ETV Bharat / sports

ICC World Cup 2023: সর্বাধিক ছক্কার রেকর্ড গড়ায় রোহিতকে অভিনন্দন গেইলের

Chris Gayle Congratulates Rohit Sharma: বুধবার দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে 131 রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ এই ইনিংসে তিনি পাঁচটি ছয় মেরেছেন ৷ এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছয়ের সংখ্যা এখন 555 ৷ ছয় মারার দিক থেকে তিনিই এখন এক নম্বর ব্যাটার ৷ এতদিন এই রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে (553) ৷ রোহিত তাঁর রেকর্ড ভাঙার পর গেইল তাঁকে অভিনন্দন জানিয়েছেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 2:56 PM IST

ICC World Cup 2023
ICC World Cup 2023

হায়দরাবাদ, 12 অক্টোবর: আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে বুধবার একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ৷ তার মধ্যে অন্যতম বিশ্ব ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ড ৷ এতদিন এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের দখলে ৷ তাঁকে টপকে এই নজির গড়ায় গেইল অভিনন্দন জানিয়েছেন ‘হিটম্যান’ রোহিতকে ৷

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় মারার জন্য অভিনন্দন ৷’’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন স্পেশাল 45 ৷ এই সংখ্যার জার্সি পরেই খেলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ৷

আন্তর্জাতিক ক্রিকেটে 553টি ছয় মেরেছেন ক্রিস গেইল ৷ বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সেই নজির টপকে যাওযার পর রোহিতের ছয়ের সংখ্যা এখন 555 ৷ তাছাড়া 131 রান করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি ৷ তাঁর এই অধিনায়কোচিত ইনিংসের পর অনেকেই শুভেচ্ছা জানান রোহিতকে ৷ সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগও ৷

তিনি লিখেছেন, "এই দু’জনকে একসঙ্গে দেখতে ভালো লাগে । বিরাট অসাধারণ ফর্মে, 2/3 বা 150/1 যাই হোক না কেন, তিনি সর্বদা একা লড়ে যান ৷ আমি নিশ্চিত যে এটি তাঁর জন্য একটি স্মরণীয় বিশ্বকাপ হতে চলেছে । রোহিতকেও দারুণ খেলতে দেখে ভালো লাগল৷ রোহিত, বিরাট, বুমরাহ, তিনজন সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় খুব ভালো খেলেছে এবং 2023 বিশ্বকাপে আমাদের জন্য একটি দুর্দান্ত জয় উপহার দিয়েছে ৷"

আরেক প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না রোহিতকে এত ভালো ইনিংস খেলার জন্য ধন্যবাদ দিয়েছেন ৷ পাশাপাশি প্রশংসা করেছেন রোহিত ও ইশান কিষানের ওপেনিং পার্টনারশিপেরও ৷ এছাড়া শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল-সহ আরও অনেকেই রোহিত সোশাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ৷

উল্লেখ্য, বুধবার বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির শচীনের রেকর্ড ভেঙেছেন রোহিত ৷ বিশ্বকাপে তাঁর সেঞ্চুরির সংখ্যা 7 ৷ এছাড়া কপিল দেবের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের মালিক হয়েছেন তিনি ৷ যৌথভাবে দ্রুততম 1000 রানও করেছেন রোহিত ৷

ভারতীয় দল বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচেই জিতেছে৷ প্রথম ম্যাচে বিরাট-রাহুলের জুটি জিতেয়েছে ৷ দ্বিতীয় ম্যাচে রোহিত ম্যাচ জিতিয়েছেন ইশান ও বিরাটকে সঙ্গে নিয়ে ৷ ভারতের পরবর্তী ম্যাচ আগামী শনিবার ৷ সেদিন আমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত ৷ সেই ম্যাচের এই দু’টি স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে ৷

আরও পড়ুন: গেইলকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড রোহিতের

হায়দরাবাদ, 12 অক্টোবর: আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে বুধবার একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ৷ তার মধ্যে অন্যতম বিশ্ব ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ড ৷ এতদিন এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের দখলে ৷ তাঁকে টপকে এই নজির গড়ায় গেইল অভিনন্দন জানিয়েছেন ‘হিটম্যান’ রোহিতকে ৷

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় মারার জন্য অভিনন্দন ৷’’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন স্পেশাল 45 ৷ এই সংখ্যার জার্সি পরেই খেলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ৷

আন্তর্জাতিক ক্রিকেটে 553টি ছয় মেরেছেন ক্রিস গেইল ৷ বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সেই নজির টপকে যাওযার পর রোহিতের ছয়ের সংখ্যা এখন 555 ৷ তাছাড়া 131 রান করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি ৷ তাঁর এই অধিনায়কোচিত ইনিংসের পর অনেকেই শুভেচ্ছা জানান রোহিতকে ৷ সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগও ৷

তিনি লিখেছেন, "এই দু’জনকে একসঙ্গে দেখতে ভালো লাগে । বিরাট অসাধারণ ফর্মে, 2/3 বা 150/1 যাই হোক না কেন, তিনি সর্বদা একা লড়ে যান ৷ আমি নিশ্চিত যে এটি তাঁর জন্য একটি স্মরণীয় বিশ্বকাপ হতে চলেছে । রোহিতকেও দারুণ খেলতে দেখে ভালো লাগল৷ রোহিত, বিরাট, বুমরাহ, তিনজন সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় খুব ভালো খেলেছে এবং 2023 বিশ্বকাপে আমাদের জন্য একটি দুর্দান্ত জয় উপহার দিয়েছে ৷"

আরেক প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না রোহিতকে এত ভালো ইনিংস খেলার জন্য ধন্যবাদ দিয়েছেন ৷ পাশাপাশি প্রশংসা করেছেন রোহিত ও ইশান কিষানের ওপেনিং পার্টনারশিপেরও ৷ এছাড়া শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল-সহ আরও অনেকেই রোহিত সোশাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ৷

উল্লেখ্য, বুধবার বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির শচীনের রেকর্ড ভেঙেছেন রোহিত ৷ বিশ্বকাপে তাঁর সেঞ্চুরির সংখ্যা 7 ৷ এছাড়া কপিল দেবের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের মালিক হয়েছেন তিনি ৷ যৌথভাবে দ্রুততম 1000 রানও করেছেন রোহিত ৷

ভারতীয় দল বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচেই জিতেছে৷ প্রথম ম্যাচে বিরাট-রাহুলের জুটি জিতেয়েছে ৷ দ্বিতীয় ম্যাচে রোহিত ম্যাচ জিতিয়েছেন ইশান ও বিরাটকে সঙ্গে নিয়ে ৷ ভারতের পরবর্তী ম্যাচ আগামী শনিবার ৷ সেদিন আমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত ৷ সেই ম্যাচের এই দু’টি স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে ৷

আরও পড়ুন: গেইলকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড রোহিতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.