ETV Bharat / sports

সবুজ উইকেটের সুবিধা নিতে টস জিততে চায় বাংলা - রঞ্জি

অনুশীলন শেষে পিচ দেখতে টিম ম্যানেজমেন্টের বাকি সদস্য নিয়ে চলে গেছিলেন বাংলার কোচ অরুণ লাল । কোচ শুধু পিচের চরিত্র বুঝে থেমে থাকেননি । ভিডিয়ো দেখিয়ে প্রতিপক্ষ শিবিরের শক্তি-দুর্বলতা বার করার চেষ্টা করেছেন ।

bengal team preparation for ranji
টস জিততে চায় বাংলা
author img

By

Published : Jan 26, 2020, 11:26 PM IST

কলকাতা, 26 জানুয়ারি : অনুশীলন শেষে পিচ দেখতে টিম ম্যানেজমেন্টের বাকি সদস্য নিয়ে চলে গেছিলেন বাংলার কোচ অরুণ লাল । ঘাসে ঢাকা বাইশ গজ হলেও চরিত্রটা ঠিক কেমন হতে পারে তার একটা আভাস পেতে চাইছে বঙ্গ থিঙ্কট্যাঙ্ক ।

ইডেনের বাইশ গজ মানেই পেসার বন্ধু উইকেট । ইতিমধ্যে অধিনায়ক মনোজ তিওয়ারি বলছেন, তাঁরা সবুজ উইকেটে খেলবেন ৷ তাই চার পেসার দলে থাকতে পারেন । নীলকণ্ঠ দাসের অভিষেক হবে । বাকিটা টিম মিটিংয়ে ঠিক হবে । টস জয়ের সুবিধা যদি সবুজ উইকেটে পেসাররা নিতে পারেন তাহলে দিল্লির বিরুদ্ধে ভালো কিছু অনায়াসে সম্ভব বলে মনে করেন তিনি ।

ইতিমধ্যেই, দিল্লি শিবির জানিয়েছে, তাঁরা সবুজ উইকেটে খেলার চ্যালেঞ্জ নিচ্ছেন । যদিও দু'দিন আগেও জানতেন ম্যাচটি কল্যাণীতে হবে । তবে শেষ মুহূর্তে আয়োজক পক্ষের এই স্থান বদলের নেপথ্য কাহিনি তাঁরা জানেন না । তবে ঘরের মাঠে হোম টিমের সুবিধা নেওয়ার চেষ্টায় অন্যায়ও দেখছে না দিল্লি ।

দলের সামগ্রিক ভালো পারফরম্যান্স চাইছেন অধিনায়ক মনোজ

রণজি ট্রফিতে বাংলা বনাম দিল্লির লড়াইয়ের ইতিহাস লম্বা । এই মরশুমের প্রেক্ষাপট কিছুটা হলেও আলাদা । তাই পয়েন্ট টেবিলের অবস্থান জানিয়ে দলকে তাতিয়ে তোলার চেষ্টায় অধিনায়ক মনোজ তিওয়ারি । বোলিং বিভাগে একাধিক ভালো নাম থাকলেও তাঁদের পাশে "অনভিজ্ঞতা"-র ছাপ রয়েছে । যদিও বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না অধিনায়ক মনোজ । তাঁর মতে, দলের সিনিয়ররা নিজেদের অভিজ্ঞতা দিয়ে অনভিজ্ঞ বোলিং লাইন-আপকে সেরাটা দিতে সাহায্য করবেন । তাই দলের সামগ্রিক ভালো পারফরম্যান্স চাইছেন তিনি । চলতি রণজি ট্রফিতে প্রয়োজনীয় সময়ে সেরাটা দিয়েছে । দিল্লি ম্যাচে তার পুনরাবৃত্তি হবে বলে বিশ্বাস করেন মনোজ । বরং ব্যাট হাতে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার কথা বলছেন তিনি ।

