ETV Bharat / sports

IPL: এবার টাইটেল স্পনসরের দৌড়ে পতঞ্জলি

IPL-এর টাইটেল স্পনসর হওয়ার ইচ্ছেপ্রকাশ করল বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ ৷

টাইটেল স্পনসরের দৌড়ে এবার রামদেব বাবার পতঞ্জলি
টাইটেল স্পনসরের দৌড়ে এবার রামদেব বাবার পতঞ্জলি
author img

By

Published : Aug 10, 2020, 11:16 AM IST

দিল্লি, 10 অগাস্ট : এবার IPL-এর টাইটেল স্পনসরের দৌড়ে নামতে চলেছে যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ ৷ কম্পানির তরফে এই খবর জানানো হয়েছে ৷ সম্প্রতি চিনা টাইটেল স্পনসরের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে BCCI ৷ চলতি বছরে কোনও দেশীয় কম্পানিকে টাইটেল স্পনসর হিসেবে চাইছে বোর্ড ৷ তাই বিভিন্ন মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে স্পনসরশিপের দৌড়ে শামিল হচ্ছে পতঞ্জলিও ৷

এবিষয়ে পতঞ্জলির প্রবক্তা এস কে তিজারাওয়ালা বলেন, "এবছর আমরা IPL-এর টাইটেল স্পনসরশিপের বিষয়ে চিন্তাভাবনা করছি ৷ কারণ, পতঞ্জলি ব্র্যান্ডকে আমরা সারা বিশ্বে তুলে ধরতে চাই ৷" এই বিষয়ে শীঘ্রই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি ৷ চিনা কম্পানির বিকল্প হিসেবে পতঞ্জলির মতো দেশি সংস্থা গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ ৷ চিনা বিরোধের যে জোয়ার উঠেছে এদেশে তাতে পতঞ্জলি স্পনসর হলে সমর্থকদের কাছে ইতিবাচক বার্তা যাবে ৷ কারণ, পতঞ্জলি আয়ুর্বেদ সম্পূর্ণভাবে একটি দেশীয় সংস্থা ৷" যদিও তারা এটাও মানছেন যে টাইটেল স্পনসরের দৌড়ে থাকা মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলির তুলনায় পতঞ্জলি তারকা খচিত ব্র্যান্ড নয় ৷

নিয়ম অনুযায়ী খুব তাড়াতাড়ি টাইটেল স্পনসরের জন্য বিজ্ঞাপন দেবে BCCI ৷ শোনা যাচ্ছে পেপসিকো, জিও রিলায়েন্স, অনলাইন শপিং সংস্থা অ্যামাজন, ফ্যান্টাসি স্পোর্টস কম্পানি ড্রিম ইলেভেন এবং ভারতীয় দলের জার্সি স্পনসর অনলাইন লার্নিং কম্পানি বাইজুস চলতি বছরে IPL-এর টাইটেল স্পনসর হতে ইচ্ছুক ৷ তবে যে সংস্থাই আসুক না কেন, শুধুমাত্র এবছরের জন্যই চুক্তি করবে BCCI ৷

দিল্লি, 10 অগাস্ট : এবার IPL-এর টাইটেল স্পনসরের দৌড়ে নামতে চলেছে যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ ৷ কম্পানির তরফে এই খবর জানানো হয়েছে ৷ সম্প্রতি চিনা টাইটেল স্পনসরের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে BCCI ৷ চলতি বছরে কোনও দেশীয় কম্পানিকে টাইটেল স্পনসর হিসেবে চাইছে বোর্ড ৷ তাই বিভিন্ন মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে স্পনসরশিপের দৌড়ে শামিল হচ্ছে পতঞ্জলিও ৷

এবিষয়ে পতঞ্জলির প্রবক্তা এস কে তিজারাওয়ালা বলেন, "এবছর আমরা IPL-এর টাইটেল স্পনসরশিপের বিষয়ে চিন্তাভাবনা করছি ৷ কারণ, পতঞ্জলি ব্র্যান্ডকে আমরা সারা বিশ্বে তুলে ধরতে চাই ৷" এই বিষয়ে শীঘ্রই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি ৷ চিনা কম্পানির বিকল্প হিসেবে পতঞ্জলির মতো দেশি সংস্থা গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ ৷ চিনা বিরোধের যে জোয়ার উঠেছে এদেশে তাতে পতঞ্জলি স্পনসর হলে সমর্থকদের কাছে ইতিবাচক বার্তা যাবে ৷ কারণ, পতঞ্জলি আয়ুর্বেদ সম্পূর্ণভাবে একটি দেশীয় সংস্থা ৷" যদিও তারা এটাও মানছেন যে টাইটেল স্পনসরের দৌড়ে থাকা মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলির তুলনায় পতঞ্জলি তারকা খচিত ব্র্যান্ড নয় ৷

নিয়ম অনুযায়ী খুব তাড়াতাড়ি টাইটেল স্পনসরের জন্য বিজ্ঞাপন দেবে BCCI ৷ শোনা যাচ্ছে পেপসিকো, জিও রিলায়েন্স, অনলাইন শপিং সংস্থা অ্যামাজন, ফ্যান্টাসি স্পোর্টস কম্পানি ড্রিম ইলেভেন এবং ভারতীয় দলের জার্সি স্পনসর অনলাইন লার্নিং কম্পানি বাইজুস চলতি বছরে IPL-এর টাইটেল স্পনসর হতে ইচ্ছুক ৷ তবে যে সংস্থাই আসুক না কেন, শুধুমাত্র এবছরের জন্যই চুক্তি করবে BCCI ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.