ETV Bharat / sports

প্রাক্তন ক্রিকেটারদের ভোটাধিকারে সবুজ সংকেত CAB-র - BCCI

বাংলা থেকে যেসব ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের ভোটদানের বিষয়ে সবুজ সংকেত দিল CAB । সৌরভ গাঙ্গুলি পরে বলেন, প্রাক্তনদের ভোটদানের বিষয়টি পাশ হওয়ার পরে নির্বাচন করার প্রক্রিয়া শুরু হবে ।

CAB সভাপতি সৌরভ গাঙ্গুলি
author img

By

Published : Aug 1, 2019, 6:17 AM IST

কলকাতা, 1 অগাস্ট : লোধা কমিটির সুপারিশ সম্পূর্ণ ভাবে মানার পক্ষে আরও একধাপ এগিয়ে গেল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB) । গতকাল CAB-র বিশেষ বার্ষিক সাধারণ সভায় বাংলা থেকে যেসব ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের ভোটদানের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয় । এর ফলে লক্ষ্মীরতন শুক্লা, প্রণব রায়, শরদিন্দু মুখার্জিদের মতো প্রাক্তনরা CAB-র নির্বাচনে ভোটদান করতে পারবেন ।

লোধা কমিটির সুপারিশ অনুযায়ী প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের নিজ রাজ্য সংস্থার নির্বাচনে ভোটদানের অধিকার আবশ্যিক করার নির্দেশ দেওয়া হয়েছে । যা নিয়ে প্রথমে আপত্তি উঠলেও পরে প্রায় সকলেই মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় । এতদিন CAB লোধা কমিটির সিংহভাগ সুপারিশ মেনে নিলেও প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের ভোটদানের বিষয়ে গড়িমসি করছিল । এবার সেই সিদ্ধান্তে সবুজ সংকেত দিলেন CAB-র 121 জন সদস্য ।

CAB সভাপতি সৌরভ গাঙ্গুলি পরে বলেন, প্রাক্তনদের ভোটদানের বিষয়টি পাশ হওয়ার পরে নির্বাচন করার প্রক্রিয়া শুরু হবে । সেজন্যে নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে । যাঁর কাজ হবে নির্বাচনের সঠিক প্রক্রিয়া মেনে আয়োজন । তবে যাবতীয় কর্মকাণ্ড গতি পাবে 8 অগাস্ট সুপ্রিম কোর্টের রায় জানার পরে । বোর্ডের নির্বাচনের বিষয়ে রায় দেবে শীর্ষ আদালত । সেই প্রসঙ্গ উল্লেখ করে সৌরভ বলেন, শীর্ষ আদালত লোধা কমিটির সুপারিশ বদল না করলে তাঁরা প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের ভোটাধিকারের বিষয়টি নিয়ে এগিয়ে যাবেন ।

15 সেপ্টেম্বরের মধ্যে CAB-র নির্বাচন করতে হবে । তাই গতকালের সিদ্ধান্তের পরে CAB-র নির্বাচনে হাওয়া বইতে শুরু করল । জানা গেছে, গতকালের সভায় বেশ কয়েকজন পদাধিকারীর কাজ চালিয়ে যাওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশ্বরূপ দে । সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ।

কলকাতা, 1 অগাস্ট : লোধা কমিটির সুপারিশ সম্পূর্ণ ভাবে মানার পক্ষে আরও একধাপ এগিয়ে গেল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB) । গতকাল CAB-র বিশেষ বার্ষিক সাধারণ সভায় বাংলা থেকে যেসব ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের ভোটদানের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয় । এর ফলে লক্ষ্মীরতন শুক্লা, প্রণব রায়, শরদিন্দু মুখার্জিদের মতো প্রাক্তনরা CAB-র নির্বাচনে ভোটদান করতে পারবেন ।

