ETV Bharat / sports

বেঙ্গল টি-20 কাপ আয়োজনের ঘোষণা CAB-র - মোহনবাগান

মোহনবাগান, ইস্টবেঙ্গল, টাউন ক্লাব, তপন মেমোরিয়াল, কালিঘাট, কাস্টমস ক্লাব এই নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে । এই ব্যাপারে গত রবিবার CAB-তে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । গত মরশুমে কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে ক্রিকেট মরশুম বাতিল করা হয়েছিল ।

CAB
CAB
author img

By

Published : Nov 15, 2020, 10:01 PM IST

কলকাতা, 15 নভেম্বর : 28 নভেম্বর থেকে বেঙ্গল টি 20 প্রতিযোগিতার বল গড়ানো শুরু । ছয় দলীয় এই টুর্নামেন্টে প্রতিটি দল গতবছরের আটজন করে ক্রিকেটারকে দলে রাখতে পারবে । বাকিদের ড্রাফটিংয়ের মধ্যে দিয়ে নিতে হবে । রবিবার অংশগ্রহণকারী দলগুলোর নাম ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ।

মোহনবাগান, ইস্টবেঙ্গল, টাউন ক্লাব, তপন মেমোরিয়াল, কালিঘাট, কাস্টমস ক্লাব এই নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে । এই ব্যাপারে গত রবিবার CAB-তে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । গত মরশুমে কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে ক্রিকেট মরশুম বাতিল করা হয়েছিল । নতুন মরশুম নতুনভাবে শুরু করার কথা সেই সময় CAB প্রেসিডেন্ট বলেছিলেন । কিন্তু কোরোনার ভাইরাসের প্রকোপ সরিয়ে কবে ফের শুরু করা যাবে তা কেউ হলপ করে বলতে পারছিলেন না । IPL আয়োজন করতে হয়েছে বিদেশে । ঘরোয়া ক্রিকেট শুরু করার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড । তবে CAB ময়দানের ঘরোয়া ক্রিকেটে বল গড়ানোর প্রক্রিয়া শুরু করে দিল ।

ছয় দলীয় টুর্নামেন্ট সেই পদক্ষেপের প্রথম ধাপ । শুধু তাই নয় লিগ সহ বাকি টুর্নামেন্ট আয়োজনের ভাবনা রয়েছে CAB র । আপাতত ছয়দলীয় টি 20 টুর্নামেন্ট সফল আয়োজনের ভাবনা । IPL-এ যে ধরনের কোভিড প্রটোকলের ব্যবস্থা করা হয়েছে সেই পথেই হাঁটতে চায় CAB । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা ইতিমধ্যে আই লিগ দ্বিতীয় ডিভিশন সাফল্যের সঙ্গে আয়োজন করেছে । সেই আয়োজনের খুঁটিনাটি CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ইতিমধ্যে সরজমিনে দেখে এসেছেন । IFA সচিবের সঙ্গে একপ্রস্থ কথাও বলেছেন । বর্তমান পরিস্থিতিতে কোনও খুঁত রাখতে নারাজ CAB ।

শুধু তাই নয় বোর্ড তার টুর্নামেন্টগুলো একটি শহরে করতে চায় বলে খবর । সেই ব্যাপারেও CAB আগ্রহী বলে বোর্ডকে জানিয়েছে । অংশগ্রহণকারী দলগুলো তাদের 15সদস্যের দলে সাতজন মার্কি ক্রিকেটার রাখতে পারবেন । 42জন মার্কি ক্রিকেটারের নাম রবিবার CAB জানিয়ে দিয়েছে । "কোভিড পরিস্থিতির কারণে ক্রিকেটের বাইশ গজে বল গড়ানো সম্ভব হয়নি ।এবার একটা চেষ্টা করা হচ্ছে । অংশগ্রহণকারী দলগুলো তাদের গতবছরের দল থেকে আটজন ক্রিকেটারকে রাখতে পারবেন," বলেছেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া । যুগ্ম সচিব স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন, "অংশগ্রহণকারী দলগুলো এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ।"

কলকাতা, 15 নভেম্বর : 28 নভেম্বর থেকে বেঙ্গল টি 20 প্রতিযোগিতার বল গড়ানো শুরু । ছয় দলীয় এই টুর্নামেন্টে প্রতিটি দল গতবছরের আটজন করে ক্রিকেটারকে দলে রাখতে পারবে । বাকিদের ড্রাফটিংয়ের মধ্যে দিয়ে নিতে হবে । রবিবার অংশগ্রহণকারী দলগুলোর নাম ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ।

মোহনবাগান, ইস্টবেঙ্গল, টাউন ক্লাব, তপন মেমোরিয়াল, কালিঘাট, কাস্টমস ক্লাব এই নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে । এই ব্যাপারে গত রবিবার CAB-তে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । গত মরশুমে কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে ক্রিকেট মরশুম বাতিল করা হয়েছিল । নতুন মরশুম নতুনভাবে শুরু করার কথা সেই সময় CAB প্রেসিডেন্ট বলেছিলেন । কিন্তু কোরোনার ভাইরাসের প্রকোপ সরিয়ে কবে ফের শুরু করা যাবে তা কেউ হলপ করে বলতে পারছিলেন না । IPL আয়োজন করতে হয়েছে বিদেশে । ঘরোয়া ক্রিকেট শুরু করার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড । তবে CAB ময়দানের ঘরোয়া ক্রিকেটে বল গড়ানোর প্রক্রিয়া শুরু করে দিল ।

ছয় দলীয় টুর্নামেন্ট সেই পদক্ষেপের প্রথম ধাপ । শুধু তাই নয় লিগ সহ বাকি টুর্নামেন্ট আয়োজনের ভাবনা রয়েছে CAB র । আপাতত ছয়দলীয় টি 20 টুর্নামেন্ট সফল আয়োজনের ভাবনা । IPL-এ যে ধরনের কোভিড প্রটোকলের ব্যবস্থা করা হয়েছে সেই পথেই হাঁটতে চায় CAB । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা ইতিমধ্যে আই লিগ দ্বিতীয় ডিভিশন সাফল্যের সঙ্গে আয়োজন করেছে । সেই আয়োজনের খুঁটিনাটি CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ইতিমধ্যে সরজমিনে দেখে এসেছেন । IFA সচিবের সঙ্গে একপ্রস্থ কথাও বলেছেন । বর্তমান পরিস্থিতিতে কোনও খুঁত রাখতে নারাজ CAB ।

শুধু তাই নয় বোর্ড তার টুর্নামেন্টগুলো একটি শহরে করতে চায় বলে খবর । সেই ব্যাপারেও CAB আগ্রহী বলে বোর্ডকে জানিয়েছে । অংশগ্রহণকারী দলগুলো তাদের 15সদস্যের দলে সাতজন মার্কি ক্রিকেটার রাখতে পারবেন । 42জন মার্কি ক্রিকেটারের নাম রবিবার CAB জানিয়ে দিয়েছে । "কোভিড পরিস্থিতির কারণে ক্রিকেটের বাইশ গজে বল গড়ানো সম্ভব হয়নি ।এবার একটা চেষ্টা করা হচ্ছে । অংশগ্রহণকারী দলগুলো তাদের গতবছরের দল থেকে আটজন ক্রিকেটারকে রাখতে পারবেন," বলেছেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া । যুগ্ম সচিব স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন, "অংশগ্রহণকারী দলগুলো এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.