ETV Bharat / sports

খেলছেন না আকাশদীপ, ওড়িশার মোকাবিলায় প্রস্তুত বাংলা - চোটের কারনে ওড়িশার বিরুদ্ধে খেলতে পারবেন না আকাশদীপ

রণজি ট্রফির নক আউট ম্যাচে মুখোমুখি বাংলা ও ওডিশা ৷ চোটের কারণে দলে নেই নির্ভরযোগ্য বোলার আকাশদীপ ৷ যদিও তাঁর অভাব পূরণ করতে মরিয়া দলের বাকিরা ৷

image
ইশান পোড়েল
author img

By

Published : Feb 20, 2020, 12:01 AM IST

Updated : Feb 20, 2020, 12:53 AM IST

কটক, 19 ফেব্রুয়ারি : চোটের কারণে ওড়িশার বিরুদ্ধে খেলতে পারবেন না আকাশদীপ । দলের সাম্প্রতিক সময়ের ধারাবাহিকভবে ভালো বল করে চলা ক্রিকেটার খেলতে না পারলে টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ হতেই পারে ৷ কিন্তু চলতি রণজি ট্রফিতে বদলের হাওয়া বাংলার সাজঘরে ।

আকাশদীপ না খেলতে পারলেও একটা ডোন্ট কেয়ার মনোভাব কোচ অধিনায়ক থেকে বাকি সদস্যদের । কটকের বারবাটি স্টেডিয়ামে ওড়িশার বিরুদ্ধে নামার আগে কোচ অরুণ লাল বলছেন তাঁরা তৈরি । আকাশদীপ এই ম্যাচে চোটের জন্য না খেলতে পারলেও দলের বাকিরা তাঁর অভাব পূরণ করবে । ভারতীয় A দলের হয়ে খেলা শেষ করে ফের অভিমন্য়ু ঈশ্বরনের পেস ডিপার্টমেন্টে যোগ দিয়েছেন ঈশান পোড়েল । চন্দননগরের জোরে বোলারকে দেখে খুশি অরুণ লালও ৷

ইতিমধ্যে বারবাটি স্টেডিয়ামের বাইশগজে সবুজের উপস্থিতি দেখে খুশি বঙ্গ থিঙ্ক ট্যাঙ্ক । প্রতিপক্ষ শিবিরের ভালো বোলারের উপস্থিতিকে সমীহ করলেও গুটিয়ে নেই বাংলা । অরুণ লাল বলছেন প্রথম দিকটা সামলে দিতে পারলে তা ব্যাটসম্যানদের জন্য উপযুক্ত হয়ে উঠবে । তাই দুই স্পিনারে খেলার কথা জানিয়েছেন অভিমন্য়ুদের হেডস্যার ।

কলিঙ্গ যুদ্ধের জন্যে তৈরি বঙ্গ

নকআউট পর্বের প্রথম হার্ডল পার হতে তৈরি বাংলার ব্যাটসম্যানরা । অভিমণ্যু ঈশ্বরন রান পেতে মরিয়া । রানের সরণিতে ফিরতে মরিয়া অভিষেক রামন । ফের বড় রানের প্রতিজ্ঞা মনোজ তিওয়ারির ব্যাটে । প্রমাণ করতে তৈরি ফের দলে জায়গা করে নেওয়া সুদীপ চ্যাটার্জিরা । লোয়ার মিডল অর্ডারে শাহবাজ আমেদ ও অর্ণব নন্দী নির্ভরতা দিচ্ছেন । তাই কলিঙ্গ জয়ের চ্যালেঞ্জ নিতে তৈরি বঙ্গ ।

কটক, 19 ফেব্রুয়ারি : চোটের কারণে ওড়িশার বিরুদ্ধে খেলতে পারবেন না আকাশদীপ । দলের সাম্প্রতিক সময়ের ধারাবাহিকভবে ভালো বল করে চলা ক্রিকেটার খেলতে না পারলে টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ হতেই পারে ৷ কিন্তু চলতি রণজি ট্রফিতে বদলের হাওয়া বাংলার সাজঘরে ।

আকাশদীপ না খেলতে পারলেও একটা ডোন্ট কেয়ার মনোভাব কোচ অধিনায়ক থেকে বাকি সদস্যদের । কটকের বারবাটি স্টেডিয়ামে ওড়িশার বিরুদ্ধে নামার আগে কোচ অরুণ লাল বলছেন তাঁরা তৈরি । আকাশদীপ এই ম্যাচে চোটের জন্য না খেলতে পারলেও দলের বাকিরা তাঁর অভাব পূরণ করবে । ভারতীয় A দলের হয়ে খেলা শেষ করে ফের অভিমন্য়ু ঈশ্বরনের পেস ডিপার্টমেন্টে যোগ দিয়েছেন ঈশান পোড়েল । চন্দননগরের জোরে বোলারকে দেখে খুশি অরুণ লালও ৷

ইতিমধ্যে বারবাটি স্টেডিয়ামের বাইশগজে সবুজের উপস্থিতি দেখে খুশি বঙ্গ থিঙ্ক ট্যাঙ্ক । প্রতিপক্ষ শিবিরের ভালো বোলারের উপস্থিতিকে সমীহ করলেও গুটিয়ে নেই বাংলা । অরুণ লাল বলছেন প্রথম দিকটা সামলে দিতে পারলে তা ব্যাটসম্যানদের জন্য উপযুক্ত হয়ে উঠবে । তাই দুই স্পিনারে খেলার কথা জানিয়েছেন অভিমন্য়ুদের হেডস্যার ।

কলিঙ্গ যুদ্ধের জন্যে তৈরি বঙ্গ

নকআউট পর্বের প্রথম হার্ডল পার হতে তৈরি বাংলার ব্যাটসম্যানরা । অভিমণ্যু ঈশ্বরন রান পেতে মরিয়া । রানের সরণিতে ফিরতে মরিয়া অভিষেক রামন । ফের বড় রানের প্রতিজ্ঞা মনোজ তিওয়ারির ব্যাটে । প্রমাণ করতে তৈরি ফের দলে জায়গা করে নেওয়া সুদীপ চ্যাটার্জিরা । লোয়ার মিডল অর্ডারে শাহবাজ আমেদ ও অর্ণব নন্দী নির্ভরতা দিচ্ছেন । তাই কলিঙ্গ জয়ের চ্যালেঞ্জ নিতে তৈরি বঙ্গ ।

Last Updated : Feb 20, 2020, 12:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.