লোধা কমিটির সুপারিশ অনুযায়ী প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের নিজ রাজ্য সংস্থার নির্বাচনে ভোটদানের অধিকার আবশ্যিক করার নির্দেশ দেওয়া হয়েছে । যা নিয়ে প্রথমে আপত্তি উঠলেও পরে প্রায় সকলেই মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় । এতদিন CAB লোধা কমিটির সিংহভাগ সুপারিশ মেনে নিলেও প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের ভোটদানের বিষয়ে গড়িমসি করছিল । এবার সেই সিদ্ধান্তে সবুজ সংকেত দিলেন CAB-র 121 জন সদস্য ।

CAB সভাপতি সৌরভ গাঙ্গুলি পরে বলেন, প্রাক্তনদের ভোটদানের বিষয়টি পাশ হওয়ার পরে নির্বাচন করার প্রক্রিয়া শুরু হবে । সেজন্যে নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে । যাঁর কাজ হবে নির্বাচনের সঠিক প্রক্রিয়া মেনে আয়োজন । তবে যাবতীয় কর্মকাণ্ড গতি পাবে 8 অগাস্ট সুপ্রিম কোর্টের রায় জানার পরে । বোর্ডের নির্বাচনের বিষয়ে রায় দেবে শীর্ষ আদালত । সেই প্রসঙ্গ উল্লেখ করে সৌরভ বলেন, শীর্ষ আদালত লোধা কমিটির সুপারিশ বদল না করলে তাঁরা প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের ভোটাধিকারের বিষয়টি নিয়ে এগিয়ে যাবেন ।

15 সেপ্টেম্বরের মধ্যে CAB-র নির্বাচন করতে হবে । তাই গতকালের সিদ্ধান্তের পরে CAB-র নির্বাচনে হাওয়া বইতে শুরু করল । জানা গেছে, গতকালের সভায় বেশ কয়েকজন পদাধিকারীর কাজ চালিয়ে যাওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশ্বরূপ দে । সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ।

Intro:লোধা কমিশনের সুপারিশ সম্পূর্ণ ভাবে মানার পক্ষে আরও একধাপ এগিয়ে গেল ক্রিকেট আসোসিয়েশন অব বেঙ্গল। বুধবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় বাংলা থেকে যেসব ক্রিকেটার আর্ন্তজাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন তাদের ভোটদানের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়। এরফলে লক্ষীরতন শুক্লা,রনদেব বসু, প্রনব রায়,শরদিন্দু মুখার্জীদের মত প্রাক্তনরা সিএবির নির্বাচনে ভোটদান করতে পারবেন। লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক্তন আর্ন্তজাতিক ক্রিকেটার দের নিজ রাজ্য সংস্থার নির্বাচনে ভোটদানের অধিকার আবিশ্যিক করার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে প্রথমে আপত্তি উঠলেও পরে প্রায় সকলেই মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতদিন সিএবি লোধা কমিশনের সিংহভাগ সুপারিশ মেনে নিলেও আর্ন্তজাতিক ক্রিকেটার দের ভোটদানের বিষয়ে গড়িমসি করছিল। এবার সেই সিদ্ধান্তে সবুজ সংকেত দিলেন সিএবির 121জন সদস্য। প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন প্রাক্তনদের ভোটদানের বিষয়টি পাশ হওয়ার পরে নির্বাচন করার প্রক্রিয়া শুরু হবে। সেজন্যে নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে। যার কাজ হবে নির্বাচনের সঠিক প্রক্রিয়া মেনে আয়োজন।তবে যাবতীয় কর্মকাণ্ড গতি পাবে আট আগস্ট সুপ্রিম কোর্টে রায় জানার পরে। বোর্ডের নির্বাচনে র বিষয়ে রায় দেবে দেশের শীর্ষ আদালত। পনেরো সেপ্টেম্বরের মধ্যে সিএবির নির্বাচন করতে হবে। তাই এই দিনের সিদ্ধান্তের পরে একই সঙ্গে সিএবির নির্বাচনে হাওয়া বইতে শুরু করল বলা যায়। এদিনের সভায় বেশ কয়েকজন পদাধিকারীর কাজ চালিয়ে যাওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশ্বরূপ দে। প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী র সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন।


Body:সিএব


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.