ETV Bharat / sports

ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ - australia cricket board

ভারত তাদের অস্ট্রেলিয়া সফর শুরু করবে 11 অস্টোবর টি-20 ম্যাচ দিয়ে ৷ 11 থেকে 17 তারিখের মধ্যে হবে 3টি টি-20 ম্যাচের সিরিজ় ৷ টি-20 সিরিজের পর শুরু হবে বহু প্রতিক্ষীত টেস্ট ম্যাচ ৷ ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ ৷

image
ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
author img

By

Published : May 28, 2020, 7:56 PM IST

মুম্বই, 28 মে : ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ কোরোনা পরবর্তী পরিস্থিতিতে এটাই ভারতের প্রথম বিদেশ সফর হতে চলেছে ৷ বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া 3টি টি-20, 4টি টেস্ট ও 3টি ওয়ান-ডের সূচি প্রকাশ করে ৷ চলতি বছরের 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ ৷ চলবে 2021 সালের 17 জানুয়ারি পর্যন্ত ৷

বর্তমানে বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে ক্রিকেট বন্ধ আছে ৷ কিন্তু, ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী, তারা ভারতের বিরুদ্ধে সিরিজ নিরাপদ ও সুষ্ঠভাবে আয়োজন করতে পারবে ৷

ভারত তাদের অস্ট্রেলিয়া শুরু করবে টি-20 ম্যাচ দিয়ে ৷ 11 থেকে 17 তারিখের মধ্যে হবে 3টি টি-20 ম্যাচের সিরিজ় ৷ টি-20 সিরিজের পর শুরু হবে বহু প্রতিক্ষীত টেস্ট ম্যাচ ৷ ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ ৷ ব্রিসবেনের গাবাতেই প্রথম টেস্ট ম্যাচ খেলবে ভারত ৷ দ্বিতীয় টেস্ট হবে অ্যাডিলেড ওভালে ৷ এটা দিন রাতের টেস্ট হতে চলেছে ৷ এটাই দেশের বাইরে ভারতের প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ হতে চলেছে ৷

মেলবোর্ন ও সিডনিতে হবে বক্সিং-ডে টেস্ট ও নিউ ইয়ার টেস্ট ৷ তার পর ভারত তিনটি ওয়ান-ডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ জানুয়ারির 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যে খেলা হবে এই তিনটি ম্যাচ ৷

আরও দেখুন - বর্ডার-গাভাসকর সিরিজ়ের সূচি নির্ধারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার

সূচি দেখে বোঝা যাচ্ছে, টি-20 সিরিজ়ের পর দীর্ঘ একমাসের পর টেস্ট খেলবে ভারত ৷ এই সময়টা ক্রিকেট অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেই সূচি করেছে বলে মনে করা হচ্ছে ৷ কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও টি-20 বিশ্বকাপ নিয়ে আশাবাদী ৷

একনজরে ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি -

11 অক্টোবর, প্রথম টি-20 ম্যাচ খেলা হবে গাবা, ব্রিসবেনে ৷

14 অক্টোবর, সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ খেলা হবে ম্যানুকা ওভাল, ক্যানবেরায়

17 অক্টোবর, টি-20 সিরিজ়ের শেষ ম্যাচ, অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া ৷

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়

ডিসেম্বর 3 থেকে 7 তারিখ পর্যন্ত প্রথম টেস্ট ম্যাচ খেলবে ভারত অস্ট্রেলিয়া ৷ খেলা হবে গাবা, ব্রিসবেনে ৷

11 থেকে 15 ডিসেম্বর সিরিজ়ের দ্বিতীয় টি-20 ম্যাচ অ্যাডিলেড ওভালে খেলবে ভারত ৷

বক্সিং-ডে টেস্ট 26 থেকে 30 ডিসেম্বর, মেলবোর্নে খেলবে ভারত ৷

সিরিজ়ের শেষ ম্যাচ খেলা হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে 2021 সালের 3 থেকে 7 জানুয়ারি ৷

ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ান-ডে সিরিজ়

12 জানুয়ারি পার্থে ওয়ান-ডে সিরিজ়ের প্রথম ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া ৷

