কলকাতা,13 নভেম্বর : শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের গোলাপি বলের টেস্ট ম্যাচ ৷ 22 নভেম্বর এই ম্যাচ অনুষ্ঠিত হবে ৷ স্থান ইডেন ৷ তার আগে ম্যাচের প্রস্তুতি দেখতে CAB-তে এলেন ওপার বাংলার প্রতিনিধিরা ৷
গতকাল দুপুরে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান সদলবলে বঙ্গ ক্রিকেটের হেড কোয়ার্টারে আসেন ৷ সেসময় সেখানে উপস্থিত ছিলেন CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া, দেবব্রত দাস, ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা ও কোষাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি ৷ আর বাংলাদেশের তরফে ডেপুটি হাইকমিশনার ছাড়া শেখ শফিউল ইমাম, মহম্মদ বসির উদ্দিন, শামিমা ইয়াসমিন প্রতিনিধি দলে ছিলেন ৷
এই দ্বিপাক্ষিক বৈঠকে ম্যাচের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে ৷ ইডেনের প্রস্তুতি দেখেও সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রতিনিধি দল ৷ এই ঐতিহাসিক টেস্ট ম্যাচের সাক্ষী থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷ এপ্রসঙ্গে CAB যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া জানান, একটা ঐতিহাসিক টেস্ট ম্যাচ আয়োজনের কোনও ত্রুটি রাখবেন না তাঁরা ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেও তাঁরা প্রস্তুত ৷
তিনি আরও জানান, ইডেন টেস্টের প্রথম দিন ঘণ্টা বাজিয়ে খেলা শুরুর নির্দেশ দেবেন শেখ হাসিনা ৷ সেই সময় উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৷ এছাড়া , ওই দিন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, BCB প্রেসিডেন্ট নাজমুল হাসান, BCCI সচিব জয় শাহ, সচিন, দ্রাবিড় উপস্থিত থাকবেন ৷ টেস্ট ম্যাচের প্রথম দিন ভারত ও বাংলাদেশের সকল ক্রিকেটারকে সংবর্ধিত করার কথাও বলেন CAB সচিব অভিষেক ডালমিয়া ৷
উল্লেখ্য, CAB প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌরভ গাঙ্গুলি ভারত বনাম বাংলাদেশ দিন-রাত টেস্ট ম্যাচ খেলার প্রস্তাবটি দেন ৷