ETV Bharat / sports

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের পর দলে ফিরছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো - ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের পর দলে ফিরছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো

ভারত সফরে প্রথম দু’টি টেস্টের জন্য উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে বিশ্রাম দিয়েছিল ইংল্যান্ড৷ তবে দলের ব্যাটিং কোচ শুক্রবার জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ইংল্যান্ড দলে যোগদান করবেন জনি বেয়ারস্টো৷

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের পর দলে ফিরছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের পর দলে ফিরছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো
author img

By

Published : Jan 29, 2021, 7:25 PM IST

চেন্নাই, 29 জানুয়ারি : ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ইংল্যান্ড দলে যোগদান করবেন জনি বেয়ারস্টো৷ তিনি ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান৷ দ্বিতীয় টেস্ট থেকে তাঁকে দলে পাওয়া যাবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহম থোর্পে৷

ইংল্যান্ড এবার ভারত সফরে চারটি টেস্ট খেলবে৷ প্রথম দু‘টি টেস্ট হবে চেন্নাইয়ে৷ শেষের দু’টি টেস্ট হবে আমেদাবাদে৷ প্রথম টেস্ট আগামী 5 ফেব্রুয়ারি শুরু হচ্ছে৷ আর দ্বিতীয় টেস্ট শুরু 13 ফেব্রুয়ারি৷ বেয়ারস্টো দ্বিতীয় টেস্টের পর ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন বলে আগে জানা গিয়েছিল৷ শুক্রবার গ্রাহাম থোর্পে জানিয়েছেন যে জনি বেয়ালস্টো আগেই চলে আসছেন৷

ইংল্যান্ড প্রথম দু’টি টেস্টের জন্য বেয়ারস্টোকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছিল৷ বেয়ারস্টো ছাড়াও ফাস্ট বোলার মার্ক উড এবং অল রাউন্ডার স্যাম কুরানকেও প্রথম দু’টি টেস্টের জন্য বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড৷ এই নিয়ে প্রাক্তন ইংলিশ তারকারা সমালোচনা করেছিল টিম ম্যানেজমেন্টের৷ এই দলকে ইংল্যান্ডের সেরা দল বলতে নারাজ নাসির হুসেন, মাইকেল ভনরা৷

আরও পড়ুন : স্পিন দিয়ে আমাদের আটকানো যাবে না, হুংকার আর্চারের

তবে এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড৷ কিন্তু বেয়ারস্টোকে কেন আগে ফেরানো হচ্ছে, তা জানা যায়নি৷ তাছাড়া বাকি দু’জনকেও কি প্রথম টেস্টের পর দলে নেওয়া হবে, সেই বিষয়েও কিছু জানা যায়নি৷

চেন্নাই, 29 জানুয়ারি : ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ইংল্যান্ড দলে যোগদান করবেন জনি বেয়ারস্টো৷ তিনি ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান৷ দ্বিতীয় টেস্ট থেকে তাঁকে দলে পাওয়া যাবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহম থোর্পে৷

ইংল্যান্ড এবার ভারত সফরে চারটি টেস্ট খেলবে৷ প্রথম দু‘টি টেস্ট হবে চেন্নাইয়ে৷ শেষের দু’টি টেস্ট হবে আমেদাবাদে৷ প্রথম টেস্ট আগামী 5 ফেব্রুয়ারি শুরু হচ্ছে৷ আর দ্বিতীয় টেস্ট শুরু 13 ফেব্রুয়ারি৷ বেয়ারস্টো দ্বিতীয় টেস্টের পর ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন বলে আগে জানা গিয়েছিল৷ শুক্রবার গ্রাহাম থোর্পে জানিয়েছেন যে জনি বেয়ালস্টো আগেই চলে আসছেন৷

ইংল্যান্ড প্রথম দু’টি টেস্টের জন্য বেয়ারস্টোকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছিল৷ বেয়ারস্টো ছাড়াও ফাস্ট বোলার মার্ক উড এবং অল রাউন্ডার স্যাম কুরানকেও প্রথম দু’টি টেস্টের জন্য বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড৷ এই নিয়ে প্রাক্তন ইংলিশ তারকারা সমালোচনা করেছিল টিম ম্যানেজমেন্টের৷ এই দলকে ইংল্যান্ডের সেরা দল বলতে নারাজ নাসির হুসেন, মাইকেল ভনরা৷

আরও পড়ুন : স্পিন দিয়ে আমাদের আটকানো যাবে না, হুংকার আর্চারের

তবে এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড৷ কিন্তু বেয়ারস্টোকে কেন আগে ফেরানো হচ্ছে, তা জানা যায়নি৷ তাছাড়া বাকি দু’জনকেও কি প্রথম টেস্টের পর দলে নেওয়া হবে, সেই বিষয়েও কিছু জানা যায়নি৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.