ETV Bharat / sports

নৈশালোকে প্রথম টেস্ট, আয়োজনে খামতি রাখতে নারাজ CAB - Eden india bangladesh match

এতকিছুর মধ্যেও ইডেনের মাঠ ও পিচের চরিত্র নিয়েও জল্পনা তুঙ্গে ৷ অনেকের মতে ম্যাচে বড় ফ্যাক্টর হতে চলেছে কুয়াশা ৷ কিন্তু আশ্বাস দিয়েছেন করছেন প্রাক্তন ক্রিকেটার ও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি ৷ তাঁর মতে পিচের চরিত্র বদলের সম্ভবনা কম ৷ কয়েক বছর ধরে ইডেনের বাইশ গজের যে চরিত্র দেখা গেছে এবারও তার ব্যতিক্রম হবে না ৷ অন্য দিকে কুয়াশা যাতে ম্যাচে ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্যেও থাকছে বিশেষ স্প্রে ও ম্যাপিংয়ের ব্যবস্থা ৷

ইডেন গার্ডেন
author img

By

Published : Oct 31, 2019, 12:39 PM IST

কলকাতা, 31 অক্টোবর : ফের একবার ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে ইডেন ৷ ক্রিকেটের ইতিহাসে এর আগেও বহুবার নাম উঠেছে ইডেন গার্ডেন্সের ৷ তবে এবার উপমহাদেশের প্রথম নৈশালোকে গোলাপি বলে টেস্টের আসর বসতে চলেছে ইডেনে ৷ আর এই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি নেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্দরে ৷ গতকাল সন্ধ্যায় জরুরি সভায় যুদ্ধকালীন তৎপরতায় ভারত বনাম বাংলাদেশ ম্যাচ আয়োজনের পরিকল্পনা সেরে নিলেন CAB কর্তারা৷

আগেই ঠিক হয়েছিল ঐতিহাসিক ম্যাচে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ প্রথম ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের সদস্যদের সংবর্ধনা দেওয়ার ব্যাপারটাও আগেই ঠিক হয়েছিল ৷ টেস্টকে স্মরণীয় করে রাখতে জরুরি সভায় নেওয়া হল আরও একগুচ্ছ পদক্ষেপ ৷ সোনার টাকায় টেস্ট ম্যাচের টস করার চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়াও ক্রিকেটারদের পড়তে হবে গোলাপি টাই ৷ মাথায় থাকবে গোলাপি টুপি ৷ টিকিটেও থাকছে বিশেষ চমক ৷ আনা হচ্ছে পদ্মাপাড়ের গায়িকা রুনা লায়লাকে, গান পরিবেশন করবেন উষা উত্থুপও ৷ দর্শকদের বাড়ি ফেরার জন্য বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন CAB সচিব অভিষেক ডালমিয়া ৷

এতকিছুর মধ্যেও ইডেনের মাঠ ও পিচের চরিত্র নিয়েও জল্পনা তুঙ্গে ৷ অনেকের মতে ম্যাচে বড় ফ্যাক্টর হতে চলেছে কুয়াশা ৷ কিন্তু আশ্বাস দিয়েছেন করছেন প্রাক্তন ক্রিকেটার ও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি ৷ তাঁর মতে পিচের চরিত্র বদলের সম্ভবনা কম ৷ কয়েক বছর ধরে ইডেনের বাইশ গজের যে চরিত্র দেখা গেছে এবারও তার ব্যতিক্রম হবে না ৷ অন্য দিকে কুয়াশা যাতে ম্যাচে ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্যেও থাকছে বিশেষ স্প্রে ও ম্যাপিংয়ের ব্যবস্থা ৷

গোলাপি বলের চরিত্রের বিষয়টি দেখছেন সৌরভ স্বয়ং৷ কোকাবুরার বদলে SG বলে খেলা নিয়ে ক্রিকেটারদের সংশয়ের বিষয়টি সম্পর্কে বোর্ড সভাপতি অবগত বলেই মনে করেন তিনি ৷ তাই দিন-রাতের টেস্ট আয়োজন নিয়ে সবাইকে আশ্বাস দিয়ছেন সুজন ৷

কলকাতা, 31 অক্টোবর : ফের একবার ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে ইডেন ৷ ক্রিকেটের ইতিহাসে এর আগেও বহুবার নাম উঠেছে ইডেন গার্ডেন্সের ৷ তবে এবার উপমহাদেশের প্রথম নৈশালোকে গোলাপি বলে টেস্টের আসর বসতে চলেছে ইডেনে ৷ আর এই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি নেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্দরে ৷ গতকাল সন্ধ্যায় জরুরি সভায় যুদ্ধকালীন তৎপরতায় ভারত বনাম বাংলাদেশ ম্যাচ আয়োজনের পরিকল্পনা সেরে নিলেন CAB কর্তারা৷

