ETV Bharat / sports

দিন্দা-মনোজে আস্থা লক্ষ্মণের, রঞ্জি প্রস্তুতিতে বাংলা - রঞ্জি প্রস্তুতিতে বাংলা

চেনা ছন্দে বাংলা টিমে অনুশীলনে দিন্দা । সব ঠিক থাকলে দিন্দা- মনোজে আস্থা রেখেই এবারের রঞ্জি খেলতে চলেছে অভিমন্যু ইশ্বরনের টিম ।

Ashok Dinda Manoj Tiwari
দিন্দা-মনোজে আস্থা
author img

By

Published : Dec 6, 2019, 4:04 AM IST

কলকাতা, 6 ডিসেম্বর : দূরত্ব কমছে অশোক দিন্দা ও বাংলার টিম ম্যানেজমেন্টের । মঙ্গলবার বাংলার অনুশীলনে এসে হাত ঘোরালেন এবং সেটা বেশ পরিচিত ছন্দেই । রঞ্জি ট্রফির আসছে মরশুমে তাঁকে যে পাওয়া যাবে তার জোরালো বার্তা দিয়ে রাখলেন বাংলার এই এক নম্বর পেসার ।

সীমিত ওভারের ক্রিকেটে বাদ পড়ার পর ক্ষুব্ধ অশোক দিন্দা বাংলা ছাড়ার হুমকি দিয়েছিলেন । পরে CAB সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে আলোচনায় যে বরফ গলেছে তার প্রমাণ অশোক দিন্দার বাংলায় প্র্যাকটিসে যোগদান ।

অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন বাংলা রঞ্জির নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে চায় । চূড়ান্ত দল বেছে নেওয়া এখনও হয়নি । তবে প্রস্তুতিতে কোনও খামতি নেই । ব্যাটিং পরামর্শদাতা V V S লক্ষ্মণ কড়া নজরে ও কোচ অরুনলালের উপস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন চলছে । লক্ষ্মণ বলেছেন বিজয় হাজারে এবং মুস্তাক আলির ব্যর্থতা এখন অতীত । ওই দুই টুর্নামেন্টে ভালো শুরু করেও সঠিক সময়ে আগ্রাসী ক্রিকেট খেলতে না পারাতেই দল ব্যর্থ হয়েছে । তবে রঞ্জি ট্রফিতে পুরো দলের ভালো পারফরম্যান্স একসঙ্গে জরুরি । এক বা দু'জনের ভালো পারফরম্যান্সে সফল হওয়া যাবে না । দল যেভাবে অনুশীলন করছে তাতে লক্ষ্মণ খুশি । যেটুকু খামতি রয়েছে তা শুধরে নেওয়ার চেষ্টা চলছে ।

গতবছর সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যাটিং ব্যর্থতা বঙ্গ টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথা হয়েছিল । এবার তাকে ছন্দে ফেরাতে চেষ্টা চালানো হচ্ছে । লক্ষণ জানিয়েছেন টেকনিক্যালি ও মানসিকতার দিক থেকে সুদীপের ভুল শুধরে দেওয়ার চেষ্টা চলছে । সুদীপ স্বয়ং ছন্দে ফেরার জন্যে পরিশ্রম করছেন । তবে ব্যাটসম্যান বা বোলারদের এই সমস্যা আর্ন্তজাতিক ক্রিকেটারদেরও হয় । এবং তাঁরা বেরিয়ে আসেন, রান করেন ও উইকেট নেন । তাই লক্ষ্মণের দৃঢ়বিশ্বাস সুদীপের মত প্রতিভাবান ক্রিকেটারের ছন্দে ফেরা সময়ের অপেক্ষা । নতুন রঞ্জি মরসুমে নতুন সুদীপকে পাওয়া যাবে ।