15 জানুয়ারি মেলবোর্নে হবে সিরিজ়ের দ্বিতীয় টি-20ম্যাচ ৷

সিরিজ়ের শেষ ম্যাচ হবে 17 জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷

মুম্বই, 28 মে : ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ কোরোনা পরবর্তী পরিস্থিতিতে এটাই ভারতের প্রথম বিদেশ সফর হতে চলেছে ৷ বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া 3টি টি-20, 4টি টেস্ট ও 3টি ওয়ান-ডের সূচি প্রকাশ করে ৷ চলতি বছরের 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ ৷ চলবে 2021 সালের 17 জানুয়ারি পর্যন্ত ৷

বর্তমানে বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে ক্রিকেট বন্ধ আছে ৷ কিন্তু, ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী, তারা ভারতের বিরুদ্ধে সিরিজ নিরাপদ ও সুষ্ঠভাবে আয়োজন করতে পারবে ৷

ভারত তাদের অস্ট্রেলিয়া শুরু করবে টি-20 ম্যাচ দিয়ে ৷ 11 থেকে 17 তারিখের মধ্যে হবে 3টি টি-20 ম্যাচের সিরিজ় ৷ টি-20 সিরিজের পর শুরু হবে বহু প্রতিক্ষীত টেস্ট ম্যাচ ৷ ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ ৷ ব্রিসবেনের গাবাতেই প্রথম টেস্ট ম্যাচ খেলবে ভারত ৷ দ্বিতীয় টেস্ট হবে অ্যাডিলেড ওভালে ৷ এটা দিন রাতের টেস্ট হতে চলেছে ৷ এটাই দেশের বাইরে ভারতের প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ হতে চলেছে ৷

মেলবোর্ন ও সিডনিতে হবে বক্সিং-ডে টেস্ট ও নিউ ইয়ার টেস্ট ৷ তার পর ভারত তিনটি ওয়ান-ডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ জানুয়ারির 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যে খেলা হবে এই তিনটি ম্যাচ ৷

আরও দেখুন - বর্ডার-গাভাসকর সিরিজ়ের সূচি নির্ধারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার

সূচি দেখে বোঝা যাচ্ছে, টি-20 সিরিজ়ের পর দীর্ঘ একমাসের পর টেস্ট খেলবে ভারত ৷ এই সময়টা ক্রিকেট অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেই সূচি করেছে বলে মনে করা হচ্ছে ৷ কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও টি-20 বিশ্বকাপ নিয়ে আশাবাদী ৷

একনজরে ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি -

11 অক্টোবর, প্রথম টি-20 ম্যাচ খেলা হবে গাবা, ব্রিসবেনে ৷

14 অক্টোবর, সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ খেলা হবে ম্যানুকা ওভাল, ক্যানবেরায়

17 অক্টোবর, টি-20 সিরিজ়ের শেষ ম্যাচ, অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া ৷

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়

ডিসেম্বর 3 থেকে 7 তারিখ পর্যন্ত প্রথম টেস্ট ম্যাচ খেলবে ভারত অস্ট্রেলিয়া ৷ খেলা হবে গাবা, ব্রিসবেনে ৷

11 থেকে 15 ডিসেম্বর সিরিজ়ের দ্বিতীয় টি-20 ম্যাচ অ্যাডিলেড ওভালে খেলবে ভারত ৷

বক্সিং-ডে টেস্ট 26 থেকে 30 ডিসেম্বর, মেলবোর্নে খেলবে ভারত ৷

সিরিজ়ের শেষ ম্যাচ খেলা হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে 2021 সালের 3 থেকে 7 জানুয়ারি ৷

ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ান-ডে সিরিজ়

12 জানুয়ারি পার্থে ওয়ান-ডে সিরিজ়ের প্রথম ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া ৷

15 জানুয়ারি মেলবোর্নে হবে সিরিজ়ের দ্বিতীয় টি-20ম্যাচ ৷

সিরিজ়ের শেষ ম্যাচ হবে 17 জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.