ETV Bharat / sports

ভারতকে লড়াইয়ে ফিরিয়ে প্যাভিলিয়নে শার্দূল - ময়াঙ্ক আগরওয়াল

ক্রিজে জমে যাওয়ার পর একের পর এক ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান । 6 উইকেট পড়ে যাওয়ার পর দলকে টানেন ওয়াশিংটন সুন্দর ও শার্দূল ঠাকুর ।

ব্রিসবেন টেস্টে চাপে ভারত
Australia on top in fourth test against India
author img

By

Published : Jan 17, 2021, 8:57 AM IST

Updated : Jan 17, 2021, 11:43 AM IST

ব্রিসবেন, 17 জানুয়ারি : প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন প্রথম ছয় ব্যাটসম্যান । ব্রিসবেন টেস্টে তখন দাপট অস্ট্রেলিয়া বোলারদের । ঘুরে দাঁড়ালেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুর । জুটিতে শতরান করেন । ভারতকে লড়াইয়ে ফিরিয়ে কামিন্সের বলে প্যাভিলিয়নে ফিরলেন শার্দূল । করলেন 67 রান ।

গতকাল বৃষ্টির জন্য চা বিরতির পর আর খেলা হয়নি । আজ আধ ঘণ্টা আগে খেলা শুরু হয় । ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পূজারা ও রাহানে । কিন্তু, হ্যাজ়েলউডের দুর্দান্ত একটি ডেলিভারির কাছে হার মানেন পূজারা । ব্যক্তিগত 25 রানে আউট হন তিনি ।

এরপর রাহানের সঙ্গে যোগ দেন ময়ঙ্ক আগরওয়াল । দু'জনের জুটি যখন ক্রমশ জমাট হচ্ছে, ফের ধাক্কা । এবার ফিরলেন রাহানে । স্টার্কের বলে ব্যক্তিগত 37 রান করে প্যাভিলিয়নে ফিরতে হল ভারতীয় অধিনায়ককে ।

এই সংক্রান্ত খবর : বাধা বৃষ্টি, গাব্বায় দ্বিতীয় দিনের শেষে ভারত 2 উইকেটে 62

তবে অপর প্রান্তে আগরওয়াল নিজের ছন্দে খেলতে থাকেন । ছয় মারেন নাথান লিয়নকে । হনুমা বিহারী চোট পাওয়ায় দলে সুযোগ পেয়েছেন । ওপেন করার বদলে নামতে হয়েছে পাঁচ নম্বরে । যখন মনে হচ্ছে, তাঁর ব্যাটেই ভারত ঘুরে দাঁড়াবে, তখনই ছন্দপতন । হ্যাজ়েলউডের বলে 38 রানে আউট হন আগরওয়াল ।

আগরওয়াল আউট হওয়ার পর গতম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা ঋষভ পন্থই ছিল ভারতের ভরসা । কিন্তু, তিনিও 23 রান করে আউট হয়ে যান ।

6 উইকেট পড়ে যাওয়ার পর জুটি বাঁধেন ওয়াশিংটন ও শার্দূল । দু'জনে 123 রানের পার্টনারশিপ করেন । কামিন্সের বলে শার্দূল ফিরে যাওয়ার সময় ভারতের স্কোর 300 ছাড়িয়েছে । অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে 369 রান । প্রতিষ্ঠিত কোনও ব্যাটসম্যান নেই ক্রিজে । এখন টেল এন্ডাররা ভারতকে কতটা টানেন, তার উপর নির্ভর করছে অনেক কিছু ।

ব্রিসবেন, 17 জানুয়ারি : প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন প্রথম ছয় ব্যাটসম্যান । ব্রিসবেন টেস্টে তখন দাপট অস্ট্রেলিয়া বোলারদের । ঘুরে দাঁড়ালেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুর । জুটিতে শতরান করেন । ভারতকে লড়াইয়ে ফিরিয়ে কামিন্সের বলে প্যাভিলিয়নে ফিরলেন শার্দূল । করলেন 67 রান ।

গতকাল বৃষ্টির জন্য চা বিরতির পর আর খেলা হয়নি । আজ আধ ঘণ্টা আগে খেলা শুরু হয় । ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পূজারা ও রাহানে । কিন্তু, হ্যাজ়েলউডের দুর্দান্ত একটি ডেলিভারির কাছে হার মানেন পূজারা । ব্যক্তিগত 25 রানে আউট হন তিনি ।

এরপর রাহানের সঙ্গে যোগ দেন ময়ঙ্ক আগরওয়াল । দু'জনের জুটি যখন ক্রমশ জমাট হচ্ছে, ফের ধাক্কা । এবার ফিরলেন রাহানে । স্টার্কের বলে ব্যক্তিগত 37 রান করে প্যাভিলিয়নে ফিরতে হল ভারতীয় অধিনায়ককে ।

এই সংক্রান্ত খবর : বাধা বৃষ্টি, গাব্বায় দ্বিতীয় দিনের শেষে ভারত 2 উইকেটে 62

তবে অপর প্রান্তে আগরওয়াল নিজের ছন্দে খেলতে থাকেন । ছয় মারেন নাথান লিয়নকে । হনুমা বিহারী চোট পাওয়ায় দলে সুযোগ পেয়েছেন । ওপেন করার বদলে নামতে হয়েছে পাঁচ নম্বরে । যখন মনে হচ্ছে, তাঁর ব্যাটেই ভারত ঘুরে দাঁড়াবে, তখনই ছন্দপতন । হ্যাজ়েলউডের বলে 38 রানে আউট হন আগরওয়াল ।

আগরওয়াল আউট হওয়ার পর গতম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা ঋষভ পন্থই ছিল ভারতের ভরসা । কিন্তু, তিনিও 23 রান করে আউট হয়ে যান ।

6 উইকেট পড়ে যাওয়ার পর জুটি বাঁধেন ওয়াশিংটন ও শার্দূল । দু'জনে 123 রানের পার্টনারশিপ করেন । কামিন্সের বলে শার্দূল ফিরে যাওয়ার সময় ভারতের স্কোর 300 ছাড়িয়েছে । অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে 369 রান । প্রতিষ্ঠিত কোনও ব্যাটসম্যান নেই ক্রিজে । এখন টেল এন্ডাররা ভারতকে কতটা টানেন, তার উপর নির্ভর করছে অনেক কিছু ।

Last Updated : Jan 17, 2021, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.