মেলবোর্ন, 22 এপ্রিল: 2013-র অ্যাসেজ় সিরিজ় সহ অস্ট্রেলিয়ার হয়ে মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছেন অ্যাস্টন অ্যাগর । কোরোনা আক্রমণে সারা বিশ্বে যখন খেলাধুলো স্তব্ধ তখন বছর সাতাশের সেই অজি় স্পিনার বেছে নিলেন তাঁর সর্বকালের সেরা বিশ্ব একাদশ । বাঁ হাতি স্পিনারের সেই তালিকায় ঠাঁই হয়েছে এদেশের দুই কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহওয়াগের ।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ইউটিউব চ্যানেলে নিজের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেন অ্যাগর । যেখানে সচিন-বীরু ছাড়াও নিজের দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়ার্ন এবং জাস্টিন ল্যাঙ্গারকে রেখেছেন তিনি । ওপেনিংয়ে ল্যাঙ্গারের সঙ্গে অ্যাগরের পছন্দ ভারতীয় ক্রিকেটের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেহওয়াগকে । এই বিষয়ে তাঁর মন্তব্য, "সহবাগ বরাবরই আমার প্রিয় ক্রিকেটার । ওভারের প্রথম বল থেকেই ওঁর মধ্যে ছয় মারার প্রবণতা থাকতে । সম্ভবত ক্রিকেটের সবচেয়ে বিনোদনমূলক খেলোয়াড় ওঁ ।"
পাশাপাশি ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরকে গুরুত্বপূর্ণ চার নম্বর পজিশনের জন্য বেছে নিয়েছেন এই তরুণ অজি স্পিনার । তবে নেতৃত্বভার তুলে দিয়েছেন পন্টিংয়ের উপর । অ্যাগরের কথায়, "অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন হল পন্টিং । ছোটো থেকে ওঁর খেলা দেখেই বড় হয়েছি ।" পাশাপাশি তিনি বোলিং বিভাগ সাজিয়েছেন রঙ্গনা হেরাথ, শেন ওয়ার্ন, শোয়েব আখতার এবং ব্রেট লি-কে নিয়ে ।