মুম্বই, 6 ফেব্রুয়ারি : আইপিএল 2021-এর নিলামের জন্য নাম নথিভুক্ত করালেন অর্জুন তেন্ডুলকর ৷ বিগত কয়েকটি মরশুম ধরে মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে দেখা গিয়েছে তাঁকে ৷ এবার কোটিপতি লিগে খেলার জন্য ঝাঁপাচ্ছেন দেশের ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ছেলে ৷ বেস প্রাইস রাখা হয়েছে 20 লাখ ৷ এই খবর চাউর হতেই সোশাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে ৷
গত মাসেই ঘরোয়া ক্রিকেটে পা রেখেছেন অর্জুন ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে খেলেছেন তিনি ৷ লিগে দুটি ম্যাচ খেলে দুটি উইকেট নিয়েছেন ৷ প্রথম ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে 3 ওভার বল করে 34 রান দিয়ে একটি উইকেট নেন ৷ পরের ম্যাচ ছিল পুদুচেরির বিরুদ্ধে ৷ সেই ম্যাচে 33 রান দিয়ে একটি উইকেট নেন ৷ তবে সচিনপুত্রকে দলে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজ়িগুলির মধ্যে কাড়াকাড়ি পড়ে গিয়েছে তা নয় ৷ আসলে অর্জুনের পদবিটাই যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছে ৷ বাবার পথ অনুসরণ করে ক্রিকেট বেছে নিলেও সচিনের মতো ডানহাতে ব্যাটিং বা বোলিং কোনওটাই করেন না অর্জুন ৷ নিলামে এই বাঁহাতি অলরাউন্ডারকে কোন ফ্র্যাঞ্চাইজ়ি ঘরে তোলে সেদিকেই তাকিয়ে ক্রিকেট ভক্তরা ৷
আরও পড়ুন : আইপিএল-নিলাম হবে 1097 ক্রিকেটারের
অর্জুন ছাড়াও নির্বাসন কাটিয়ে সদ্য বাইশ গজে ফিরে এসে শ্রীসন্থও নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন ৷ এই তালিকায় রয়েছেন বাংলাদেশের নামী অলরাউন্ডার সাকিব আল হাসান ৷ তবে মিচেল স্টার্ক, জো রুটের মতো ক্রিকেটাররা নিলামে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ নিলামের জন্য মোট 1 হাজার 97 জন ক্রিকেটার নাম রেজিস্টার করিয়েছেন ৷ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ হতে চলেছে 14তম আইপিএলের নিলাম ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের সর্বাধিক 56 জন ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন ৷ দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (42 জন) ও 38 জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন ৷
বৃহস্পতিবার ছিল ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের শেষ দিন ৷ এবং তালিকা অনুযায়ী, 207 জন আন্তর্জাতিক ক্রিকেটার ও 21 জন ক্যাপড ভারতীয় ক্রিকেটারের নাম আছে ৷ এছাড়া অ্যাসোসিয়েট নেশনে থেকে 27 জন ক্রিকেটার, 863 জন আনক্যাপড ক্রিকেটার ( এর মধ্যে 743 জন ভারতীয় ও 68 জন বিদেশি) আছে ৷ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, যাঁরা অনন্ত একটি আইপিএল ম্যাচ খেলেছেন, সেই সংখ্যাটি হল 50 ৷ এবং এই বিভাগের বিদেশি ক্রিকেটারের সংখ্যা 2 ৷