ETV Bharat / sports

CAB Meet: কুশল বিনিময়ে সৌরভ-বিশ্বরূপ, 'ভিশন প্রজেক্ট বন্ধ কেন ?' প্রশ্ন উঠতেই অস্বস্তিতে সিএবি

শনিবার সন্ধ্যায় বাইপাসের ধারে তারকাখচিত হোটেলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবির বার্ষিক সভা আয়োজিত হয় ৷ উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকে ৷

ETV Bharat
সিএবির বার্ষিক সভায় সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 12:11 PM IST

কলকাতা, 1 অক্টোবর: বিগত বছরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বার্ষিক আয় হয়েছে 65 কোটি টাকা ৷ শনিবার রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সভায় এই তথ্য পেশ করা হয়েছে ৷ এই আয়ের অংশ রাজ্যের সামগ্রিক ক্রিকেট উন্নয়নে ব্যবহার করা হবে ৷ তারই প্রথম ধাপ হিসেবে প্রতিটি অনুমোদিত সংস্থাকে তিন লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে সিএবি ৷ যাতে অনুমোদিত সংস্থাগুলি পরিকাঠামো উন্নয়নের কাজে এই টাকা ব্যবহার করতে পারে ৷

সিএবির অনুমোদিত সংস্থার সংখ্যা 139 ৷ তবে সিএবি-র বার্ষিক সভায় সবকিছু অল গুড নয় ৷ ভিশন টোয়েন্টি টোয়েন্টি কেন বন্ধ করা হল ? এ বিষয়ে উপস্থিত সদস্যদের কিছু অংশ থেকে প্রশ্ন ওঠে, যা বিড়ম্বনায় ফেলে দেয় সিএবির পদাধিকারীদের ৷

এই প্রজেক্ট ঘোষণার দিনই অনেকে আপত্তি তুলেছিলেন ৷ এবার বার্ষিক সভায় তা প্রশ্নের মুখে ফেলে দিল ৷ যদিও সিএবি জানিয়েছে, নতুন প্রতিভার অন্বেষন এবং তাদের গড়ে তোলার কাজ বন্ধ হচ্ছে না ৷ বরং আরও বিশদে করা হবে, যাতে তৃণমূল স্তর থেকে ক্রিকেট প্রতিভা তুলে নিয়ে আসা যায় ৷

এবারের বার্ষিক সভা কার্যত মিলনমেলা ৷ বাইপাসের ধারে একটি তারকাখচিত হোটেলে সিএবির এই সভা আয়োজিত হয়েছে ৷ চলতি বছরটা বিশ্বকাপের বছর ৷ ইডেনে সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ হবে ৷ তাই সবাই সফলভাবে বিশ্বকাপ আয়োজনে জোর দেওয়ার কথা বলেন ৷

সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সভায় পৌঁছন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ উপস্থিত সদস্যদের সঙ্গে তাঁকে আলাপচারিতা করতে দেখা যায় ৷ প্রসঙ্গত, বিশ্বকাপ আয়োজক কমিটির কোনও কিছুতেই নেই সৌরভ ৷ তবে প্রায়শই সিএবিতে গিয়ে কাজের গতিপ্রকৃতি নিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে ৷ এই বৈঠকে সৌরভের সঙ্গে দেখা হয় সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের প্রতিনিধি বিম্বরূপ দে-র ৷ প্রাক্তন সিএবি সচিবের সঙ্গে প্রাক্তন সিএবি প্রেসিডেন্টের সম্পর্ক যে কতটা শীতল, ময়দান তা জানে ৷ তবুও মুখোমুখি হওয়ার পরেই দু'জনেই হেসে কথা বললেন, যা নিরামিষ আবহের সেরা ছবি ৷

আরও পড়ুন: জোড়া গোলে নায়ক ক্লেইটন, পিছিয়ে পড়েও আইএসএলে প্রথম জয় ইস্টবেঙ্গলের

কলকাতা, 1 অক্টোবর: বিগত বছরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বার্ষিক আয় হয়েছে 65 কোটি টাকা ৷ শনিবার রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সভায় এই তথ্য পেশ করা হয়েছে ৷ এই আয়ের অংশ রাজ্যের সামগ্রিক ক্রিকেট উন্নয়নে ব্যবহার করা হবে ৷ তারই প্রথম ধাপ হিসেবে প্রতিটি অনুমোদিত সংস্থাকে তিন লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে সিএবি ৷ যাতে অনুমোদিত সংস্থাগুলি পরিকাঠামো উন্নয়নের কাজে এই টাকা ব্যবহার করতে পারে ৷

সিএবির অনুমোদিত সংস্থার সংখ্যা 139 ৷ তবে সিএবি-র বার্ষিক সভায় সবকিছু অল গুড নয় ৷ ভিশন টোয়েন্টি টোয়েন্টি কেন বন্ধ করা হল ? এ বিষয়ে উপস্থিত সদস্যদের কিছু অংশ থেকে প্রশ্ন ওঠে, যা বিড়ম্বনায় ফেলে দেয় সিএবির পদাধিকারীদের ৷

এই প্রজেক্ট ঘোষণার দিনই অনেকে আপত্তি তুলেছিলেন ৷ এবার বার্ষিক সভায় তা প্রশ্নের মুখে ফেলে দিল ৷ যদিও সিএবি জানিয়েছে, নতুন প্রতিভার অন্বেষন এবং তাদের গড়ে তোলার কাজ বন্ধ হচ্ছে না ৷ বরং আরও বিশদে করা হবে, যাতে তৃণমূল স্তর থেকে ক্রিকেট প্রতিভা তুলে নিয়ে আসা যায় ৷

এবারের বার্ষিক সভা কার্যত মিলনমেলা ৷ বাইপাসের ধারে একটি তারকাখচিত হোটেলে সিএবির এই সভা আয়োজিত হয়েছে ৷ চলতি বছরটা বিশ্বকাপের বছর ৷ ইডেনে সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ হবে ৷ তাই সবাই সফলভাবে বিশ্বকাপ আয়োজনে জোর দেওয়ার কথা বলেন ৷

সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সভায় পৌঁছন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ উপস্থিত সদস্যদের সঙ্গে তাঁকে আলাপচারিতা করতে দেখা যায় ৷ প্রসঙ্গত, বিশ্বকাপ আয়োজক কমিটির কোনও কিছুতেই নেই সৌরভ ৷ তবে প্রায়শই সিএবিতে গিয়ে কাজের গতিপ্রকৃতি নিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে ৷ এই বৈঠকে সৌরভের সঙ্গে দেখা হয় সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের প্রতিনিধি বিম্বরূপ দে-র ৷ প্রাক্তন সিএবি সচিবের সঙ্গে প্রাক্তন সিএবি প্রেসিডেন্টের সম্পর্ক যে কতটা শীতল, ময়দান তা জানে ৷ তবুও মুখোমুখি হওয়ার পরেই দু'জনেই হেসে কথা বললেন, যা নিরামিষ আবহের সেরা ছবি ৷

আরও পড়ুন: জোড়া গোলে নায়ক ক্লেইটন, পিছিয়ে পড়েও আইএসএলে প্রথম জয় ইস্টবেঙ্গলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.