ETV Bharat / sports

ফের সেঞ্চুরি অভিষেকের, বড় ইনিংসের স্বপ্ন বাংলার

অভিষেকের 110 রানে ভর দিয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলা চার উইকেটে 241 । অভিষেক রামন । প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চার নম্বর সেঞ্চুরি করলেন আজ ।

Abhishek
অভিষেক রামন
author img

By

Published : Dec 25, 2019, 9:53 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর : প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চার নম্বর সেঞ্চুরি করলেন অভিষেক রামন । তাঁর110 রানে (ব্য়াট করছেন) ভর দিয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলা চার উইকেটে 241 । অভিষেকের সঙ্গে তিন রানে অপরাজিত শ্রীবৎস গোস্বামী । দিনের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক রামন বলেছেন, দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা সামলে নিতে পারলে অন্ধ্রপ্রদেশের উপর বড় রানের বোঝা চাপানো অসম্ভব হবে না । তবে ইডেনের এই 22 গজে বড় রান কত তার কোনও লক্ষ্মণ রেখা বাংলার ড্রেসিংরুম টানতে নারাজ । হাতে ছয় উইকেট । 110 রানে অপরাজিত অভিষেক রামন, সঙ্গে শ্রীবৎস । বাংলা দল অন্তত করতে চাইছে 350 রান ।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশ অধিনায়ক হনুমা বিহারী । সবুজ উইকেট ও সকালের আদ্রতা কাজে লাগিয়ে বাংলাকে ব্যাকফুটে ফেলতে চেয়েছিল অন্ধ্রপ্রদেশ । বঙ্গ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে দ্রুত সাজঘরে পাঠালেও তার ফায়দা তুলতে ব্যর্থ স্টিফেন ও শশীকান্তরা । ফলে প্রাথমিক ঝটকা সরিয়ে বাংলা ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে । প্রত্যাবর্তনের কাজে দলকে নেতৃত্ব দেন অভিষেক রামন । কৌশিক ঘোষকে সঙ্গে করে ইনিংস মেরামতির কাজ শুরু করেন । 13টি চার ও একটি বিশাল ছক্কায় সাজানো তার অপরাজিত ইনিংস । এর আগে চারবার নার্ভাস নাইন্টিতে আউট হওয়ার দুঃসহ স্মৃতি রয়েছে । তাই সেঞ্চুরিতে দ্রুত পৌছনোর জন্যে ছক্কার আশ্রয় নিয়েছিলেন তিনি । যদিও পরে বলেছেন ছক্কায় সেঞ্চুরি করার পরিকল্পনা ছিল না । তিরুবন্তপুরমে কেরলের বিরুদ্ধে, ইডেনে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে নির্ভরতা দিচ্ছে অভিষেক রামনের ব্যাটই ।

কৌশিক ঘোষ 37 রানে আউট । 69 বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি বড় ইনিংসের স্বপ্ন দেখালেও তা শোয়েব খানের বলে শেষ হয়ে যায় । প্রতিপক্ষের ফাঁদ এড়িয়ে বড় ইনিংস গড়তে ব্যর্থ মনোজ তিওয়ারি । 78 বলে 46 রানের ইনিংস ছয়টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো । বাংলার প্রাক্তন অধিনায়ক দারুন ছন্দে ব্যাট করছিলেন । কিন্তু প্রতিপক্ষের শট বলের ফাঁদ এড়াতে ব্যর্থ তিনি । সুদীপ চ্যাট্টোপাধ্যায় কেরলের পর এই ম্যাচে রান পেলেন না । পাঁচ নম্বরে নেমে অন্ধ্রপ্রদেশের মধ্যবিত্ত বোলিং আক্রমণ সামলে রানে ফেরার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি । 59 বলে 18 রানের ইনিংসে একটি বাউন্ডারি । সতীর্থ অভিষেক রামন বলছেন সুদীপের রানে ফেরা সময়ের অপেক্ষা।কিন্তু সেই অপেক্ষা কতদিন দীর্ঘায়িত হবে তা কেউ জানে না ।

হনুমা বিহারীর অন্ধ্রপ্রদেশ বল হাতে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ । ক্যাচ ও স্ট্যাম্পিংয়ের সুযোগ নষ্ট করে বাংলার কাজটা সহজ করেছেন তারা । তারউপর চোটের ধাক্কা হনুমা বিহারীর প্রধান চিন্তা । জি মণীশ কাঁধের চোটে হাসপাতালে । ইয়ারা পৃথ্বীরাজ ও রিকি ভুই চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন । অভিষেক রামন বলছেন, প্রথম ইনিংসের লিডে লুকিয়ে ম্যাচের ভাগ্য । বড় ইনিংসের স্বপ্নে বাংলা । প্রত্যাঘাতের লক্ষে অন্ধ্র । বুধবার সকালে সূর্যগ্রহণ । ব্যর্থতার গ্রহণ কোন শিবিরে এখন সেটাই দেখার ।

