ETV Bharat / sports

প্য়ানডেমিকের মধ্যেও IPL থেকে 4 হাজার কোটি টাকা আয় BCCI-এর - আমিরশাহীর আইপিএল থেকে ৪০০০ কোটি টাকা আয় বিসিসিআইয়ের

অরুণ ধুমাল বলেন, "গতবারের তুলনায় এবছরের IPL-এ 35 শতাংশ খরচ কম করেছে বোর্ড । প্যানডেমিকের সময় আমরা 4 হাজার কোটি টাকা আয় করেছি ।"

bcci earned rs 4000 crore from ipl 2020 says treasurer arun dhumal
bcci earned rs 4000 crore from ipl 2020 says treasurer arun dhumal
author img

By

Published : Nov 23, 2020, 2:09 PM IST

মুম্বই, 23 নভেম্বর : প্যানডেমিকের মধ্যেও সাফল্যের সঙ্গে IPL আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । জৈব সুরক্ষা বলয় তৈরি করে আটটি দল নিয়ে আরব আমিরশাহীতে ক্রিকেটের মহাযজ্ঞ ভালোভাবেই সম্পন্ন হয়েছে । এবার IPL থেকে ভালো আয় করেছে তারা । বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমালের দাবি অনুযায়ী, স্বত্ব বাবদ 4 হাজার কোটি টাকা আয় করেছে তারা ।

কোরোনার সংক্রমণের কারণে চলতি বছরে ভেস্তে যেতে বসেছিল IPL-এর আসর । সূচি অনুযায়ী 29 মার্চ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও প্যানডেমিকের কারণে তা পিছিয়ে যায় । শেষে আরব আমিরশাহীতে তা আয়োজন করা হয় ।

অরুণ ধুমাল বলেন, "গতবারের তুলনায় এবছরের IPL-এ 35 শতাংশ খরচ কম করেছে বোর্ড । প্যানডেমিকের সময় আমরা 4 হাজার কোটি টাকা আয় করেছি । টিভিতে আমাদের দর্শক সংখ্যা 25 শতাংশ বেড়েছে । এছাড়া উদ্বোধনী ম্যাচে দর্শক সংখ্যা রেকর্ড গড়েছে । যারা আমাদের নিয়ে সন্দিগ্ধ ছিল তারাই এসে ধন্যবাদ জানিয়েছে ।"

মুম্বই, 23 নভেম্বর : প্যানডেমিকের মধ্যেও সাফল্যের সঙ্গে IPL আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । জৈব সুরক্ষা বলয় তৈরি করে আটটি দল নিয়ে আরব আমিরশাহীতে ক্রিকেটের মহাযজ্ঞ ভালোভাবেই সম্পন্ন হয়েছে । এবার IPL থেকে ভালো আয় করেছে তারা । বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমালের দাবি অনুযায়ী, স্বত্ব বাবদ 4 হাজার কোটি টাকা আয় করেছে তারা ।

কোরোনার সংক্রমণের কারণে চলতি বছরে ভেস্তে যেতে বসেছিল IPL-এর আসর । সূচি অনুযায়ী 29 মার্চ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও প্যানডেমিকের কারণে তা পিছিয়ে যায় । শেষে আরব আমিরশাহীতে তা আয়োজন করা হয় ।

অরুণ ধুমাল বলেন, "গতবারের তুলনায় এবছরের IPL-এ 35 শতাংশ খরচ কম করেছে বোর্ড । প্যানডেমিকের সময় আমরা 4 হাজার কোটি টাকা আয় করেছি । টিভিতে আমাদের দর্শক সংখ্যা 25 শতাংশ বেড়েছে । এছাড়া উদ্বোধনী ম্যাচে দর্শক সংখ্যা রেকর্ড গড়েছে । যারা আমাদের নিয়ে সন্দিগ্ধ ছিল তারাই এসে ধন্যবাদ জানিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.