ETV Bharat / sports

ফিরে গেলেন মনোজ, তিন উইকেট হারিয়ে চাপে বাংলা

384 রান নিয়ে বুধবার সকালে মাঠে নেমে প্রথম ইনিংসে 425 রান তুলে ফেলে সৌরাষ্ট্র ৷ তড়িঘড়ি চিরাগ জানি এবং অধিনায়ক জয়দেব উনাদকাটের উইকেট তুলে নিয়ে সৌরাষ্ট্রকে গুটিয়ে দেয় বঙ্গ ব্রিগেড ৷

ranji final
ফিরে গেলেন মনোজ
author img

By

Published : Mar 11, 2020, 7:50 PM IST

রাজকোট, 11 মার্চ: সৌরাষ্ট্রের বিরুদ্ধে রণজি ফাইনালে মোটেও স্বস্তিতে নেই বাংলা ৷ প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের তোলা 425 রানের জবাবে তৃতীয় দিনের শেষে তিন উইকেট হারিয়ে বাংলার স্কোর 134 ৷ হাতে রয়েছে আরও সাতটি উইকেট ৷ অভিমন্যু ঈশ্বরনের দল এখনও 291 রানে পিছিয়ে ৷ ক্রিজে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় (47) এবং (4) ৷

384 রান নিয়ে বুধবার সকালে মাঠে নেমে প্রথম ইনিংসে 425 রান তুলে ফেলে সৌরাষ্ট্র ৷ তড়িঘড়ি চিরাগ জানি এবং অধিনায়ক জয়দেব উনাদকাটের উইকেট তুলে নিয়ে সৌরাষ্ট্রকে গুটিয়ে দেয় বঙ্গ ব্রিগেড ৷ যদিও সৌরাষ্ট্রকে চারশোর বেশি রান তোলা থেকে আটকাতে পারেনি বাংলার বোলাররা ৷ শেষ দুই উইকেটে যোগ হয় 61 রান ৷

জবাবে শুরুটা ভাল করেছিল বাংলার ব্যাটসম্যানরা ৷ অভিমন্যু ঈশ্বরন এবং সুদীপ কুমার ঘরামি ভাল সূচনা করেন ৷ 13.4 ওভারে সুদীপের (26) উইকেট খোয়ায় বাংলা ৷ পরের ওভারেই প্রেরক মানকড় LBW করেন অভিমন্যুকে (9) ৷ গোটা টুর্নামেন্টের মতো ফাইনালেও অধিনায়কের ব্যাটে রান এল না ৷ পরপর দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বঙ্গ ব্রিগেড ৷ তবে ভরসা দিচ্ছিল মনোজ তিওয়ারি ও সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যাট ৷ তবে দিনের শেষে স্বস্তিতে থাকতে পারল না অরুণ লালের দল ৷ কারণ দিনের শেষে মনোজের (47) উইকেট হারিয়েছে বাংলা ৷ চিরাগ জানি LBW করেন বাংলার প্রাক্তন অধিনায়ককে ৷

রাজকোট, 11 মার্চ: সৌরাষ্ট্রের বিরুদ্ধে রণজি ফাইনালে মোটেও স্বস্তিতে নেই বাংলা ৷ প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের তোলা 425 রানের জবাবে তৃতীয় দিনের শেষে তিন উইকেট হারিয়ে বাংলার স্কোর 134 ৷ হাতে রয়েছে আরও সাতটি উইকেট ৷ অভিমন্যু ঈশ্বরনের দল এখনও 291 রানে পিছিয়ে ৷ ক্রিজে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় (47) এবং (4) ৷

384 রান নিয়ে বুধবার সকালে মাঠে নেমে প্রথম ইনিংসে 425 রান তুলে ফেলে সৌরাষ্ট্র ৷ তড়িঘড়ি চিরাগ জানি এবং অধিনায়ক জয়দেব উনাদকাটের উইকেট তুলে নিয়ে সৌরাষ্ট্রকে গুটিয়ে দেয় বঙ্গ ব্রিগেড ৷ যদিও সৌরাষ্ট্রকে চারশোর বেশি রান তোলা থেকে আটকাতে পারেনি বাংলার বোলাররা ৷ শেষ দুই উইকেটে যোগ হয় 61 রান ৷

জবাবে শুরুটা ভাল করেছিল বাংলার ব্যাটসম্যানরা ৷ অভিমন্যু ঈশ্বরন এবং সুদীপ কুমার ঘরামি ভাল সূচনা করেন ৷ 13.4 ওভারে সুদীপের (26) উইকেট খোয়ায় বাংলা ৷ পরের ওভারেই প্রেরক মানকড় LBW করেন অভিমন্যুকে (9) ৷ গোটা টুর্নামেন্টের মতো ফাইনালেও অধিনায়কের ব্যাটে রান এল না ৷ পরপর দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বঙ্গ ব্রিগেড ৷ তবে ভরসা দিচ্ছিল মনোজ তিওয়ারি ও সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যাট ৷ তবে দিনের শেষে স্বস্তিতে থাকতে পারল না অরুণ লালের দল ৷ কারণ দিনের শেষে মনোজের (47) উইকেট হারিয়েছে বাংলা ৷ চিরাগ জানি LBW করেন বাংলার প্রাক্তন অধিনায়ককে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.