কলকাতা, 6 ডিসেম্বর : দূরত্ব কমছে অশোক দিন্দা ও বাংলার টিম ম্যানেজমেন্টের । মঙ্গলবার বাংলার অনুশীলনে এসে হাত ঘোরালেন এবং সেটা বেশ পরিচিত ছন্দেই । রঞ্জি ট্রফির আসছে মরশুমে তাঁকে যে পাওয়া যাবে তার জোরালো বার্তা দিয়ে রাখলেন বাংলার এই এক নম্বর পেসার ।
সীমিত ওভারের ক্রিকেটে বাদ পড়ার পর ক্ষুব্ধ অশোক দিন্দা বাংলা ছাড়ার হুমকি দিয়েছিলেন । পরে CAB সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে আলোচনায় যে বরফ গলেছে তার প্রমাণ অশোক দিন্দার বাংলায় প্র্যাকটিসে যোগদান ।
অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন বাংলা রঞ্জির নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে চায় । চূড়ান্ত দল বেছে নেওয়া এখনও হয়নি । তবে প্রস্তুতিতে কোনও খামতি নেই । ব্যাটিং পরামর্শদাতা V V S লক্ষ্মণ কড়া নজরে ও কোচ অরুনলালের উপস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন চলছে । লক্ষ্মণ বলেছেন বিজয় হাজারে এবং মুস্তাক আলির ব্যর্থতা এখন অতীত । ওই দুই টুর্নামেন্টে ভালো শুরু করেও সঠিক সময়ে আগ্রাসী ক্রিকেট খেলতে না পারাতেই দল ব্যর্থ হয়েছে । তবে রঞ্জি ট্রফিতে পুরো দলের ভালো পারফরম্যান্স একসঙ্গে জরুরি । এক বা দু'জনের ভালো পারফরম্যান্সে সফল হওয়া যাবে না । দল যেভাবে অনুশীলন করছে তাতে লক্ষ্মণ খুশি । যেটুকু খামতি রয়েছে তা শুধরে নেওয়ার চেষ্টা চলছে ।
গতবছর সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যাটিং ব্যর্থতা বঙ্গ টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথা হয়েছিল । এবার তাকে ছন্দে ফেরাতে চেষ্টা চালানো হচ্ছে । লক্ষণ জানিয়েছেন টেকনিক্যালি ও মানসিকতার দিক থেকে সুদীপের ভুল শুধরে দেওয়ার চেষ্টা চলছে । সুদীপ স্বয়ং ছন্দে ফেরার জন্যে পরিশ্রম করছেন । তবে ব্যাটসম্যান বা বোলারদের এই সমস্যা আর্ন্তজাতিক ক্রিকেটারদেরও হয় । এবং তাঁরা বেরিয়ে আসেন, রান করেন ও উইকেট নেন । তাই লক্ষ্মণের দৃঢ়বিশ্বাস সুদীপের মত প্রতিভাবান ক্রিকেটারের ছন্দে ফেরা সময়ের অপেক্ষা । নতুন রঞ্জি মরসুমে নতুন সুদীপকে পাওয়া যাবে ।
একই সঙ্গে ব্যাটসম্যান মনোজ তিওয়ারির ব্যাটিং ক্ষমতার প্রশংসা করেন । তিনি নিশ্চিত ম্যাচ উইনার মনোজ তিওয়ারিকে পাওয়া যাবে । অশোক দিন্দার সঙ্গে বাংলার টিম ম্যানেজমেন্টের সমস্যা সম্পর্কে অবহিত নন বলে জানিয়েছেন লক্ষ্মণ । দিন্দার ধারাবাহিক উইকেট শিকার তাঁকে বিস্মিত করে । আশা, নতুন মরশুমেও বোলিং মেশিন দিন্দা একইরকম আগ্রাসী পারফরম্যান্স উপহার দেবে ।