ETV Bharat / sports

21 বছর আগের নজির, কুম্বলের কৃতিত্ব মনে করাল ICC

author img

By

Published : Feb 7, 2020, 6:45 PM IST

7 ফেব্রুয়ারি ৷ ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক দিন, গর্বের দিন ৷ 21 বছর আগে এই দিনে এক ইনিংসে দশ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন দেশের স্পিন লেজেন্ড অনিল কুম্বলে ৷

anil kumble
কুম্বলে

দিল্লি, 7 ফেব্রুয়ারি: 21 বছর আগে আজকের দিনে ইতিহাস গড়েছিলেন অনিল কুম্বলে ৷ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে এক ইনিংসে 10 উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে একার হাতেই জয় তুলে নিয়ে আসেন তিনি ৷ ইংল্যান্ডের জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব গড়েন তিনি ৷ দিনটি স্মরণ করে কুম্বলেকে সম্মান জানিয়েছে ICC ৷

ম্যাচটি ছিল ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ ৷ দুই ম্যাচের সিরিজ়ে চেন্নাইয়ে প্রথম ম্যাচ হেরে গেছিল ভারত ৷ কোটলায় প্রথম ইনিংসে ভারত করে 252 রান ৷ ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ে 172 রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস ৷ দ্বিতীয় ইনিংসে সদগোপাল রমেশের 96 ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপরাজিত 62 রানের সুবাদে পাকিস্তানকে জেতার জন্য 420 রানের টার্গেট দেয় ভারত ৷

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার শাহিদ আফ্রিদি ও সইদ আনোয়ারের ব্যাটে ভর করে ভালো শুরু করে পাকিস্তান ৷ দুজনে 101 রানের পার্টনারশিপ গড়েন ৷ কিন্তু আফ্রিদি আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস ৷ একাই বিপক্ষের 10টি উইকেট তুলে নেন কুম্বলে ৷

কুম্বলে 132টি টেস্টে ভারতের সর্বোচ্চ 619টি উইকেট তুলে নিয়েছেন ৷ 271টি ওয়ান-ডে ম্যাচে তাঁর সংগ্রহ 337টি উইকেট ৷ ক্রিকেটার হিসাবে অবসর নেওয়ার পর কোচিংয়ে আসেন কুম্বলে ৷ ভারতীয় জাতীয় দলের কোচিংও করান তিনি ৷

দিল্লি, 7 ফেব্রুয়ারি: 21 বছর আগে আজকের দিনে ইতিহাস গড়েছিলেন অনিল কুম্বলে ৷ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে এক ইনিংসে 10 উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে একার হাতেই জয় তুলে নিয়ে আসেন তিনি ৷ ইংল্যান্ডের জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব গড়েন তিনি ৷ দিনটি স্মরণ করে কুম্বলেকে সম্মান জানিয়েছে ICC ৷

ম্যাচটি ছিল ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ ৷ দুই ম্যাচের সিরিজ়ে চেন্নাইয়ে প্রথম ম্যাচ হেরে গেছিল ভারত ৷ কোটলায় প্রথম ইনিংসে ভারত করে 252 রান ৷ ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ে 172 রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস ৷ দ্বিতীয় ইনিংসে সদগোপাল রমেশের 96 ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপরাজিত 62 রানের সুবাদে পাকিস্তানকে জেতার জন্য 420 রানের টার্গেট দেয় ভারত ৷

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার শাহিদ আফ্রিদি ও সইদ আনোয়ারের ব্যাটে ভর করে ভালো শুরু করে পাকিস্তান ৷ দুজনে 101 রানের পার্টনারশিপ গড়েন ৷ কিন্তু আফ্রিদি আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস ৷ একাই বিপক্ষের 10টি উইকেট তুলে নেন কুম্বলে ৷

কুম্বলে 132টি টেস্টে ভারতের সর্বোচ্চ 619টি উইকেট তুলে নিয়েছেন ৷ 271টি ওয়ান-ডে ম্যাচে তাঁর সংগ্রহ 337টি উইকেট ৷ ক্রিকেটার হিসাবে অবসর নেওয়ার পর কোচিংয়ে আসেন কুম্বলে ৷ ভারতীয় জাতীয় দলের কোচিংও করান তিনি ৷


Greater Noida (Uttar Pradesh), Feb 07 (ANI): Auto Expo 2020 is a one single stop for car enthusiasts and the 15th edition made a grand entry once again at the India Expo Mart in Greater Noida. Indians as well as International car makers exhibited their newly-launched cars and some of them were real surprise. Bollywood actor Shah Rukh Khan came to the event for launch of Hyundai 'Creta' and singer Daler Mehndi also came to Auto Expo 2020 and launched various electric products of Evolet Indian Motors. Maruti Suzuki unveiled new 'IGNIS' and 'Vitara Brezza' at the Auto Expo. MG Motors came up with two luxury cars, SUV Gloster and MPV G10. The Auto Expo 2020 will conclude on February 12.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.