ETV Bharat / sports

ক্যাচ না সিরিজ় ফেললেন রাহানে ?

1999 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ ওয়ার ক্যাচ মিস করেন হার্শাল গিবস ৷ ক্রিকেট মাঠেই স্টিভ, গিবসকে বলেন, ‘‘ তুমি আমার ক্যাচ নয় বিশ্বকাপটা মিস করলে ৷’’ শতরান করে সেবার দক্ষিণ আফ্রিকার নাগাল থেকে ম্যাচ বের করে আনেন ওয়া ৷

ক্যাচ  ফেললেন রাহানে
ক্যাচ ফেললেন রাহানে
author img

By

Published : Jan 15, 2021, 8:00 PM IST

ব্রিসবেন, 15 জানুয়ারি : সেদিন ক্যাচ মিস করার পর বিপক্ষের অধিনায়ক বলেছিলেন, ‘‘ক্যাচের সঙ্গে সঙ্গে বিশ্বকাপটাও ফেললে ৷’’ সেদিনের যে দলের অধিনায়কের ক্যাচ ফেলেছিলেন হার্শাল গিবস, সেই দলেরই আর এক ব্যাটসম্যানের ক্যাচ আজ ফেললেন ভারতীয় দলের অধিনায়ক ৷ সেদিন হঠাৎই খলনায়ক হয়ে গিয়েছিলেন গিবস ৷ আজ লাবুশেনের ক্যাচ ফেলে খলনায়ক হতে হবে না তো রাহানেকে?

1999 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ ওয়ার ক্যাচ মিস করেন হার্শাল গিবস ৷ ক্রিকেট মাঠেই স্টিভ, গিবসকে বলেন, ‘‘তুমি আমার ক্যাচ নয় বিশ্বকাপটা মিস করলে ৷’’ শতরান করে সেবার দক্ষিণ আফ্রিকার নাগাল থেকে ম্যাচ বের করে আনেন ওয়া ৷

সেবার বিশ্বকাপ ঘরে তোলা হয়নি দক্ষিণ আফ্রিকার ৷ 20 বছর পর সেই আশঙ্খাটাই ফের জাগিয়ে তুললেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে ৷ তবে তফাৎ একটাই, সেবার ছিল বিশ্বকাপের মঞ্চ ৷ এবার সিরিজ় হারার ভ্রূকুটি ৷ ব্রিসবেনের গাব্বায় 37 রানে ব্যাটিং করা মার্নাস লাবুশেনের ক্যাচ ফেললেন ভারত অধিনায়ক ৷ সেদিনের স্টিভের মতোই আজ শতরান করে থামলেন লাবুশেন ৷

চোটে জর্জরিত ভারতীয় দলে আজ অভিষেক হয় তিন বোলারের ৷ দলের সবথেকে অভিজ্ঞ বোলার মহম্মদ সিরাজ ৷ যাঁর ঝুলিতে আছে মাত্র 2টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ৷ সেদিক থেকে বলাই যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ‘বি’ দল খেলছে ৷ ভারতীয় শিবিরের অবস্থা এতটাই খারাপ যে, চারটি টেস্টই খেলছেন একমাত্র অধিনায়ক রাহানে ও চেতেশ্বর পূজারা ৷

এই পরিস্থিতিতে লাবুশানের সহজ ক্যাচ ফেললেন রাহানে ৷ অনভিজ্ঞ বোলিং অ্যাটাক নিয়েও একসময় 87 রানে 3 উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বেশ বেকায়দায় ফেলেছিল ভারত ৷ সেই সময় লাবুশানের উইকেট, অজ়ি ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিতে পারত ৷ কিন্তু সেই সুযোগ হাতছাড়া করলেন রাহানে ৷

ব্রিসবেনের গাব্বা ক্রিকেট গ্রাউন্ডকে অস্ট্রেলিয়ার দূর্গ বলা চলে ৷ 1988 সালের পর এই গাব্বায় একটাও ম্যাচ হারেনি অজ়িরা ৷ তারপর থেকে গাব্বায় 31টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া ৷ তারমধ্যে 24টি ম্যাচেই জয় তুলে নিয়েছে ক্যাঙারুরা ৷ আর সেই গাব্বাতেই অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলার সহজ সুযোগ হাতছাড়া করল ভারত ৷

আরও পড়ুন :- আবারও চোট ভারতীয় শিবিরে, ওভারের মাঝেই মাঠ ছাড়লেন নভদীপ

শেষ কয়েক বছর ধরে গালিতে দুরন্ত ফিল্ডিং করেছেন রাহানে ৷ গালিতেই তাঁর কিছু অসাধারণ ক্যাচের সাক্ষী আছে দর্শকরা ৷ কিন্তু সেই রাহানের হাত থেকেই বেরিয়ে গেল সহজ ক্যাচ ৷ তাহলে কী 1999 সালে স্টিভ ওয়ার বিখ্যাত উক্তির রেশ ধরে, ক্যাচ নয় সিরিজ় মিস করলেন রাহানে ? উত্তর দেবে সময় ৷

