ETV Bharat / sports

বিশ্বকাপের মাঝেই দিদির মৃত্যু, চোখের জল মুছে ইতিহাস আকবরের

যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেছেন দিদি ৷ বিশ্বকাপ চলাকালীন কোনওভাবে খবরটা পেয়ে গেছিলেন বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের অধিনায়ক আকবর আলি ৷

author img

By

Published : Feb 10, 2020, 8:56 PM IST

Akbar Ali
আকবর আলি

রংপুর, 10 ফেব্রুয়ারি : এই সেদিনই জিম্বাবোয়ের বিরুদ্ধে বাংলাদেশের 9 উইকেটে জয়ের ম্যাচটা দেখলেন ৷ টিভির সামনে বসে ভাইকে জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিতে দেখে গর্বে বুক ভরে উঠেছিল খাদিজা খাতুনের ৷ রবিবার পোচেস্ট্রুমে সেই ভাইয়ের হাতেই উঠেছে বিশ্বকাপ ট্রফি ৷ তা অবশ্য দেখে যেতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক আকবর আলির দিদি খাদিজা ৷ তখন যে বড্ড দূরে তিনি ৷

আন্ডারডগ টিম হিসেবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলতে গেছিল বাংলাদেশ ৷ সেই দলকে ফাইনালে তোলেন অধিনায়ক আকবর আলি ৷ বয়সের তুলনায় আকবর যে একটু বেশিই পরিণত তা ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে প্রকাশ পেয়েছে বারবার ৷ কঠিন সময়ে ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দিলেন ৷ ব্যাট হাতে অবদান রাখলেন ৷ ম্যাচের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্রিকেটারদের শান্ত করার চেষ্টা করলেন ৷ সর্বোপরি বাংলাদেশি ক্রিকেটারদের হাতাহাতিতে জড়ানোর ঘটনায় দোষ স্বীকার করে ক্ষমাও চেয়ে নেন তিনি ৷ তখনও বোঝা যায়নি বছর আঠারোর আপাত শান্ত ছেলেটার বুকে কী ঝড় চলছে ৷ বাংলাদেশের বিশ্বকাপ জয়ের পর প্রকাশ্যে এল, বিশ্বকাপ চলাকালীন মৃত্যু হয়েছে আকবরের দিদি খাদিজা খাতুনের ৷ চোখের জল মুছে, প্রিয়জনের মৃত্যুর শোক চেপেই ইতিহাস গড়েছেন আকবর ৷

চার ভাই-বোনের মধ্যে আকবর সবার ছোটো ৷ দিদিদের চোখের মণি আকবর বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশকে ৷ 18 জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে টিভির সামনে বসে ভাইকে নেতৃত্ব দিতে দেখেছেন খাদিজা খাতুন ৷ সেই ম্যাচ 9 উইকেটে জিতেছিল বাংলাদেশ ৷ কিন্তু পরের ম্যাচগুলি আর দেখা হয়নি খাদিজার ৷ 22 জানুয়ারি যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান তিনি ৷ বাড়ির লোক চেপে গেলেও কোনওভাবে খবরটা আকবরের কানে পৌঁছে যায় ৷ দিদির মৃত্যুশোক বুকে চেপে দলকে ফাইনালে তোলেন তিনি ৷

ফাইনালে সেই শোকই যেন শক্তিতে পরিণত হয়েছিল ৷ কঠিন সময় বুক চিতিয়ে লড়াই করেছেন ৷ দেশকে প্রথম বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস গড়েছেন ৷

রংপুর, 10 ফেব্রুয়ারি : এই সেদিনই জিম্বাবোয়ের বিরুদ্ধে বাংলাদেশের 9 উইকেটে জয়ের ম্যাচটা দেখলেন ৷ টিভির সামনে বসে ভাইকে জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিতে দেখে গর্বে বুক ভরে উঠেছিল খাদিজা খাতুনের ৷ রবিবার পোচেস্ট্রুমে সেই ভাইয়ের হাতেই উঠেছে বিশ্বকাপ ট্রফি ৷ তা অবশ্য দেখে যেতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক আকবর আলির দিদি খাদিজা ৷ তখন যে বড্ড দূরে তিনি ৷

আন্ডারডগ টিম হিসেবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলতে গেছিল বাংলাদেশ ৷ সেই দলকে ফাইনালে তোলেন অধিনায়ক আকবর আলি ৷ বয়সের তুলনায় আকবর যে একটু বেশিই পরিণত তা ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে প্রকাশ পেয়েছে বারবার ৷ কঠিন সময়ে ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দিলেন ৷ ব্যাট হাতে অবদান রাখলেন ৷ ম্যাচের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্রিকেটারদের শান্ত করার চেষ্টা করলেন ৷ সর্বোপরি বাংলাদেশি ক্রিকেটারদের হাতাহাতিতে জড়ানোর ঘটনায় দোষ স্বীকার করে ক্ষমাও চেয়ে নেন তিনি ৷ তখনও বোঝা যায়নি বছর আঠারোর আপাত শান্ত ছেলেটার বুকে কী ঝড় চলছে ৷ বাংলাদেশের বিশ্বকাপ জয়ের পর প্রকাশ্যে এল, বিশ্বকাপ চলাকালীন মৃত্যু হয়েছে আকবরের দিদি খাদিজা খাতুনের ৷ চোখের জল মুছে, প্রিয়জনের মৃত্যুর শোক চেপেই ইতিহাস গড়েছেন আকবর ৷

চার ভাই-বোনের মধ্যে আকবর সবার ছোটো ৷ দিদিদের চোখের মণি আকবর বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশকে ৷ 18 জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে টিভির সামনে বসে ভাইকে নেতৃত্ব দিতে দেখেছেন খাদিজা খাতুন ৷ সেই ম্যাচ 9 উইকেটে জিতেছিল বাংলাদেশ ৷ কিন্তু পরের ম্যাচগুলি আর দেখা হয়নি খাদিজার ৷ 22 জানুয়ারি যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান তিনি ৷ বাড়ির লোক চেপে গেলেও কোনওভাবে খবরটা আকবরের কানে পৌঁছে যায় ৷ দিদির মৃত্যুশোক বুকে চেপে দলকে ফাইনালে তোলেন তিনি ৷

ফাইনালে সেই শোকই যেন শক্তিতে পরিণত হয়েছিল ৷ কঠিন সময় বুক চিতিয়ে লড়াই করেছেন ৷ দেশকে প্রথম বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস গড়েছেন ৷



New Delhi, Feb 10 (ANI): Principal of Gargi College, Dr Promila Kumar informed that the college administration has set up a high-level fact finding committee to meet with complainants of alleged sexual assault inside the campus during a cultural festival. "We have set up a high-level fact-finding committee to meet with the complainants, eyewitnesses and any other person having relevant information. The committee will prepare, in a time-bound manner, a report of the complaints for submission to the Police, if complainants so desire. The students also have the option of approaching the ICC of Gargi College for confidential inquiry. Institute will file a report of complaints to the Police at the earliest so perpetrators can be brought to justice. We'll set up a security protocol to ensure such incidents never take place again," Dr Promila told ANI on alleged sexual assault by outsiders at the college.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.