ভ্যাকসিন পেয়েছে ৷ তার মধ্যে 40 হাজার ভ্যাকসিন ভারতের 'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ ৷ একই উদ্যোগে টিকা পেয়েছে জামাইকা, বার্বাডোজ, সেন্ট লুসিয়া এবং সেন্ট কিটস ৷ ক্যারবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে টিকা পাঠানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন গেইল ৷

আরও পড়ুন : ভ্যাকসিন পাঠানোয় মোদিকে ধন্যবাদ ভিভ, রিচার্ডসনদের

সম্প্রতি জামাইকায় ভারতীয় দূতাবাসের তরফে একটি ভিডিয়ো টুইট করা হয় ৷ 17 সেকেন্ডের ওই ভিডিয়ো বার্তায় গেইল বলেছেন, জামাইকায় ভ্যাকসিন পাঠানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারত সরকার এবং ভারতবাসীকে ধন্যবাদ জানাই ৷ এই কাজ তারিফযোগ্য ৷ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান ভারতীয় হাই কমিশনার আর মাসাকুইয়ের সঙ্গে দেখা করেন ৷ সেই ছবি টুইট করেছিলেন গেইল ৷ এদিকে গেইল ছাড়াও ধন্যবাদ জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল ৷

জামাইকা, 19 মার্চ : ভিভ রিচার্ডস, রিচি রিচার্ডসনদের মতো ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকারা আগেই ধন্যবাদ জানিয়েছিলেন ৷ এবার ধন্যবাদ এল ইউনিভার্সাল বসের তরফেও ৷ জামাইকায় ভ্যাকসিন পাঠানোয় ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানালেন ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইল ৷

'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ হিসেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে করোনা টিকা পাঠিয়েছে ভারত ৷ ভ্যাকসিন পাঠানো হয়েছে ধাপে ধাপে ৷ মার্চে অ্যান্টিগা ও বার্বুডা 1 লাখ 75 হাজার করোনা ভ্যাকসিন পেয়েছে ৷ তার মধ্যে 40 হাজার ভ্যাকসিন ভারতের 'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ ৷ একই উদ্যোগে টিকা পেয়েছে জামাইকা, বার্বাডোজ, সেন্ট লুসিয়া এবং সেন্ট কিটস ৷ ক্যারবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে টিকা পাঠানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন গেইল ৷

আরও পড়ুন : ভ্যাকসিন পাঠানোয় মোদিকে ধন্যবাদ ভিভ, রিচার্ডসনদের

সম্প্রতি জামাইকায় ভারতীয় দূতাবাসের তরফে একটি ভিডিয়ো টুইট করা হয় ৷ 17 সেকেন্ডের ওই ভিডিয়ো বার্তায় গেইল বলেছেন, জামাইকায় ভ্যাকসিন পাঠানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারত সরকার এবং ভারতবাসীকে ধন্যবাদ জানাই ৷ এই কাজ তারিফযোগ্য ৷ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান ভারতীয় হাই কমিশনার আর মাসাকুইয়ের সঙ্গে দেখা করেন ৷ সেই ছবি টুইট করেছিলেন গেইল ৷ এদিকে গেইল ছাড়াও ধন্যবাদ জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.