একবছর আগে অভিমন্যু ঈশ্বরণের মহাকাব্যিক ইনিংস বাংলার মুখে হাসি ফুটিয়ে ছিল। এবার অভিমন্যু নেই । তাই সম্মিলিত প্রচেষ্টায় জোর । কোচ অরুণ লাল শুধু পিচের চরিত্র বুঝে থেমে থাকেননি । ভিডিয়ো দেখিয়ে প্রতিপক্ষ শিবিরের শক্তি-দুর্বলতা বার করার চেষ্টা করেছেন ।

কলকাতা, 26 জানুয়ারি : অনুশীলন শেষে পিচ দেখতে টিম ম্যানেজমেন্টের বাকি সদস্য নিয়ে চলে গেছিলেন বাংলার কোচ অরুণ লাল । ঘাসে ঢাকা বাইশ গজ হলেও চরিত্রটা ঠিক কেমন হতে পারে তার একটা আভাস পেতে চাইছে বঙ্গ থিঙ্কট্যাঙ্ক ।

ইডেনের বাইশ গজ মানেই পেসার বন্ধু উইকেট । ইতিমধ্যে অধিনায়ক মনোজ তিওয়ারি বলছেন, তাঁরা সবুজ উইকেটে খেলবেন ৷ তাই চার পেসার দলে থাকতে পারেন । নীলকণ্ঠ দাসের অভিষেক হবে । বাকিটা টিম মিটিংয়ে ঠিক হবে । টস জয়ের সুবিধা যদি সবুজ উইকেটে পেসাররা নিতে পারেন তাহলে দিল্লির বিরুদ্ধে ভালো কিছু অনায়াসে সম্ভব বলে মনে করেন তিনি ।

ইতিমধ্যেই, দিল্লি শিবির জানিয়েছে, তাঁরা সবুজ উইকেটে খেলার চ্যালেঞ্জ নিচ্ছেন । যদিও দু'দিন আগেও জানতেন ম্যাচটি কল্যাণীতে হবে । তবে শেষ মুহূর্তে আয়োজক পক্ষের এই স্থান বদলের নেপথ্য কাহিনি তাঁরা জানেন না । তবে ঘরের মাঠে হোম টিমের সুবিধা নেওয়ার চেষ্টায় অন্যায়ও দেখছে না দিল্লি ।

দলের সামগ্রিক ভালো পারফরম্যান্স চাইছেন অধিনায়ক মনোজ

রণজি ট্রফিতে বাংলা বনাম দিল্লির লড়াইয়ের ইতিহাস লম্বা । এই মরশুমের প্রেক্ষাপট কিছুটা হলেও আলাদা । তাই পয়েন্ট টেবিলের অবস্থান জানিয়ে দলকে তাতিয়ে তোলার চেষ্টায় অধিনায়ক মনোজ তিওয়ারি । বোলিং বিভাগে একাধিক ভালো নাম থাকলেও তাঁদের পাশে "অনভিজ্ঞতা"-র ছাপ রয়েছে । যদিও বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না অধিনায়ক মনোজ । তাঁর মতে, দলের সিনিয়ররা নিজেদের অভিজ্ঞতা দিয়ে অনভিজ্ঞ বোলিং লাইন-আপকে সেরাটা দিতে সাহায্য করবেন । তাই দলের সামগ্রিক ভালো পারফরম্যান্স চাইছেন তিনি । চলতি রণজি ট্রফিতে প্রয়োজনীয় সময়ে সেরাটা দিয়েছে । দিল্লি ম্যাচে তার পুনরাবৃত্তি হবে বলে বিশ্বাস করেন মনোজ । বরং ব্যাট হাতে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার কথা বলছেন তিনি ।