কলকাতা, 25 ডিসেম্বর : প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চার নম্বর সেঞ্চুরি করলেন অভিষেক রামন । তাঁর110 রানে (ব্য়াট করছেন) ভর দিয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলা চার উইকেটে 241 । অভিষেকের সঙ্গে তিন রানে অপরাজিত শ্রীবৎস গোস্বামী । দিনের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক রামন বলেছেন, দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা সামলে নিতে পারলে অন্ধ্রপ্রদেশের উপর বড় রানের বোঝা চাপানো অসম্ভব হবে না । তবে ইডেনের এই 22 গজে বড় রান কত তার কোনও লক্ষ্মণ রেখা বাংলার ড্রেসিংরুম টানতে নারাজ । হাতে ছয় উইকেট । 110 রানে অপরাজিত অভিষেক রামন, সঙ্গে শ্রীবৎস । বাংলা দল অন্তত করতে চাইছে 350 রান ।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশ অধিনায়ক হনুমা বিহারী । সবুজ উইকেট ও সকালের আদ্রতা কাজে লাগিয়ে বাংলাকে ব্যাকফুটে ফেলতে চেয়েছিল অন্ধ্রপ্রদেশ । বঙ্গ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে দ্রুত সাজঘরে পাঠালেও তার ফায়দা তুলতে ব্যর্থ স্টিফেন ও শশীকান্তরা । ফলে প্রাথমিক ঝটকা সরিয়ে বাংলা ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে । প্রত্যাবর্তনের কাজে দলকে নেতৃত্ব দেন অভিষেক রামন । কৌশিক ঘোষকে সঙ্গে করে ইনিংস মেরামতির কাজ শুরু করেন । 13টি চার ও একটি বিশাল ছক্কায় সাজানো তার অপরাজিত ইনিংস । এর আগে চারবার নার্ভাস নাইন্টিতে আউট হওয়ার দুঃসহ স্মৃতি রয়েছে । তাই সেঞ্চুরিতে দ্রুত পৌছনোর জন্যে ছক্কার আশ্রয় নিয়েছিলেন তিনি । যদিও পরে বলেছেন ছক্কায় সেঞ্চুরি করার পরিকল্পনা ছিল না । তিরুবন্তপুরমে কেরলের বিরুদ্ধে, ইডেনে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে নির্ভরতা দিচ্ছে অভিষেক রামনের ব্যাটই ।

কৌশিক ঘোষ 37 রানে আউট । 69 বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি বড় ইনিংসের স্বপ্ন দেখালেও তা শোয়েব খানের বলে শেষ হয়ে যায় । প্রতিপক্ষের ফাঁদ এড়িয়ে বড় ইনিংস গড়তে ব্যর্থ মনোজ তিওয়ারি । 78 বলে 46 রানের ইনিংস ছয়টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো । বাংলার প্রাক্তন অধিনায়ক দারুন ছন্দে ব্যাট করছিলেন । কিন্তু প্রতিপক্ষের শট বলের ফাঁদ এড়াতে ব্যর্থ তিনি । সুদীপ চ্যাট্টোপাধ্যায় কেরলের পর এই ম্যাচে রান পেলেন না । পাঁচ নম্বরে নেমে অন্ধ্রপ্রদেশের মধ্যবিত্ত বোলিং আক্রমণ সামলে রানে ফেরার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি । 59 বলে 18 রানের ইনিংসে একটি বাউন্ডারি । সতীর্থ অভিষেক রামন বলছেন সুদীপের রানে ফেরা সময়ের অপেক্ষা।কিন্তু সেই অপেক্ষা কতদিন দীর্ঘায়িত হবে তা কেউ জানে না ।

হনুমা বিহারীর অন্ধ্রপ্রদেশ বল হাতে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ । ক্যাচ ও স্ট্যাম্পিংয়ের সুযোগ নষ্ট করে বাংলার কাজটা সহজ করেছেন তারা । তারউপর চোটের ধাক্কা হনুমা বিহারীর প্রধান চিন্তা । জি মণীশ কাঁধের চোটে হাসপাতালে । ইয়ারা পৃথ্বীরাজ ও রিকি ভুই চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন । অভিষেক রামন বলছেন, প্রথম ইনিংসের লিডে লুকিয়ে ম্যাচের ভাগ্য । বড় ইনিংসের স্বপ্নে বাংলা । প্রত্যাঘাতের লক্ষে অন্ধ্র । বুধবার সকালে সূর্যগ্রহণ । ব্যর্থতার গ্রহণ কোন শিবিরে এখন সেটাই দেখার ।

