মুম্বই, 5 জানুয়ারি : প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পাটৌদিকে ৮০ তম জন্মদিনে শ্রদ্ধা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে খান পৌটৌদির একটি সাদা রঙের ছবি পোস্ট করে লেখা হয়েছে " ব্রেভেস্ট ব্যাটসম্যান " । একই সঙ্গে বিসিসিআইয়ের টুইটে লিখেছে, এমএকে পাটৌদি হলেন এমন একজন প্রাক্তন ভারত অধিনায়ক যিনি সাহসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম । তাঁর আশিতম জন্মদিনে বিসিসিআই এর পক্ষ থেকে শ্রদ্ধা ।
মনসুর আলি খান পাটৌদি একটি গাড়ি দুর্ঘনায় তাঁর ডান চোখ হারিয়েছিলেন । কিন্তু ডানদিকের দৃষ্টি ছাড়াই তিনি বেশিরভাগ ক্রিকেট ম্যাচ খেলেছেন । এই ডানহাতি ব্যাটসম্যান ভারতের হয়ে ৪৬টি টেস্ট ম্যাচ খেলে ৩৪ দশমিক ৯১ গড়ে ২ হাজার ৭৯৩ রান করেন । এই ৪৬ টেস্ট ম্যাচের মধ্যে ৪০ টিতে তিনি অধিনায়ক ছিলেন । তার মধ্যে ভারত ৯ টি ম্যাচ জেতে ।
-
Remembering MAK Pataudi - former India captain and one of the bravest batsmen to have ever played the game - on his 80th birth anniversary. 🙏 pic.twitter.com/ctNgKFeta3
— BCCI (@BCCI) January 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Remembering MAK Pataudi - former India captain and one of the bravest batsmen to have ever played the game - on his 80th birth anniversary. 🙏 pic.twitter.com/ctNgKFeta3
— BCCI (@BCCI) January 5, 2021Remembering MAK Pataudi - former India captain and one of the bravest batsmen to have ever played the game - on his 80th birth anniversary. 🙏 pic.twitter.com/ctNgKFeta3
— BCCI (@BCCI) January 5, 2021