আগেই ঠিক হয়েছিল ঐতিহাসিক ম্যাচে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ প্রথম ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের সদস্যদের সংবর্ধনা দেওয়ার ব্যাপারটাও আগেই ঠিক হয়েছিল ৷ টেস্টকে স্মরণীয় করে রাখতে জরুরি সভায় নেওয়া হল আরও একগুচ্ছ পদক্ষেপ ৷ সোনার টাকায় টেস্ট ম্যাচের টস করার চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়াও ক্রিকেটারদের পড়তে হবে গোলাপি টাই ৷ মাথায় থাকবে গোলাপি টুপি ৷ টিকিটেও থাকছে বিশেষ চমক ৷ আনা হচ্ছে পদ্মাপাড়ের গায়িকা রুনা লায়লাকে, গান পরিবেশন করবেন উষা উত্থুপও ৷ দর্শকদের বাড়ি ফেরার জন্য বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন CAB সচিব অভিষেক ডালমিয়া ৷

এতকিছুর মধ্যেও ইডেনের মাঠ ও পিচের চরিত্র নিয়েও জল্পনা তুঙ্গে ৷ অনেকের মতে ম্যাচে বড় ফ্যাক্টর হতে চলেছে কুয়াশা ৷ কিন্তু আশ্বাস দিয়েছেন করছেন প্রাক্তন ক্রিকেটার ও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি ৷ তাঁর মতে পিচের চরিত্র বদলের সম্ভবনা কম ৷ কয়েক বছর ধরে ইডেনের বাইশ গজের যে চরিত্র দেখা গেছে এবারও তার ব্যতিক্রম হবে না ৷ অন্য দিকে কুয়াশা যাতে ম্যাচে ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্যেও থাকছে বিশেষ স্প্রে ও ম্যাপিংয়ের ব্যবস্থা ৷

গোলাপি বলের চরিত্রের বিষয়টি দেখছেন সৌরভ স্বয়ং৷ কোকাবুরার বদলে SG বলে খেলা নিয়ে ক্রিকেটারদের সংশয়ের বিষয়টি সম্পর্কে বোর্ড সভাপতি অবগত বলেই মনে করেন তিনি ৷ তাই দিন-রাতের টেস্ট আয়োজন নিয়ে সবাইকে আশ্বাস দিয়ছেন সুজন ৷

Intro:ইতিহাসে ইডেন।বিষয়টি এখন আর নতুন নয়। 1987সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজন বা উপমহাদেশের প্রথম নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ,ইডেন চিরকাল রাইট চয়েজ ফর ক্রিকেট। তাই ঐতিহাসিক ম্যাচ কে স্মরণীয় করে রাখতে তৎপর ক্রিকেট আসোসিয়েশন অব বেঙ্গলের কর্তারা। বুধসন্ধায় জরুরি সভা ও যুদ্ধকালীন তৎপরতায় ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচের আয়োজনের পরিকল্পনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি, প্রথম ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের সদস্যদের সংবর্ধনা পুরানো খবর। নতুন হিসেবে সোনার টাকায় টেস্ট ম্যাচের টস হওয়া চমকপ্রদ সিদ্ধান্ত। ক্রিকেটারদের গোলাপি টাই পড়তে হবে। মাথায় থাকবে গোলাপি টুপি। প্রথমবার নৈশালোকে পিঙ্ক বল টেস্ট দেখতে আসার টিকিট টি যাতে স্মরণীয় সংগ্রহ হয়ে থাকে সেজন্য বিশেষ উদ্যোগ। দুই দেশের মধ্যে বিশেষ টেস্ট ম্যাচ। তাই পদ্মাপাড়ের কিংবদন্তি গায়িকা রুনা লায়লা ও ভারতের উষা উত্থুপ গান পরিবেশন করবেন।দুপুর একটায় শুরু টেস্টের বল গড়ানো। যা শেষ হবে রাত আটটায়। দর্শকদের বাড়ি ফেরার জন্যে বিশেষ বাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া।
টেস্ট নিয়ে সাজোসাজো রবের মধ্যে ইডেনের মাঠ ও পিচের চরিত্র নিয়ে জল্পনা চরমে। অনেকেই বলছেন কুয়াশা বড় ভূমিকা নিতে পারে। ইডেনের কিউরেটর ও বাংলার প্রাক্তন ক্রিকেটার সুজন মুখার্জি বলছেন পিচের চরিত্র বদলের সম্ভাবনা কম। গত কয়েক বছর ধরে যে চরিত্রের বাইশ গজ ইডেনে দেখা গিয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না। কুয়াশা যাতে বাধা না হয় সেজন্য বিশেষ স্প্রে ও মাপিং এর ব্যবস্থা থাকছে। তাছাড়া যেসময়ে খেলা হওয়ার কথা তাতে কুয়াশার প্রভাব পড়বে না বলে মনে করেন। ইতিমধ্যে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা হয়েছে। কি করা হচ্ছে এবং হবে তা নিয়ে কথা হয়েছে।গোলাপি বলের চরিত্র নিয়ে বিষয়টি দেখছেন সৌরভ স্বয়ং। কোকাবুরা বলের বদলে এসজি বলে খেলা নিয়ে ক্রিকেটার দের সংশয় নিয়ে বোর্ড প্রেসিডেন্ট অবগত বলে মনে করেন সুজন মুখার্জি।তাই নৈশালোকে টেস্ট নিয়ে আয়োজনে ত্রুটি থাকবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।



Body:কখগটেস্ট


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.