ETV Bharat / sports

কেটে গেছে 27 বছর, ফের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড - world cup semifinal

এবার লিগের শেষ ম্যাচে কিউয়িদের ১১৯ রানে হারিয়ে আবার বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড।

ইংল্যান্ড
author img

By

Published : Jul 4, 2019, 6:31 AM IST

Updated : Jul 4, 2019, 7:01 AM IST

ডারহ্যাম, 4 জুলাই : 1992 সাল । সিডনিতে মুখোমুখি সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড । সেদিন 50 ওভারের ম্যাচে ইংল্যান্ডকে 252 রানে থামিয়েও, 12 মিনিটের অভিশপ্ত বৃষ্টিতে প্রোটিয়াদের ফাইনালে যাওয়ার স্বপ্ন মাঠে মারা গেছিল । স্লো ওভার রেটের জন্য 1 বলে 22 রানের টার্গেট দেওয়া হয়েছিল সাউথ আফ্রিকাকে । সহজেই সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড । এরপর কেটে গেছে 27 বছর । আর কখনও সেমিফাইনালে দেখা যায়নি ইংল্যান্ডকে । এবার লিগের শেষ ম্যাচে কিউয়িদের ১১৯ রানে হারিয়ে আবার বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড।

গতকাল ডারহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড । রয়কে সঙ্গী করে এই ম্যাচেও দাপিয়ে শুরু করেন বেয়ারস্টো । প্রথম উইকেটে রয়-বেয়ারস্টোর জুটি 123 রান তোলে । 99 বলে 106 রান করেন জনি বেয়ারস্টো এবং 61 বলে 60 রান করেন জেসন রায়। বিশ্বকাপে এটি বেয়ারস্টোর দ্বিতীয় শতরান। 30 ওভারে 1 উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল 194 । শেষ 20 ওভারে 111 রান তোলে ইংল্যান্ড । ফার্গুসনের দলে না থাকার সুযোগকেও ভালোভাবে কাজে লাগিয়েছে ইংল্যান্ড ।

তবে নিউজ়িল্যান্ডকে গুটিয়ে ফেলতে বেশি সময় লাগেনি ইংরেজদের । শুরুটা ভালো করতে পারেনি নিউজ়িল্যান্ড । শূন্য রানে ফিরে যান হেনরি নিকোলস । কেন উইলিয়ামসনও 40 বলে 27 রান করে ফিরে যান । নিউজ়িল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন টম লাথাম ( 65 বলে 57 রান) । 45 ওভারে 186 রানে শেষ হয়ে যায় নিউজ়িল্যান্ডের ইনিংস । ইংল্যান্ডের হয়ে 38 রানে তিন উইকেট নেন মার্ক উড।

ডারহ্যাম, 4 জুলাই : 1992 সাল । সিডনিতে মুখোমুখি সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড । সেদিন 50 ওভারের ম্যাচে ইংল্যান্ডকে 252 রানে থামিয়েও, 12 মিনিটের অভিশপ্ত বৃষ্টিতে প্রোটিয়াদের ফাইনালে যাওয়ার স্বপ্ন মাঠে মারা গেছিল । স্লো ওভার রেটের জন্য 1 বলে 22 রানের টার্গেট দেওয়া হয়েছিল সাউথ আফ্রিকাকে । সহজেই সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড । এরপর কেটে গেছে 27 বছর । আর কখনও সেমিফাইনালে দেখা যায়নি ইংল্যান্ডকে । এবার লিগের শেষ ম্যাচে কিউয়িদের ১১৯ রানে হারিয়ে আবার বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড।

গতকাল ডারহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড । রয়কে সঙ্গী করে এই ম্যাচেও দাপিয়ে শুরু করেন বেয়ারস্টো । প্রথম উইকেটে রয়-বেয়ারস্টোর জুটি 123 রান তোলে । 99 বলে 106 রান করেন জনি বেয়ারস্টো এবং 61 বলে 60 রান করেন জেসন রায়। বিশ্বকাপে এটি বেয়ারস্টোর দ্বিতীয় শতরান। 30 ওভারে 1 উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল 194 । শেষ 20 ওভারে 111 রান তোলে ইংল্যান্ড । ফার্গুসনের দলে না থাকার সুযোগকেও ভালোভাবে কাজে লাগিয়েছে ইংল্যান্ড ।

তবে নিউজ়িল্যান্ডকে গুটিয়ে ফেলতে বেশি সময় লাগেনি ইংরেজদের । শুরুটা ভালো করতে পারেনি নিউজ়িল্যান্ড । শূন্য রানে ফিরে যান হেনরি নিকোলস । কেন উইলিয়ামসনও 40 বলে 27 রান করে ফিরে যান । নিউজ়িল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন টম লাথাম ( 65 বলে 57 রান) । 45 ওভারে 186 রানে শেষ হয়ে যায় নিউজ়িল্যান্ডের ইনিংস । ইংল্যান্ডের হয়ে 38 রানে তিন উইকেট নেন মার্ক উড।


New Delhi, Jul 03 (ANI): Tom Holland-starrer 'Spider-Man', earned over USD 39.2 million on the first day as it hit around 4600 screens in the country. With this amount, the latest Spider-Man flick surpasses the record held by the 2012 film 'The Amazing Spider-Man' which opened with USD 35 million on its first day, reported Variety. 'Spider-Man: Far From Home' was produced on a budget of around USD 160 million. Prior to its release in the home country, the movie was already released in China on June 28 and garnered over USD 30 million by mid-evening on the first day of its release. Its predecessor 'Spider-Man: Homecoming' minted about USD 116 million in China and USD 880 million globally. Directed by Jon Watts, the 'Spider-Man: Far From Home' has Spider-Man dealing with the fallout from Infinity War, and as per the title, it will be the first Spider-Man solo movie to take the hero out of New York. The film features British actor Tom Holland as Spider-Man, while Jake Gyllenhaal will be seen as the classic Spider-Man villain Mysterio. The film is scheduled to hit the Indian silver screens on July 4. It will release in English, Hindi, Tamil, and Telugu.
Last Updated : Jul 4, 2019, 7:01 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.