একই সঙ্গে ব্যাটসম্যান মনোজ তিওয়ারির ব্যাটিং ক্ষমতার প্রশংসা করেন । তিনি নিশ্চিত ম্যাচ উইনার মনোজ তিওয়ারিকে পাওয়া যাবে । অশোক দিন্দার সঙ্গে বাংলার টিম ম্যানেজমেন্টের সমস্যা সম্পর্কে অবহিত নন বলে জানিয়েছেন লক্ষ্মণ । দিন্দার ধারাবাহিক উইকেট শিকার তাঁকে বিস্মিত করে । আশা, নতুন মরশুমেও বোলিং মেশিন দিন্দা একইরকম আগ্রাসী পারফরম্যান্স উপহার দেবে ।

কলকাতা, 6 ডিসেম্বর : দূরত্ব কমছে অশোক দিন্দা ও বাংলার টিম ম্যানেজমেন্টের । মঙ্গলবার বাংলার অনুশীলনে এসে হাত ঘোরালেন এবং সেটা বেশ পরিচিত ছন্দেই । রঞ্জি ট্রফির আসছে মরশুমে তাঁকে যে পাওয়া যাবে তার জোরালো বার্তা দিয়ে রাখলেন বাংলার এই এক নম্বর পেসার ।

সীমিত ওভারের ক্রিকেটে বাদ পড়ার পর ক্ষুব্ধ অশোক দিন্দা বাংলা ছাড়ার হুমকি দিয়েছিলেন । পরে CAB সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে আলোচনায় যে বরফ গলেছে তার প্রমাণ অশোক দিন্দার বাংলায় প্র্যাকটিসে যোগদান ।

অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন বাংলা রঞ্জির নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে চায় । চূড়ান্ত দল বেছে নেওয়া এখনও হয়নি । তবে প্রস্তুতিতে কোনও খামতি নেই । ব্যাটিং পরামর্শদাতা V V S লক্ষ্মণ কড়া নজরে ও কোচ অরুনলালের উপস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন চলছে । লক্ষ্মণ বলেছেন বিজয় হাজারে এবং মুস্তাক আলির ব্যর্থতা এখন অতীত । ওই দুই টুর্নামেন্টে ভালো শুরু করেও সঠিক সময়ে আগ্রাসী ক্রিকেট খেলতে না পারাতেই দল ব্যর্থ হয়েছে । তবে রঞ্জি ট্রফিতে পুরো দলের ভালো পারফরম্যান্স একসঙ্গে জরুরি । এক বা দু'জনের ভালো পারফরম্যান্সে সফল হওয়া যাবে না । দল যেভাবে অনুশীলন করছে তাতে লক্ষ্মণ খুশি । যেটুকু খামতি রয়েছে তা শুধরে নেওয়ার চেষ্টা চলছে ।

গতবছর সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যাটিং ব্যর্থতা বঙ্গ টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথা হয়েছিল । এবার তাকে ছন্দে ফেরাতে চেষ্টা চালানো হচ্ছে । লক্ষণ জানিয়েছেন টেকনিক্যালি ও মানসিকতার দিক থেকে সুদীপের ভুল শুধরে দেওয়ার চেষ্টা চলছে । সুদীপ স্বয়ং ছন্দে ফেরার জন্যে পরিশ্রম করছেন । তবে ব্যাটসম্যান বা বোলারদের এই সমস্যা আর্ন্তজাতিক ক্রিকেটারদেরও হয় । এবং তাঁরা বেরিয়ে আসেন, রান করেন ও উইকেট নেন । তাই লক্ষ্মণের দৃঢ়বিশ্বাস সুদীপের মত প্রতিভাবান ক্রিকেটারের ছন্দে ফেরা সময়ের অপেক্ষা । নতুন রঞ্জি মরসুমে নতুন সুদীপকে পাওয়া যাবে ।

একই সঙ্গে ব্যাটসম্যান মনোজ তিওয়ারির ব্যাটিং ক্ষমতার প্রশংসা করেন । তিনি নিশ্চিত ম্যাচ উইনার মনোজ তিওয়ারিকে পাওয়া যাবে । অশোক দিন্দার সঙ্গে বাংলার টিম ম্যানেজমেন্টের সমস্যা সম্পর্কে অবহিত নন বলে জানিয়েছেন লক্ষ্মণ । দিন্দার ধারাবাহিক উইকেট শিকার তাঁকে বিস্মিত করে । আশা, নতুন মরশুমেও বোলিং মেশিন দিন্দা একইরকম আগ্রাসী পারফরম্যান্স উপহার দেবে ।

