দিল্লি, 7 ফেব্রুয়ারি: 21 বছর আগে আজকের দিনে ইতিহাস গড়েছিলেন অনিল কুম্বলে ৷ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে এক ইনিংসে 10 উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে একার হাতেই জয় তুলে নিয়ে আসেন তিনি ৷ ইংল্যান্ডের জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব গড়েন তিনি ৷ দিনটি স্মরণ করে কুম্বলেকে সম্মান জানিয়েছে ICC ৷
ম্যাচটি ছিল ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ ৷ দুই ম্যাচের সিরিজ়ে চেন্নাইয়ে প্রথম ম্যাচ হেরে গেছিল ভারত ৷ কোটলায় প্রথম ইনিংসে ভারত করে 252 রান ৷ ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ে 172 রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস ৷ দ্বিতীয় ইনিংসে সদগোপাল রমেশের 96 ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপরাজিত 62 রানের সুবাদে পাকিস্তানকে জেতার জন্য 420 রানের টার্গেট দেয় ভারত ৷
-
26.3- 9-74 -10#OnThisDay in 1999, Anil Kumble became only the second bowler to bag all ten wickets in a Test innings! 🙌 #INDvPAK
— Fantasy Cricket Tweets 🏏 (@dream11mahirat) February 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Demolished Pakistan Batting Single Handedly. 🏏 #Anilkumble @anilkumble1074 pic.twitter.com/yCsTJw5TDX
">26.3- 9-74 -10#OnThisDay in 1999, Anil Kumble became only the second bowler to bag all ten wickets in a Test innings! 🙌 #INDvPAK
— Fantasy Cricket Tweets 🏏 (@dream11mahirat) February 7, 2020
Demolished Pakistan Batting Single Handedly. 🏏 #Anilkumble @anilkumble1074 pic.twitter.com/yCsTJw5TDX26.3- 9-74 -10#OnThisDay in 1999, Anil Kumble became only the second bowler to bag all ten wickets in a Test innings! 🙌 #INDvPAK
— Fantasy Cricket Tweets 🏏 (@dream11mahirat) February 7, 2020
Demolished Pakistan Batting Single Handedly. 🏏 #Anilkumble @anilkumble1074 pic.twitter.com/yCsTJw5TDX
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার শাহিদ আফ্রিদি ও সইদ আনোয়ারের ব্যাটে ভর করে ভালো শুরু করে পাকিস্তান ৷ দুজনে 101 রানের পার্টনারশিপ গড়েন ৷ কিন্তু আফ্রিদি আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস ৷ একাই বিপক্ষের 10টি উইকেট তুলে নেন কুম্বলে ৷
-
26.3–9–74–🔟 #OnThisDay in 1999, @anilkumble1074 became only the second bowler to take all ten wickets in a Test innings 🤯 pic.twitter.com/5wKIwJl6hB
— ICC (@ICC) February 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">26.3–9–74–🔟 #OnThisDay in 1999, @anilkumble1074 became only the second bowler to take all ten wickets in a Test innings 🤯 pic.twitter.com/5wKIwJl6hB
— ICC (@ICC) February 7, 202026.3–9–74–🔟 #OnThisDay in 1999, @anilkumble1074 became only the second bowler to take all ten wickets in a Test innings 🤯 pic.twitter.com/5wKIwJl6hB
— ICC (@ICC) February 7, 2020
কুম্বলে 132টি টেস্টে ভারতের সর্বোচ্চ 619টি উইকেট তুলে নিয়েছেন ৷ 271টি ওয়ান-ডে ম্যাচে তাঁর সংগ্রহ 337টি উইকেট ৷ ক্রিকেটার হিসাবে অবসর নেওয়ার পর কোচিংয়ে আসেন কুম্বলে ৷ ভারতীয় জাতীয় দলের কোচিংও করান তিনি ৷