ETV Bharat / sports

15তম কোটিপতি লিগে 10 দলের লড়াই, মে মাসে নিলাম - বিসিসিআই এজিএম

চলতি বছরেই আট থেকে দল দলের আইপিএল করার কথা ভেবেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কিন্তু করোনা সংক্রমণের কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয় ৷

BCCI AGM
BCCI AGM
author img

By

Published : Mar 14, 2021, 2:09 PM IST

মুম্বই, 14 মার্চ : 2022 সালের ইন্ডিয়ান প্রিমিয়র লিগে লড়াই হবে দশ দলের ৷ নতুন দুটি টিমের জন্য মে মাসে নিলামের আসর বসবে ৷ 14তম আইপিএলের একেবারে শেষ পর্যায়ে ৷ আইপিএল গভর্নিং বডির অনুমোদিত বিভিন্ন নীতিগত বিষয়ে নির্ণয়ের জন্য আজ বৈঠকে বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷ সেখানেই 2022 সালে দশ দলের আইপিএল আয়োজন ও দল তৈরি নিয়ে আলোচনা হয়েছে ৷

চলতি বছরেই আট থেকে দল দলের আইপিএল করার কথা ভেবেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কিন্তু করোনা সংক্রমণের কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয় ৷ কারণ আরও দুটি দল যোগ হলে ম্যাচের সংখ্যা বাড়ত ৷ ঝুঁকি তো ছিলই ৷ খরচের কথাটাও মাথায় রাখতে হয়েছে ৷ ফলে গত বছরের ডিসেম্বরে 2021 সালের পরিবর্তে 2022 সালে দশ দলের আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ৷

আরও পড়ুন : ইডেনে আইপিএল, অথচ খেলবে না নাইটরা !

আজকের বৈঠকের পর বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "আগামী বছর থেকে শুরু হবে দশ দলের আইপিএল ৷ চলতি বছরের মে মাসেই নতুন দুটি দলের জন্য দরপত্র আহ্বান করা হবে ৷ কারণ টিম তৈরি হয়ে যাওয়ার পর বাকি কাজগুলির জন্য সময় লাগে ৷" মে মাসেই বসছে নতুন দুটি টিমের জন্য নিলামের আসর ৷ তবে কোন দুটি শহর থেকে দল নেওয়া হবে তা এখনও জানা যায়নি ৷ বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না সেটাও জানা যায়নি ৷

মুম্বই, 14 মার্চ : 2022 সালের ইন্ডিয়ান প্রিমিয়র লিগে লড়াই হবে দশ দলের ৷ নতুন দুটি টিমের জন্য মে মাসে নিলামের আসর বসবে ৷ 14তম আইপিএলের একেবারে শেষ পর্যায়ে ৷ আইপিএল গভর্নিং বডির অনুমোদিত বিভিন্ন নীতিগত বিষয়ে নির্ণয়ের জন্য আজ বৈঠকে বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷ সেখানেই 2022 সালে দশ দলের আইপিএল আয়োজন ও দল তৈরি নিয়ে আলোচনা হয়েছে ৷

চলতি বছরেই আট থেকে দল দলের আইপিএল করার কথা ভেবেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কিন্তু করোনা সংক্রমণের কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয় ৷ কারণ আরও দুটি দল যোগ হলে ম্যাচের সংখ্যা বাড়ত ৷ ঝুঁকি তো ছিলই ৷ খরচের কথাটাও মাথায় রাখতে হয়েছে ৷ ফলে গত বছরের ডিসেম্বরে 2021 সালের পরিবর্তে 2022 সালে দশ দলের আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ৷

আরও পড়ুন : ইডেনে আইপিএল, অথচ খেলবে না নাইটরা !

আজকের বৈঠকের পর বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "আগামী বছর থেকে শুরু হবে দশ দলের আইপিএল ৷ চলতি বছরের মে মাসেই নতুন দুটি দলের জন্য দরপত্র আহ্বান করা হবে ৷ কারণ টিম তৈরি হয়ে যাওয়ার পর বাকি কাজগুলির জন্য সময় লাগে ৷" মে মাসেই বসছে নতুন দুটি টিমের জন্য নিলামের আসর ৷ তবে কোন দুটি শহর থেকে দল নেওয়া হবে তা এখনও জানা যায়নি ৷ বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না সেটাও জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.