পচেফস্ট্রুম, 6 ফেব্রুয়ারি : বিশ্বকাপ জয় তো দূর-অস্ত ৷ বৃহস্পতিবারের আগে পর্যন্ত বিশ্বকাপ ফাইনালের স্বাদ থেকে বঞ্চিত ছিল বাংলাদেশ ৷ আজকের পর থেকে সেই আক্ষেপ মিটল দু'দশক ধরে ক্রিকেট খেলা দেশটির ৷ সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহমানরা যা পারেননি তা করে দেখাল বাংলাদেশের অনূর্ধ্ব-19 ক্রিকেট টিম ৷ সেমিফাইনালে নিউজ়িল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠল টাইগাররা ৷ সবরকম ক্রিকেটে এই প্রথম বিশ্বকাপ ফাইনালে উঠল প্রতিবেশী দেশটি ৷ 9 ফেব্রুয়ারির ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে তারা ৷
বৃহস্পতিবার পচেফস্ট্রুমে নিউজ়িল্যান্ডকে 6 উইকেটে হারায় বাংলাদেশ ৷ প্রথমে ব্যাট করে 212 রান তুলেছিল কিউয়িরা ৷ 35 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা ৷ বাংলাদেশের হয়ে 10 ওভারে 45 রান দিয়ে তিনটি উইকেট নেন শরিফুল ইসলাম ৷ জয়ের পর অধিনায়ক আকবর আলি ফাইনালে ভারতের বিরুদ্ধে সেরা ক্রিকেট খেলার আশ্বাস দিয়েছেন ৷
অপরাজিত থেকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত ৷ বাংলাদেশও এই টুর্নামেন্টে এখনও অপরাজিত ৷