ব্রিসবেন, 15 জানুয়ারি : সেদিন ক্যাচ মিস করার পর বিপক্ষের অধিনায়ক বলেছিলেন, ‘‘ক্যাচের সঙ্গে সঙ্গে বিশ্বকাপটাও ফেললে ৷’’ সেদিনের যে দলের অধিনায়কের ক্যাচ ফেলেছিলেন হার্শাল গিবস, সেই দলেরই আর এক ব্যাটসম্যানের ক্যাচ আজ ফেললেন ভারতীয় দলের অধিনায়ক ৷ সেদিন হঠাৎই খলনায়ক হয়ে গিয়েছিলেন গিবস ৷ আজ লাবুশেনের ক্যাচ ফেলে খলনায়ক হতে হবে না তো রাহানেকে?

1999 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ ওয়ার ক্যাচ মিস করেন হার্শাল গিবস ৷ ক্রিকেট মাঠেই স্টিভ, গিবসকে বলেন, ‘‘তুমি আমার ক্যাচ নয় বিশ্বকাপটা মিস করলে ৷’’ শতরান করে সেবার দক্ষিণ আফ্রিকার নাগাল থেকে ম্যাচ বের করে আনেন ওয়া ৷

সেবার বিশ্বকাপ ঘরে তোলা হয়নি দক্ষিণ আফ্রিকার ৷ 20 বছর পর সেই আশঙ্খাটাই ফের জাগিয়ে তুললেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে ৷ তবে তফাৎ একটাই, সেবার ছিল বিশ্বকাপের মঞ্চ ৷ এবার সিরিজ় হারার ভ্রূকুটি ৷ ব্রিসবেনের গাব্বায় 37 রানে ব্যাটিং করা মার্নাস লাবুশেনের ক্যাচ ফেললেন ভারত অধিনায়ক ৷ সেদিনের স্টিভের মতোই আজ শতরান করে থামলেন লাবুশেন ৷

চোটে জর্জরিত ভারতীয় দলে আজ অভিষেক হয় তিন বোলারের ৷ দলের সবথেকে অভিজ্ঞ বোলার মহম্মদ সিরাজ ৷ যাঁর ঝুলিতে আছে মাত্র 2টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ৷ সেদিক থেকে বলাই যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ‘বি’ দল খেলছে ৷ ভারতীয় শিবিরের অবস্থা এতটাই খারাপ যে, চারটি টেস্টই খেলছেন একমাত্র অধিনায়ক রাহানে ও চেতেশ্বর পূজারা ৷

এই পরিস্থিতিতে লাবুশানের সহজ ক্যাচ ফেললেন রাহানে ৷ অনভিজ্ঞ বোলিং অ্যাটাক নিয়েও একসময় 87 রানে 3 উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বেশ বেকায়দায় ফেলেছিল ভারত ৷ সেই সময় লাবুশানের উইকেট, অজ়ি ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিতে পারত ৷ কিন্তু সেই সুযোগ হাতছাড়া করলেন রাহানে ৷

ব্রিসবেনের গাব্বা ক্রিকেট গ্রাউন্ডকে অস্ট্রেলিয়ার দূর্গ বলা চলে ৷ 1988 সালের পর এই গাব্বায় একটাও ম্যাচ হারেনি অজ়িরা ৷ তারপর থেকে গাব্বায় 31টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া ৷ তারমধ্যে 24টি ম্যাচেই জয় তুলে নিয়েছে ক্যাঙারুরা ৷ আর সেই গাব্বাতেই অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলার সহজ সুযোগ হাতছাড়া করল ভারত ৷

আরও পড়ুন :- আবারও চোট ভারতীয় শিবিরে, ওভারের মাঝেই মাঠ ছাড়লেন নভদীপ

শেষ কয়েক বছর ধরে গালিতে দুরন্ত ফিল্ডিং করেছেন রাহানে ৷ গালিতেই তাঁর কিছু অসাধারণ ক্যাচের সাক্ষী আছে দর্শকরা ৷ কিন্তু সেই রাহানের হাত থেকেই বেরিয়ে গেল সহজ ক্যাচ ৷ তাহলে কী 1999 সালে স্টিভ ওয়ার বিখ্যাত উক্তির রেশ ধরে, ক্যাচ নয় সিরিজ় মিস করলেন রাহানে ? উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.