একবছর আগে অভিমন্যু ঈশ্বরণের মহাকাব্যিক ইনিংস বাংলার মুখে হাসি ফুটিয়ে ছিল। এবার অভিমন্যু নেই । তাই সম্মিলিত প্রচেষ্টায় জোর । কোচ অরুণ লাল শুধু পিচের চরিত্র বুঝে থেমে থাকেননি । ভিডিয়ো দেখিয়ে প্রতিপক্ষ শিবিরের শক্তি-দুর্বলতা বার করার চেষ্টা করেছেন ।

Intro:অনুশীলন শেষে পিচ দেখতে টিম ম্যানেজমেন্টের বাকি সদস্য নিয়ে চলে গিয়েছিলেন বাংলার কোচ অরুনলাল।ঘাসে ঢাকা বাইশ গজ হলেও চরিত্রটা ঠিক কেমন হতে পারে তার একটা আভাস পেতে চাইছে বঙ্গ থিঙ্কট্যাঙ্ক।ইডেনের বাইশ গজ মানেই পেসার বন্ধু উইকেট।ইতিমধ্যে অধিনায়ক মনোজ তিওয়ারি বলছেন তারা সবুজ উইকেটে খেলবেন, তাই চার পেসার দলে থাকতে পারেন।নীলকণ্ঠ দাসের অভিষেক হবে।বাকিটা টিম মিটিং য়ে ঠিক হবে। টস জয়ের সুবিধা যদি সবুজ উইকেটে পেসাররা নিতে পারেন তাহলে দিল্লির বিরুদ্ধে ভালো কিছু অনাসায়ে সম্ভব বলে মনে করেন তিনি। ইতিমধ্যে দিল্লি শিবির জানিয়েছে তারা সবুজ উইকেটে খেলার চ্যালেঞ্জ নিচ্ছেন।যদিও দুদিন আগেও জানতেন ম্যাচটি কল্যানী তে হবে।তবে শেষ মুহূর্তে আয়োজক পক্ষের এই স্হান বদলের।নেপথ্য কাহানি তারা জানেন না।তবে ঘরের মাঠে হোম টিমের সুবিধা নেওয়ার চেষ্টায় অন্যায় দেখেন না।
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম দিল্লির লড়াইয়ের ইতিহাস লম্বা। এই মরসুমের প্রেক্ষাপট কিছুটা হলেও আলাদা।তাই মনোজ তিওয়ারি দলকে তাতাতে পয়েন্ট টেবিলের অবস্থান জানিয়ে তাতিয়ে তোলার চেষ্টায়। বোলিং বিভাগে একাধিক ভালো নাম থাকলেও তাদের পাশে "অনভিঞ্জতার"ছাপ রয়েছে।যদিও বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না অধিনায়ক মনোজ বলছেন।তার মতে, দলের সিনিয়র রা তাদের নিজের অভিজ্ঞতা দিয়ে অনভিজ্ঞ বোলিং লাইন আপকে সেরাটা দিতে সাহায্য করবে বলে বিশ্বাস করেন। তাই দলের সামগ্রিক ভালো পারফরম্যান্স চাইছেন তিনি।বোলিং চলতি রঞ্জি ট্রফিতে প্রয়োজনীয় সময়ে সেরাটা দিয়েছে।দিল্লি ম্যাচে তার পুনরাবৃত্তি হবে বলে বিশ্বাস করেন মনোজ।বরং ব্যাট হাতে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার কথা বলছেন।একবছর আগে অভিমন্যু ঈশ্বরনের মহাকাব্যিক ইনিংস বাংলার মুখে হাসি ফুটিয়ে ছিল। এবার অভিমন্যু নেই।তাই সম্মেলিত প্রচেষ্টায় জোর।কোচ অরুনলাল শুধু পিচের চরিত্র বুঝে থেমে থাকেননি।ভিডিও দেখিয়ে প্রতিপক্ষ শিবিরের শক্তি দূর্বলতা বার করার চেষ্টা করেছেন।তাই বলা যায় দিল্লিকে ব্যাকফুটে ঠেলতে বাংলা প্রস্তুতি তে খামতি রাখতে চায় না।


Body:বাংলা


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.