কলকাতা, ২৪ মার্চ : কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের IPL যাত্রা শুরু করতে চলেছে সানরাইজ়ার্স হায়দরাবাদ। তবে মাঠে নামার আগেই ব্যাকফুটে হায়দরাবাদ। নিজেদের প্রথম ম্যাচেই কাঁধের চোটের কারণে তাঁরা পাচ্ছে না অধিনায়ক কেন উইলিয়ামসনকে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন। সেই ক্ষেত্রে ইডেনে দলকে নেতৃত্ব দেবেন ভূবনেশ্বর কুমার। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে মুডি জানালেন, উইলিয়ামসন মাঠে নামবেন কী না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগে।
কেন উইলিয়ামসন না থাকলেও দলে বাকিদের ওপর ভরসা রাখছেন কোচ টম মুডি। দলকে জেতাতে আস্থা রাখছেন বোলিং আক্রমণের ওপর। পাশাপাশি মার্টিন গাপটিল, ইউসুফ পাঠানের মত মারকুটে ব্যাটসম্যান নিজের দিনে যেকোনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এদিকে টম মুডি জানিয়ে দেন KKR-র বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন ডেভিড ওয়ার্নারও। তাই রবিবাসরীয় ইডেনে নিজ়ামের শহরের ব্যাটসম্যানরা যে নাইট বোলারদের জন্য কড়া প্রশ্নপত্র তৈরি রাখবেন সাংবাদিক সম্মেলনে কোচ টম মুডি তার ইঙ্গিত দিয়ে রাখলেন। এদিকে ইডেনের পিচে বাউন্স তাঁর দলকে সাহায্য করবে বলে মনে করছেন মুডি। সেই কারণেই বিপক্ষের মাঠে IPL যাত্রা শুরু করা নিয়ে চিন্তিত নন SRH কোচ।
পাশাপাশি মুডি জানিয়ে রাখলেন KKR স্পিনারদের নিয়ে হোমওয়ার্কের কথা। নিজের দলে আছে বিশ্ব মাতানো লেগি রাশিদ খান। রাশিদকে নিয়ে IPL-এ আগ্রহ তুঙ্গে। তবে আফগানিস্তানের স্পিনারের উন্নতি হয়েছে কী না তা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ টম মুডি। এদিকে হায়দরাবাদের দলে রয়েছে ইডেন গার্ডেন্সের পিচ ও পরিবেশকে হাতের তালুর মতো চেনা একঝাঁক তারকা। আছে বাংলার দুই উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ও শ্রীবৎস গোস্বামী। পাশাপাশি আছে KKR-এর হয়ে ইডেন মাতানো তিন প্রাক্তন নাইট তারকা ইউসুফ পাঠান, মণীশ পান্ডে ও সাকিব আল হাসান। কলকাতায় খেলা। ঋদ্ধিমান সাহার খেলা ঘিরে আগ্রহ তুঙ্গে। টম মুডি বলছেন বঙ্গ উইকেট কিপারের ফিরে আসা সত্যিই প্রশংসনীয়। তবে দেখার বিষয় শেষ পর্যন্ত হায়দরাবাদ ঋদ্ধিমানকে মাঠে নামাবে, না জনি বেয়ারস্টোকে।