Intro:প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের চার নম্বর সেঞ্চুরি করলেন অভিষেক রামন।দিনের শেষে তার অপরাজিত 110রানে ভর দিয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলা চার উইকেটে 241।অভিষেকের সঙ্গে তিন রানে অপরাজিত শ্রীবৎস গোস্বামী। দিনের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক রামন বলেছেন দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা সামলে নিতে পারলে অন্ধ্রপ্রদেশের ওপর বড় রানের বোঝা চাপানো অসম্ভব হবে না।তবে ইডেনের এই বাইশ গজে বড় রান কত তার কোনও লক্ষন রেখা বাংলার ড্রেসিংরুম টানতে নারাজ।হাতে ছয় উইকেট।একশো দশ রানে অপরাজিত অভিষেক রামন,সঙ্গে শ্রীবৎস। বাংলা দল অন্তত সাড়ে তিনশো রান করতে চায়।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশ অধিনায়ক হনুমা বিহারি।সবুজ উইকেট ও সকালের আদ্রতা কাজে লাগিয়ে বাংলাকে ব্যাকফুটে ফেলতে চেয়েছিল অন্ধ্রপ্রদেশ।বঙ্গ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকে দ্রুত সাজঘরে পাঠালেও তার ফায়দা তুলতে ব্যর্থ স্টিফেন ও শশীকান্তরা।ফলে প্রাথমিক ঝটকা সরিয়ে বাংলা ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে।প্রত্যাবর্তনের কাজে দলকে নেতৃত্ব দিলেন অভিষেক রামন। কৌশিক ঘোষকে সঙ্গে করে ইনিংস মেরামতির কাজ শুরু করেন। 13টি চার ও একটি বিশাল ছক্কায় সাজানো তার অপরাজিত ইনিংস।এর আগে চারবার নার্ভাস নাইন্টিতে আউট হওয়ার দুঃসহ স্মৃতি রয়েছে।তাই সেঞ্চুরিতে দ্রুত পৌছনোর জন্যে ছক্কার আশ্রয় নিয়েছিলেন তিনি।যদিও পরে বলেছেন ছক্কায় সেঞ্চুরি করার পরিকল্পনা ছিল না।তিরুবন্তপুরমে কেরলের বিরুদ্ধে ইডেনে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে নির্ভরতা দিচ্ছে অভিষেক রামনের ব্যাট।
রামন এফেক্ট অবশ্য বাংলার মিডল অর্ডারে পড়েনি।কৌশিক ঘোষ 37রানে আউট।69বলের ইনিংসে পাচটি বাউন্ডারি বড় ইনিংসের স্বপ্ন দেখালেও তা শোয়েব খানের বলে শেষ হয়ে যায়।
প্রতিপক্ষের ফাদ এড়িয়ে বড় ইনিংস গড়তে ব্যর্থ মনোজ তিওয়ারি।78বলে 46রানের ইনিংস ছয়টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো।বাংলার প্রাক্তন অধিনায়ক দারুন ছন্দে ব্যাট করছিলেন। কিন্তু প্রতিপক্ষের শট বলেরফাদ এড়াতে ব্যর্থ তিনি।
সুদীপ চ্যাটার্জি কেরলের পরে এই ম্যাচে রান পেলেন না।পাচ নম্বরে নেমে অন্ধ্রপ্রদেশের মধ্যবিত্ত বোলিং আক্রমন সামলে রানে ফেরার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি।59বলে 18রানের ইনিংসে একটি বাউন্ডারি।সতীর্থ অভিষেক রামন বলছেন সুদীপের রানে ফেরা সময়ের অপেক্ষা।কিন্তু সেই অপেক্ষা কতদিন দীর্ঘায়িত হবে তা কেউ জানে না।
হনুমা বিহারি র অন্ধ্রপ্রদেশ বল হাতে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ।ক্যাচ ও স্ট্যাম্পিং এর সুযোগ নষ্ট করে বাংলার কাজটা সহজ করেছেন তারা।তারওপর চোটের ধাক্কা হনুমা বিহারি র প্রধান চিন্তা।জি মনীশ কাধের চোটে হাসপাতালে।ইয়ারা পৃথ্বীরাজ ও রিকি ভুই চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।
অভিষেক রামন বলছেন প্রথম ইনিংসের লিডে লুকিয়ে ম্যাচের ভাগ্য।বড় ইনিংসের স্বপ্নে বাংলা।প্রত্যাঘাতের লক্ষে অন্ধ্র।বুধবার সকালে সূর্যগ্রহন। ব্যর্থতার গ্রহন কোন শিবিরে এখন সেটাই দেখার।


Body:বাংলা


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.