Intro:দিন্দা-মনোজে আস্থা লক্ষনের, রঞ্জি প্রস্তুতিতে বাংলা

নিজস্ব প্রতিবেদন,৫ডিসেম্বরঃ দুরত্ব কমছে অশোক দিন্দা ও বাংলার টিম ম্যানেজমেন্টের। মঙ্গলবার বাংলার অনুশীলনে এসে হাত ঘোরালেন। এবং সেটা পরিচিত ছন্দে। রঞ্জি ট্রফির আসন্ন মরসুমে তাকে যে পাওয়া যাবে তার জোরালো বার্তা দিয়ে রাখলেন বাংলার একনম্বর পেসার। সীমিত ওভারের ক্রিকেটে বাদ পড়া র পরে ক্ষুব্ধ অশোক দিন্দা বাংলা ছাড়ার হুমকি দিয়েছিলেন। পরে সিএবি সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে আলোচনায় যেবরফ গলেছে তার প্রমাণ অশোক দিন্দার বাংলার প্র্যাকটিসে যোগদান।
অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন বাংলা রঞ্জির নতুন মরসুমে ঘুরে দাড়াতে চায়। চূড়ান্ত দল বেছে নেওয়া হয়নি। তবে প্রস্তুতিতে কোনও খামতি নেই। ব্যাটিং পরামর্শদাতা ভিভিএস লক্ষন্র কড়া নজরে ও কোচ অরুনলালের উপস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন চলছে।
লক্ষণ বলেছেন বিজয় হাজারে এবং মুস্তাক আলির ব্যর্থতা এখন অতীত। ওই দুই টুর্নামেন্টে ভালো শুরু করেও সঠিক সময়ে আগ্রাসী ক্রিকেট খেলতে না পারাতেই দল ব্যর্থ হয়েছে। তবে রঞ্জি ট্রফিতে পুরো দলের ভালো পারফরম্যান্স একসঙ্গে জরুরি। এক বা দুজনের ভালো পারফরম্যান্সে সফল হওয়া যাবে না। দল যেভাবে অনুশীলন করছে তাতে লক্ষণ খুশি। যেটুকু খামতি রয়েছে তা শুধরে নেওয়ার চেষ্টা চলছে।
গতবছর সুদীপ চ্যাটার্জীর ব্যাটিং ব্যর্থতা বঙ্গ টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথা হয়েছিল। এবার তাকে ছন্দে ফেরাতে চেষ্টা চালানো হচ্ছে। লক্ষণ জানিয়েছেন টেকনিক্যালি ও মানসিকতার দিক থেকে সুদীপের ভুল শুধরে দেওয়ার চেষ্টা চলছে। সুদীপ স্বয়ং ছন্দে ফেরার জন্যে পরিশ্রম করছেন। তবে ব্যাটসম্যান বা বোলারদের এই সমস্যা আর্ন্তজাতিক ক্রিকেটারদেরও হয়। এবং তারা বেরিয়ে আসেন, রান করেন ও উইকেট নেন। তাই লক্ষনের দৃঢ়বিশ্বাস সুদীপের মত প্রতিভাবান ক্রিকেটারের ছন্দে ফেরা সময়ের অপেক্ষা। নতুন রঞ্জি মরসুমে নতুন সুদীপকে পাওয়া যাবে।
একই সঙ্গে ব্যাটসম্যান মনোজ তিওয়ারির ব্যাটিং ক্ষমতার প্রশংসা করেন। তিনি নিশ্চিত ম্যাচ উইনার মনোজ তিওয়ারিকে পাওয়া যাবে।
অশোক দিন্দার সঙ্গে বাংলার টিম ম্যানেজমেন্টের সমস্যা সম্পর্কে অবহিত নন বলে জানিয়েছেন লক্ষন। দিন্দার ধারাবাহিক উইকেট শিকার তাকে বিস্মিত করে। আশা, নতুন মরসুমেও বোলিং মেশিন দিন্দা একইরকম আগ্রাসী পারফরম্যান্স উপহার দেবে।Body:BengalConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.