ETV Bharat / sports

অভিমন্যু, মনোজদের বকেয়া পুরস্কার মূল্য মেটাচ্ছে CAB - অভিমন্যু, মনোজদের বকেয়া পুরস্কার মূল্য মিটিয়ে দিল CAB

রণজি ট্রফিতে রানার্স হওয়ার পুরস্কার পাচ্ছেন বাংলার ক্রিকেটাররা ৷

বকেয়া পূরস্কার অর্থ মিলল অভিমন্যু, মনোজদের
বকেয়া পূরস্কার অর্থ মিলল অভিমন্যু, মনোজদের
author img

By

Published : Jun 23, 2020, 9:03 AM IST

কলকাতা, 23 জুন: লকডাউনে দীর্ঘদিন ধরে ঘরে বসে ক্রিকেটাররা ৷ তাঁদের বর্তমান পরিস্থিতির কথা বিচার করে বকেয়া পুরস্কার মূল্য মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে CAB ৷ গত মরশুমে 13 বছর পর রণজি ট্রফির ফাইনালে খেলেছে বাংলা ৷ তারই পুরস্কার স্বরূপ টাকা দলের সদস্যদের পাওয়ার কথা ছিল ৷

যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে ওই পুরস্কার মূল্য এখনও CAB-র হাতে আসেনি ৷ এই পরিস্থিতিতে CAB কর্তারা নিজেদের তহবিল থেকে টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । আগামী 48 ঘণ্টার মধ্যে ক্রিকেটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা ৷ আশ্বাস দিয়েছেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া । এই বিষয়ে যুগ্মসচিব এবং কোষাধ্যক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে । কয়েকদিন আগেই দলের সিনিয়র সদস্য মনোজ তিওয়ারি বকেয়া পুরস্কার মুল্য দেওয়ার ব্যাপারে অনুরোধ করেছিলেন । লকডাউনে বর্তমান অবস্থার কথা চিন্তা করে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন তিনি । যদিও আগামী সপ্তাহেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড CAB-কে বকেয়া অর্থ দেওয়ার কথা জানিয়েছে ৷

এদিকে ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন চারজন মহিলা ক্রিকেটারকে আর্থিক সাহায্য করেছে ৷ লকডাউনের কারণে সমস্যার মধ্যে পড়া সুমিতা মুখোপাধ্যায়, ইলা দাস, ইতি দত্ত এবং প্রাক্তন ক্রিকেটার নান্দু চন্দভারকরকে সাহায্য করা হয়েছে । ইলা দাস এই আর্থিক সাহায্যের জন্য ICA এবং CAB-কে ধন্যবাদ জানিয়েছেন । যেসব কোচিং ক্যাম্পে ইলা দাস কোচিং করান তার সবগুলিই বন্ধ । ফলে আর্থিক দুরবস্থায় পড়েছিলেন । অসুস্থ মায়ের খরচ চালাতে সমস্যায় পড়েছিলেন তিনি । আর্থিক সাহায্যের জন্য CAB প্রেসিডেন্টকে তাই বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন ইলা দাস ।

কলকাতা, 23 জুন: লকডাউনে দীর্ঘদিন ধরে ঘরে বসে ক্রিকেটাররা ৷ তাঁদের বর্তমান পরিস্থিতির কথা বিচার করে বকেয়া পুরস্কার মূল্য মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে CAB ৷ গত মরশুমে 13 বছর পর রণজি ট্রফির ফাইনালে খেলেছে বাংলা ৷ তারই পুরস্কার স্বরূপ টাকা দলের সদস্যদের পাওয়ার কথা ছিল ৷

যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে ওই পুরস্কার মূল্য এখনও CAB-র হাতে আসেনি ৷ এই পরিস্থিতিতে CAB কর্তারা নিজেদের তহবিল থেকে টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । আগামী 48 ঘণ্টার মধ্যে ক্রিকেটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা ৷ আশ্বাস দিয়েছেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া । এই বিষয়ে যুগ্মসচিব এবং কোষাধ্যক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে । কয়েকদিন আগেই দলের সিনিয়র সদস্য মনোজ তিওয়ারি বকেয়া পুরস্কার মুল্য দেওয়ার ব্যাপারে অনুরোধ করেছিলেন । লকডাউনে বর্তমান অবস্থার কথা চিন্তা করে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন তিনি । যদিও আগামী সপ্তাহেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড CAB-কে বকেয়া অর্থ দেওয়ার কথা জানিয়েছে ৷

এদিকে ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন চারজন মহিলা ক্রিকেটারকে আর্থিক সাহায্য করেছে ৷ লকডাউনের কারণে সমস্যার মধ্যে পড়া সুমিতা মুখোপাধ্যায়, ইলা দাস, ইতি দত্ত এবং প্রাক্তন ক্রিকেটার নান্দু চন্দভারকরকে সাহায্য করা হয়েছে । ইলা দাস এই আর্থিক সাহায্যের জন্য ICA এবং CAB-কে ধন্যবাদ জানিয়েছেন । যেসব কোচিং ক্যাম্পে ইলা দাস কোচিং করান তার সবগুলিই বন্ধ । ফলে আর্থিক দুরবস্থায় পড়েছিলেন । অসুস্থ মায়ের খরচ চালাতে সমস্যায় পড়েছিলেন তিনি । আর্থিক সাহায্যের জন্য CAB প্রেসিডেন্টকে তাই বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন ইলা দাস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.