দিল্লি, 16 অগাস্ট : প্রয়াত ভারতীয় দলের প্রাক্তন ওপেনার চেতন চৌহান ৷ কোরোনায় আক্রান্ত হয়ে 12 জুলাই থেকে লখনউয়ের সঞ্জয় গান্ধি PGI হাসপাতালে ভরতি ছিলেন ৷ পরে স্থানান্তরিত করা হয় গুরুগাঁওয়ের মেদান্তা হাসপাতালে ।
12 জুলাই কোরোনায় আক্রান্ত হন তিনি ৷ কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পরই তাঁকে লখনউয়ের সঞ্জয় গান্ধি PGI হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁকে গুরুগাঁওয়ের মেদান্তা হাসপাতালে স্থানন্তরিত করা হয় ৷ শুক্রবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয় ৷ আর আজ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন তিনি ৷ এছাড়া দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি ও প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন ৷ 12 বছরের ক্রিকেট কেরিয়ারে দেশের হয়ে 40টি টেস্ট খেলেছেন ৷ করেছেন 2 হাজার 84 রান ৷ 16টি অর্ধশতরান করেছেন ৷ 1981 সালে অর্জুন পুরস্কার পান ৷
উত্তরপ্রদেশের আমরোহা থেকে দু'বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন ৷ একবার 1991 সালে ও দ্বিতীয়বার 1998 সালে ৷ বর্তমানে তিনি উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রীও ছিলেন ৷